নিপাতনে সিদ্ধ সন্ধি ২৫+ উদাহরণ

প্রিয় পাঠক, আজকে আমরা নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে আলোচনা করব। বিভিন্ন চাকরি পরিক্ষায় নিপাতনে সিদ্ধ সন্ধি থেকে বারবার প্রশ্ন আসে।

এজন্য আজ আমরা বিভিন্ন পরিক্ষায় আসা ২৫ টির বেশি নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ে আলোচনা করব।

নিপাতনে সিদ্ধ সন্ধির সংঙ্গা:

কিছু কিছু সন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না বা নিয়ম মানে না। আবার কিছু কিছু সন্ধি বিশেষ নিয়মে হয়ে থাকে।

এই ধরনের সন্ধিকে ব্যাকরণের ভাষায় নিপাতনে সিদ্ধ সন্ধির অন্তর্ভূক্ত করা হয়েছে।

তবে নিপাতনে সিদ্ধ সন্ধিকে কোনো প্রকারের প্রকারভেদের অন্তর্ভূক্ত করে সংঙ্গা দেওয়া হয়নি। তাহলে চলুন, উদাহরণ সমূহ দেখে নেয়া যাক।

নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ:

কুল + অটা = কুলটা
গো + অক্ষ = গবাক্ষ
প্র + ঊঢ় = প্রৌঢ়
অন্য + অন্য = অন্যান্য
মার্ত + অন্ড = মার্তন্ড
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন
আ + চর্য = আশ্চর্য
বৃহৎ + পতি = বৃহস্পতি
মনস্ + ঈসা = মনীষা
গো +পদ = গোষ্পদ
তৎ + কর = তস্কর
ষট্ + দশ = ষোড়শ
বন্ + পতি = বনস্পতি
পর্ + পর = পরস্পর
এক্ + দশ = একাদশ
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
বাচঃ + পতি = বাচস্পতি
ভাঃ + কর = ভাস্কর
অহঃ + নিশ = অহর্নিশ
অহঃ + অহ = অহরহ

বিশেষ ও ব্যতিক্রমী নিয়মের সন্ধি:

উৎ + স্থান = উত্থান
সম্ + কৃত = সংস্কৃত
সম্ + কার = সংস্কার
পরি + কার = পরিষ্কার
উৎ + স্থাপন = উত্থাপন
সম্ + কৃতি = সংস্কৃতি
পরি + কৃত = পরিষ্কৃত

প্রশ্ন-উত্তর:

কুলটা শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?

উত্তর: কুল + অটা = কুলটা

গবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

উত্তর: গো + অক্ষ = গবাক্ষ

অন্যান্য শব্দের সন্ধি বিচ্ছেদ কি ?

উত্তর: অন্য + অন্য = অন্যান্য

বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কি?

উত্তর: বন + পতি = বনস্পতি

তস্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে ?

উত্তর: তৎ + কর = তস্কর

একাদশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?

উত্তর: এক + দশ = একাদশ

ষোড়শ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে ?

উত্তর: ষট্ + দশ = ষোড়শ

পরস্পর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে ?

উত্তর: পর + পর = পরস্পর

নিপাতনে সিদ্ধ সন্ধির সংঙ্গা কি বা কাকে বলে ?

কিছু কিছু সন্ধি নিয়ম অনুসরণ করে হয় না। এসব সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ।

তস্কর এর সন্ধি বিচ্ছেদ কি হবে ?

তৎ + কর = তস্কর
তস্কর = তৎ + কর

Leave a Comment