প্রিয় পাঠক, ৭রং এর terms and condition পেজে আপনকে স্বাগতম! আমাদের ৭রং ওয়েব সাইট একটি সম্পূর্ণ ফ্রি এবং তথ্য সমৃদ্ধ ব্লগ সাইট।
ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার সাথে সাথে, ইন্টারনেটে কনটেন্ট এর চাহিদা যেমন বেড়ে চলেছে; ঠিক তেমনি ছোট- বড় ওয়েব সাইটও বেড়েই চলেছে।
আর তাই ইনন্টারনেট ব্যবহারকারী এবং কনটেন্ট তৈরিকারী সকলের জন্যই- ইন্টারনেট বা তথ্য ব্যবহারের বিশেষ শর্ত রয়েছে।
৭রং ওয়েব সাইটও সকল শর্ত মেনে, সুস্থ্য ধারায়, সেবা ও তথ্য সরবরাহ ও নিশ্চিত করতে আন্তরিক ভাবে আগ্রহী ও অঙ্গীকারবদ্ধ।
Our terms and condition:
পাঠকের নিরাপত্তাঃ
৭রং সাইটে আগত সকল ভিজিটর এবং তাদের তথ্যাদি ৭রং এর নিকট শতভাগ নিরাপদ।
৭রং কখনোই তার ভিজিটরের কোনো তথ্য, অন্য কোথাও সরবরাহ বা সংরক্ষণ করে না! পাঠকের দেয়া, মেইল, ফোন নাম্বার বা অনুরুপ সকল তথ্য নিরপদ।
পাঠকের কুকি, অ্যাক্টিভিটি ইত্যাদি ৭রং কখনোই সংরক্ষণ, বিশ্লেষণ বা কাউকে প্রদান করেনা।
শুধু মাত্র পাঠকে সঠিক ও নির্ভযোগ্য তথ্য সরবরাহ করার পাশাপাশি পাঠকের সন্তুষ্টির উপরই ৭রং শতভাগ গুরুত্বারোপ করে।
৭রং এর তথ্য ব্যবহারের শর্তঃ
আমাদের ৭রং সাইটে ব্যবহারকৃত সকল- ইমেজ, লেখা, অডিও, ভিডিও সহ সকল তথ্যর দায়ভার আমাদেরই।
আর আমাদের ৭রং এর কোনো ফটো, লেখা, অডিও, ভিডিও সহ সকল তথ্য ৭রং এর মালিকানাভূক্ত। সুতরাং; ৭রং এর কোনো ফটো লেখা, অডিও, ভিডিও সহ যে কোনো তথ্য, কপি বা নকল করা, চুরি করা, এডিট করে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।
আমাদের ৭রং ওয়েব সাইটের ফটো, লেখা, অডিও, ভিডিও সহ যাবতীয় তথ্য DMCA দ্বারা এবং কপিরাইট আইন দ্বারা প্রটেক্টেড! তাই কপি করে ব্যবহার করা থেকে বিরত থাকুন, এবং অপরকে বিরত রাখুন।
আমাদের ৭রং থেকে প্রকাশিত কোনো পুরানো বা সম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্য পুনরায় সঠিক সোর্স থেকে যাচাই করে নিতে হবে! আমারা কোনো তৃতীয় পক্ষের তথ্য প্রচার করে থাকলেও, তা বিশেষ অনুমতি সাপেক্ষে ব্যবহার করি।
কোনো স্বাস্থ্য, শিক্ষা বা গুরুত্বপূর্ণ তথ্য বা খবর সহ, কোনো সেনসিটিভ বিষয়ের তথ্য গ্রহণ বা আদান-প্রদান কালে; নির্ভরযোগ্য উৎস হতে অবগত হতে হবে।
যেমন স্বাস্থ্য বিষয়ক কোনো পরামর্শ ৭রং থেকে সরাসরি গ্রহণ করার পূর্বে অবশ্যই নির্ভযোগ্য চিকিৎসকের সরণাপন্ন হতে হবে! অনুরুপ তৃতীয় পক্ষের কোনো পণ্য বা সেবা প্রাপ্তির জন্য উক্ত কর্তৃপক্ষের দারস্থ্য হতে হবে।
৭রং কোনো বিশেষ ব্যক্তি, ব্যক্তিমহল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধাচার করেনা। অনুরুপ অনাকাঙ্খিত ঘটনার প্রত্যক্ষদর্শী হলে ৭রং কে অবহিত করুন।