Sensation and Perception (সংবেদন উপলদ্ধি সাইকোলোজি) ১০ পর্ব

আজকে আমরা Sensation and Perception Psychology বা সংবেদন ও উপলব্ধি শিরোনামের সাইকোলজির আলোচনা করবো:

  1. ভূমিকা (Prologue)
  2. সংবেদনঃ সংবেদনশীল বার্তা গ্রহন ( Sensation : Receiving Sensory messages)

ভূমিকাঃ

অনেক সময় আমরা রেডিওতে ক্রিকেট বা অন্যান্য খেলার ধারা বিবরণ শুনে থাকি।

আমরা কিন্তু খেলার মাঠে উপস্থিত থাকি না।

এক্ষেত্রে রেডিওর বক্তা আমাদের কাছে খেলার ধারা স্টেপ বাই স্টেপ বর্ননা করেন খেলাটি শুনেই আমরা খেলাটির মানসিক চিত্র তৈরি করে থাকি।

এক্ষেত্রে আমরা খেলার মাঠে গিয়ে খেলাটি দেখলে যেভাবে বুঝতাম খেলাটি রেডিও তে শুনেও প্রায় একই ভাবে বুঝতে পারি।

এটা সম্ভব হওয়ার কারন হলো আমরা সরাসরি কিছু দেখলে সেটা চোখ অনুবাদ করে এবং মস্তিষ্কে বা ব্রেইনে তা পাঠানোর পরে সংবেদনশীল ইনর্ফমেশন থেকে মস্তিষ্কের মধ্যে চাক্ষুস উপলব্ধি সৃষ্টি হয় যাকে বলে Visual Perception.

ঠিক একই ভাবে খেলাটি রেডিও তে শোনার মাধ্যমেও আমাদের মস্তিষ্কে খেলাটির উপলব্ধি বা Perception তৈরি হয় ফলে আমরা খেলাটি বুঝতে পারি।

Sensation and Perception Psychology নামক সাইকোলজি পাঠে আমরা ৫ টি প্রধান ইন্দ্রিয় (senses) নিয়ে আলোচনা করবো।

মানুষের ৫ টি প্রধান ইন্দ্রিয় বা sense গুলো হলোঃ

  1. দৃষ্টি / দর্শন বা Vision.
  2. শ্রবণ বা Hearing.
  3. দেহ সংবেদন বা The body senses.n
  4. স্বাদ বা Taste.
  5. গন্ধ বা Smell.

দৃষ্টি বা দর্শনের ক্ষেত্রে, চোখ তথ্য সংগ্রহ করে সেই তথ্য অনুবাদ করে এবং মস্তিষ্কে আলো থেকে শক্তি প্রেরন করে।

শব্দ শোনার জন্য ইন্দ্রিয় অঙ্গ কান বায়ুর কম্পমান অণুর শক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে প্রেরণ করে এভাবে আমাদের মস্তিষ্ক শব্দ শুনতে পায়।

দেহ সংবেদন বা The body senses ত্বক থেকে তাপমাত্রা, স্পর্শ বা ব্যথা সম্পর্কে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে।

ফলে আমাদের অবস্থান বা কোথায় যাচ্ছি কি করছি অথবা দেহের অবস্থান বুঝতে পারে।

আবার গতিবিধি কোন পর্যায়ে রয়েছে তাও আমদের মস্তিষ্ক বুঝতে পারে।

স্বাদ ও গন্ধ গ্রহণকারী রাসায়নিক ইন্দ্রিয়গুলো নাকরে ও জিহ্বার ‍রিসেপ্টর কোষ ব্যবহার করে, নিঃশ্বাসের রাসায়নিক উপাদান ও খাবারের বিষয়ে মস্তিষ্ককে তথ্য পাঠায় এর ফলে আমাদের মস্তিষ্ক যেকোনো প্রকার স্বাদ ও গন্ধ (taste and smell) বুঝতে পারে।

সংবেদনঃ সংবেদনশীল বার্তা গ্রহন (Sensation: Receiving Sensory messages):

আমাদের কিছু সংখ্যাক ইন্দ্রিয় অঙ্গ থাকার কারণেই কেবল আমরা জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত থাকতে পারি।

কারণ এই অঙ্গ গুলোই দেখতে, শুনতে, স্বাদ, গন্ধ, স্পর্শ, ভারসাম্য এবং দেহের দৃঢ়তা, ব্যথা, পূর্ণতা, উষ্ণতা, আনন্দ, ব্যথা বুঝতে আমাদের সক্ষম করে তোলে।

আমাদের সংবেদনশীল অঙ্গগুলো দেহের সংবেদনশীল রিসেপ্টর কোষের ( sensory receptor cells) মাধ্যমে পরিচালিত হয়।

যা বাহিরের আলো, কম্পন বা তাপ থেকে শক্তি গ্রহণ করে এবং নিউরাল ইমপালস কে ট্রান্সলেশন করে মস্তিষ্কে পাঠায়, যাতে আমাদের মস্তিষ্ক তা বুঝতে পারে।

তাহলে আমরা Sensation and Perception বা সংবেদন ও উপলদ্ধিকে নিচের মতো করে বলতে পারিঃ

বাহিরের জগৎ থেকে কোনো তথ্য গ্রহণ করা, তা ট্রান্সলেট বা অনুবাদ করা এবং একই সাথে তা আমাদের মস্তিষ্কে সঞ্চারিত করার প্রক্রিয়াকে বলা হয় সংবেদন বা সেন্সেশন (sensation).

অপরদিকে উক্ত তথ্যের ব্যাখ্যা এবং বাহিরের জগতের চিত্র তৈরির প্রক্রিয়াকে বলা হয় উপলব্ধি বা পারসেপশন (perception).

Leave a Comment