প্রিয় পাঠক, স্নাতক পর্যায়ের অন্যতম একটি সেরা সাবজেক্ট হলো দর্শন বা ফিলোসোফি। আজকে আমরা ফিলোসোফি বিভিন্ন বর্ষের সকল কোর্সের প্রায় ১০০ টির মতো ফ্রি pdf বই নিয়ে হাাজির হয়েছি।
আমি নিজে একজন ফিলোসোফির শিক্ষার্থী। এজন্য আমার নিজের সংগ্রহে থাকা সকল বই আপনাদের সাথে শেয়ার করছি।
প্রত্যক বর্ষের বই নিচে দিয়ে দিলাম। বই গুলো ইন্টারন্টের বিভিন্ন ফ্রি সোর্স থেকে ডাউনলোড করা। বই সমূহ শুধু শিক্ষার্থীদের উপকারের জন্য শেয়ার করা হলো।
ফিলোসোফি ১ম বর্ষের সকল কোর্সের বই ও নোট pdf:
- ১০১ নং কোর্সের বইঃ
- An outline of philosophy/ দর্শনের রুপরেখা (আঃ মতিন)
- দর্শনের ভূমিকা – ইংরেজি
- ১০২ নং কোর্সের বইঃ
- The History of Western Philosophy (Russell)
- A Critical History of Greek Philosophy (STACE)
- A History of Western Philosophy (Ralph McInerny)
- ১০৩ নং কোর্সের বইঃ
- Introduction to Logic (I.M.Copi) ডাউনলোড করুন
- ১০৪ নং কোর্সের বইঃ
- নীতিবিদ্যার উইলিয়াম লিলির বিখ্যাত বই
- ১০৫ নং কোর্সের বইঃ
- সাইকোলজি/মনোবিজ্ঞান বই (বাংলায় লেখা) ডাউনলোড করুন
- সাইকোলোজি বই ইংরেজি (Benjamin B. Lahey)
- জেরোম এ শেফার এর মনোদর্শন – বাংলা বই
- ১০৬ নং কোর্সের বইঃ
- এ.কে. এম শাহনাওয়াজ এর পিডিএফ বই রোম
- মিশরের সকল ইতিহাস (বাংলা)
- ভি. গর্ডনের, রিভলুশনের সেই ১০ টি বিখ্যাত পয়েন্ট
- বিখ্যাত সেই ৮০০ পৃষ্ঠার WORLD CIVILIZATIONS বই
[বিঃদ্রঃ উক্ত বই সমূহ ফ্রি বই ডাউনলোডের বিভিন্ন সাইট থেকে সরবরাহকৃত]
ফিলোসফি কোর্সের নোট পড়ুন:
সাইকোলজি কোর্সের নোট পড়ুনঃ
Benjamin B. Lahey – এর বিখ্যাত সাইকোলজি ইংরেজি বইয়ের বাংলা অনুবাদঃ
- ২য় অধ্যায়ের ১নং ক্লাস
- ৩য় অধ্যায়ের ১নং ক্লাস
- ৩য় অধ্যায়ের ২নং ক্লাস
- ৩ য় অধ্যায়ের ৩নং ক্লাস
- ৪র্থ অধ্যায়ের পড়ুন
- ৫ম অধ্যায় সেন্সেশন ও পারসেপশন
- ৭ম অধ্যায়
- ১২ তম অধ্যায় ব্যক্তিত্ব বা
ফিলোসোফি ২য় বর্ষের সকল কোর্সের বই ও নোট pdf:
২০১- History of Western ফিলোসোফি pdf বই:
- The History of Western Philosophy (by Russell)
- A Critical History of Greek Philosophy (by STACE)
- A History of Western Philosophy (Ralph McInerny)
- History of Modern Philosophy (Richard Falckenberg)
- প্লেটোর রিপাব্লিক বাংলা অনুবাদ বই
- বিখ্যাত দার্শনিকদের জীবনী নিয়ে বাংলা বই- সেই সব দার্শনিক
- রেনে দেকার্তের
- জন লক পিডিএফ বাংলা লেখা নোট
- লিবনিজ পিডিএফ
- স্পিনোজা সম্পূর্ণ বাংলা পিডিএফ ফাইল
২০২- Symbolic Logic এর pdf বই:
- সিম্বলিক লজিক – আই এম কপির পিডিএফ বই
২০৩- Critical Thinking এর pdf বই:
- Think Critical by John Chaffee (12 edition)
- পেগ টাইটেল ক্রিটিক্যাল থিংকিং পিডিএফ
- ক্রিটিক্যাল থিংকিং মেইনটেন্স
২০৪- ভারতীয় দর্শন pdf বই:
- Indian Philosophy by C. Datta
- চার্বাকের খোঁজে – ভারতীয় দর্শন বাংলা বই
- ভারতীয় দর্শন বাংলা বই pdf
২০৫- chines & Japanese দর্শন pdf বই:
- Routledge history of Chinese philosophy
- A Source Book in Chinese Philosophy
- Introduction to Chinese Philosophy pdf
২০৬- Muslim দর্শন pdf বই:
- A history of Muslim philosophy by MM Sharif 1963 Vol. 1
- A history of Muslim philosophy by MM Sharif 1963 Vol. 2
- History of Islamic philosophy by Seyyed Hossein Nasr & Oliver Leaman 2008
- Islamic Philosophy from Its Origin to the Present by Seyyed Hossein Nasr
- Philosophy in the Islamic world by Peter Adamson
- মুসলিম দর্শন চেতনা ও প্রবাহ
- সুফিবাদ ইংরেজিতে
- সুফিবাদ সম্পূর্ণ বাংলা ভাষায়
২০৭- Social & Political & Cultural History of Bangladesh pdf বই:
- বাংলার ইতিহাস by আবদুল করিম
- বাংলাদেশের ইতিহাস by মজুমদার
- বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস by এম এ রহিম
আপনি কি দর্শনের শিক্ষার্থীঃ
সাবজেক্ট হিসেবে বলতে গেলে, ফিলোসোফি কোর্সের ভবিষ্যৎ অন্য যে কোনো বিষয়ের সমান বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি উজ্জ্বল। সমান বলার হলো কারণ যারা দর্শনে পড়ে, তারা সবাই তাদের নিজ নিজ কর্ম ক্ষেত্রে ভালো করে।
আর বেশি বলার কারন হলো কাউকে পরিপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠতে হলে তাকে সব ধরনের ঘটনার মধ্যে যে সংযোগ সাধন এবং সেটা ধরতে ও শিখতে হয়। এ জন্য দরকার শুধুই একটি দার্শনিক মন।
হার্ভার্ড বা অক্সফোর্ডের মতো বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গেলে দেখা যাবে ‘দর্শন ও ব্যবসা’ ‘দর্শন ও কম্পিউটার প্রকৌশল’ ইত্যাদি বিষয় সেখানে আছে।
এর কারণ হলো, যে যত বেশি ভাবনার গভীরে যেতে পারে সে তত বড় কম্পিউটার বিজ্ঞানী হয়। আর এই ‘ক্রিটিক্যাল মাইন্ড’–এর শিক্ষা দেওয়া হয় দর্শন বিভাগে।
দর্শনের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘প্রায়োগিক নীতিবিদ্যা’। এখন কিন্তু আমরা শুধু দক্ষ বিজ্ঞানী বা দক্ষ প্রশাসকই চাই না, আমরা চাই একজন নীতিমান বিজ্ঞানী বা প্রশাসক হতে।
ফিলোসোফির শিক্ষার্থীর ক্যারিয়ার কোথায়?
দর্শনে স্নাতক একজন ব্যক্তি ভালো প্রশাসক হতে পারবে, আরো পারবে ভালো সম্পাদক হতে। বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে যেখানে জটিল সিদ্ধান্ত গ্রহণ করার দরকার হবে, সেখানে ভালো করতে পারবে। ভালো নীতিনির্ধারকও হতে পারবে।
দেখা যায়, বহুজাতিক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক, পোশাকশিল্প প্রতিষ্ঠানে বড় পদে রয়েছেন দর্শনের শিক্ষার্থীরা।
এ ছাড়া ফার্মাসিউটিক্যালস কোম্পানি গুলোতেও বর্তমানে ‘ইথিকস অ্যাডভাইজার’ হিসেবে অনেকে চাকরি করছেন। ক্ষেত্রটি পুরোপুরি দর্শনের শিক্ষার্থীদের জন্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা বা গবেষণার কাজ করছে অনেক দর্শন পড়ুয়া।
চাকরির বাজারে ভালো করতে হলে এখন মূলত ব্যবহারিক শিক্ষার প্রয়োজন। তবে আইনস্টাইন বলে গেছেন, ‘জ্ঞানের চাইতে কল্পনা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
এই কাল্পনিক ক্ষমতা থাকা খুবই জরুরি। আগে ধারণা করা হতো, দর্শন শুধু কাল্পনিক বিষয়। সমাজ, রাষ্ট্র, ধর্ম, নৈতিকতা, সবকিছুর সঙ্গেই দর্শন এর সাথে সম্পৃক্ততা রয়েছে।
সবাই তো আর ফলিত জ্ঞান পড়বে না। এই মৌলিক জ্ঞানগুলো অর্জনের জন্য তাই দর্শন পড়া উচিত। “শিক্ষার মাধ্যম হোক সহজ ও আনন্দযুক্ত”
FAQ
আমাদের জীবন ও জগৎ সম্পর্কে মৌলিক প্রশ্নের, যৌক্তিক ব্যাখ্যা ও বিশ্লেষনই ফিলোসোফি।
দর্শন।
বিভিন্ন দার্শনিকদের জীবনী, তাদের সকল দর্শন ও মতবাদ, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, অধিবিদ্যা, মনোবিদ্যা, ভাষা দর্শন ইত্যাদি হলো ফিলোসোফি কোর্সের প্রধান পাঠ্যবিষয়।
যারা দর্শন চর্চা করেন, দর্শনের উন্নতি সাধনে অবদান রাখেন তারাই দার্শনিক।
সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, দেকার্ত, হেগেল, স্পিনোজা ছিলেন সর্বকালের সেরা দার্শনিক।