নিত্য স্ত্রীবাচক ও নিত্য পুরুষবাচক ব্যতিক্রমী ২০টি উদাহরণ

প্রিয় পাঠক, বিভিন্ন ধরনের ভর্তি পরিক্ষা, চাকরির পরিক্ষা সহ বিভিন্ন পরিক্ষায় নিত্য স্ত্রীবাচক শব্দ থেকে ও নিত্য পুরুষবাচক শব্দ থেকে প্রশ্ন আসে।

এজন্য আমরা নিত্য স্ত্রীবাচক ও নিত্য পুরুষবাচক শব্দের সকল উদাহরণ জেনে নিব। যাতে এই টপিক থেকে আপনাকে প্রশ্ন করা হলে আপনি শতভাগ সঠিক উত্তর করতে পারেন।

নিত্য স্ত্রীবাচক শব্দ কি ও কাকে বলে:

বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী কিছু কিছু স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক শব্দ হয় না। এই সকল স্ত্রী বাচক শব্দকে বাংলা ব্যাকরণে নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।

নিত্য স্ত্রী বাচক শব্দ আবার ২ প্রকার। যেমন:
১। বাংলা নিত্য স্ত্রীবাচক শব্দ, যেমন: এয়ো, দাই।
২। তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ, যেমন: সতীন, বিধবা।

নিত্য পুরুষবাচক শব্দ কি ও কাকে বলে:

কিছু কিছু শব্দের শুধু মাত্র পুরুষবাচক শব্দ হয়। এদের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। বাংলা ব্যাকরণে এধরনের শব্দকে নিত্য পুরুষ বাচক শব্দ বলা হয়।

যেমনঃ ঢাকী। এই ঢাকী শব্দ দিয়ে ঢোল বাদককে নির্দেশ করা হচ্ছে, যিনি একজন পুরুষ মানুষ। কিন্তু, এরকম কোনো মহিলা বা স্ত্রী জাতীয় কাউকে আমরা ঢোল বাজানো পেশার কাজ করতে দেখিনা।

ফলে, ঢাকী শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ নেই। আর একারণে ঢাকী শব্দটি নিত্য পুরুষবাচক শব্দ।

অর্থাৎ, যার কোনো স্ত্রীবাচক শব্দ হয় না, তাকে নিত্য পুরুষবাচক শব্দ বলা হয়।

নিত্য স্ত্রী ও পুরুষবাচক ২০টি উদাহরণ:

নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ:

  1. সতীন
  2. সৎমা
  3. এয়ো
  4. আয়া
  5. দাই
  6. সধবা
  7. অর্ধাঙ্গিনী
  8. কুলটা
  9. বিধবা
  10. অসূর্যম্পশ্যা
  11. অরক্ষণীয়া
  12. সপত্নী
  13. বিমাতা
  14. বন্ধ্যা
  15. ডাইনী

কিছু নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ:

  1. কবিরাজ
  2. ঢাকী
  3. ঢোলি
  4. কৃতদার
  5. অকৃতদার

পরিক্ষায় আসা কিছু প্রশ্ন-উত্তর:

কুলটা কি ধরনের শব্দ ?

কুলটা নিত্য স্ত্রীবাচক শব্দ।

কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?

ডাইনি নিত্য স্ত্রীবাচক শব্দ।

বন্ধ্যা কি ধরনের স্ত্রীবাচক শব্দ?

বন্ধ্যা নিত্য স্ত্রীবাচক শব্দ।

বিধবা কি ধরনের স্ত্রীবাচক শব্দ?

বিধবা নিত্য স্ত্রীবাচক।

বিমাতা কি জাতীয় স্ত্রীবাচক?

বিমাতা নিত্য স্ত্রীবাচক শব্দ।

সতীন শব্দের লিঙ্গান্তর করলে কি হবে ?

সতীন হলো নিত্য স্ত্রীবাচক শব্দ। তাই, সতীন শব্দের কোনো পুরুষবাচক শব্দ নেই।

সৎমা কি ধরনের শব্দ ?

সৎমা নিত্য স্ত্রী জাতীয় শব্দ।

কয়েকটি নিত্য পুরুষবাচক শব্দ কি কি ?

ঢাকী, কবিরাজ, কৃতদার, অকৃদার কয়েকটি নিত্য পুরুষবাচক শব্দ।

নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো, উদাহরণ দিন?

সৎমা, কুলটা, এয়ো, আয়া, দায়, বিধবা, ডাইনি, সধবা, বিমাতা, বন্ধ্যা, সপত্নী, সতীন ইত্যাদি নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ। এদের কোনো প্রকার পুরুষবাচক হয়না।

Leave a Comment