প্রিয় পাঠক, বিসিএস প্রিলিমিনারি পরিক্ষায় মানসিক দক্ষতা অংশ থেকে মোট ১৫ নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে।
আমরা সবাই দেখে আসছি যে, বর্তমানে বিসিএস প্রিলি পরিক্ষায় মোট ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন থাকে।
এই হিসেবে, মানসিক দক্ষতা অংশ থেকে ১৫টি প্রশ্ন থাকতে পারে। আর এটিই হলো বিসিএস পরিক্ষার মানসিক দক্ষতার সিলেবাসের ১৫ নম্বর।
নিচে বিসিএস প্রিলি পরিক্ষার ১৫ নম্বরের মানসিক দক্ষতা সিলেবাস হবুহু দেওয়া হলোঃ
মানসিক দক্ষতা (Mental Ability) পূর্ণমান: ১৫ ——————– ১। ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২। সমস্যা সমাধান (Problem Solving) ৩। বানান ও ভাষা (Spelling and Language) ৪। যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) ৫। স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation) ৬। সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) |
- সোর্স:
১। ভাষাগত যৌক্তিক বিচারে কি কি পড়তে হবে:
প্রিয় পাঠক, ভাষাগত যৌক্তিক বিচারে বিভিন্ন নাম, নামের জোড়া, সমার্থক ইত্যাতি পড়তে হবে। যেমন ধরুন- ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, সাহিত্য ইত্যাদি বিষক বিভিন্ন ধরনের শব্দ।
যেমন: ধরুন বিড়াল যদি মিউ মিউ হয়, তবে কুকুর কি হবে ?? নিশ্চয় বুঝে গেছেন, ঘেউ ঘেউ হবে।
২। সমস্যা সমাধান অংশে কি কি পড়তে হবে:
প্রিয় পাঠক, সমস্যা সমাধান অংশে আপনাকে চিত্র, গণিত, জ্যামিতি সহ অন্যান্য যেকোনো প্রকার সমস্যা দিয়ে সমাধান করতে বলবে।
যেমন ধরুন- নাম্বার, পাট্যার্ন, কয়টি ত্রিভূজ আছে ইত্যাদি ধরনের প্রশ্ন থাকতে পারে।
৩। বানান ও ভাষা থেকে কেমন ধরনের প্রশ্ন হবে:
মনে করুন, একটি বাক্য দিয়ে বলবে, যে সেটার ভুল কয়টি?
আথবা ধরুন একটি শব্দ দেওয়া রয়েছে, সেটির কার সাথে সম্পর্ক রয়েছে তা বলতে হবে।
৪। বিসিএস যান্ত্রিক দক্ষতা অংশের বিষয় কেমন হবে:
যান্ত্রিক মানে যন্ত্র রিলেটেড প্রশ্ন হবে। যেমন ধরুন- লিভার, ভার, বল, গিয়ার, ঘড়ির কাটা চলার পথ।
যেমন: ১টি ঘড়ি উল্টো করে রাখা আছে, আপনাকে সঠিক সময় বলতে হবে। অথবা একটি যন্ত্রের কোথায় কম বল প্রয়োগে বেশি আউটপুট আসবে, এমন ধরনের প্রশ্ন হবে।
৫। স্থানাঙ্ক বিষয়ক প্রশ্ন কেমন হবে:
স্থানাঙ্ক বিষয়টি স্থান, দূরত্ব ইত্যাদি বিষয়য়ের সাথে যুক্ত।
যেমন: ১ জন লোক ডানে গেলো ৫ মিটার, বামে ৩ মিটার, ডানে ৮ মিটার, তাহলে শুরু ও শেষ পয়েন্টের দূরত্ব কত মিটার ?
৬। সংখ্যাগত ক্ষমতা কেমন হবে:
এটার সাথে গাণিতের ঘনিষ্ট সম্পর্কে রয়েছে। যেমন ধরুন- ৯, ১৬, ২৫ হলে পরের সংখ্যা কত? উত্তর হবে: ৩৬।
আথবা যেকোনো গাণিতিক প্যাটার্ন বা নাম্বার সিরিজ দিতে পারে।
প্রিয় পাঠক,বিসিএস মানসিক দক্ষতা ১৫ নম্বরের মধ্যে ভালো করতে হলে, গণিতের ব্যাসিক স্ট্রং থাকতে হবে। এছাড়াও অনেক প্র্যাক্টিস করতে হবে।
আপনি মানসিক দক্ষতার উপর যেকোন একটি ভালো বই কিনে চর্চা করতে পারেন। আশা করি আপনি ভালো করতে পারবেন।
বিসিএস মানসিক দক্ষতা বিষয়ক প্রশ্ন-উত্তর:
হ্যাঁ, একটা নষ্ট দেয়াল ঘড়ি ঠিক সময় দিতে পারে। যেমন: একটি নষ্ট দেয়াল ঘড়িতে ১০টা বাজা আবস্থায় নষ্ট হলে, সেটি সকাল ১০টায় ও রাত ১০টায় ঠিক সময় দেখাবে।
উত্তর: ১৫
জ্যামিতিক অঙ্কনের সাহায্য নেওয়া যেতে পারে। বেশি বেশি চর্চা করতে হবে।
যান্ত্র বা যান্ত্রিক বিষয়ে ভালো করার জন্য বাস্তব জ্ঞান থাকতে হবে। সম্ভাব্য যন্ত্রগুলোর ব্যাসিক প্রিন্সিপাল জানতে হবে।