বিসিএস প্রিলি বাংলা ৩৫ নম্বরের সিলেবাস ও নম্বর বন্টন

বিসিএস প্রিলি বা প্রিলিমিনারি পরিক্ষা ২০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়। বিসিএস প্রিলির এই সিলেবাস এ বাংলা থেকে মোট ৩৫ নম্বরের প্রশ্ন থাকে।

বাংলা ছাড়াও বিসিএস প্রিলিতে ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান- বাংলাদেশ ও আন্তর্জাতিক, ভূগোল, বিজ্ঞান সহ মোট ১১ টি বিষয় থেকে ২০০ নম্বরের প্রশ্ন করা হয়।

শুধু বাংলা থেকে যেই ৩৫ নম্বরের প্রশ্ন করা হবে, তা নিয়ে আজকে আলোচনা করবো। বাংলার সকল টপিক থেকেই প্রশ্ন করা হয় না।

তাই সঠিক ভাবে সেরা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে জানার কোনো বিকল্প নেই। তাহলে চলুন প্রিলি বাংলার সিলেবাস এবং সিলেবাসে কি কি টপিক আছে জেনে নেয়া যাক।

বিসিএস প্রিলি বাংলা ৩৫ নম্বরের সিলেবাস ও মানবন্টন:

বাংলা অংশে- বাংলা ভাষা ও সাহিত্য থেকে প্রশ্ন করা হয়। বাংলা ভাষা অংশে থাকে ১৫ নম্বর এবং সাহিত্য অংশে থাকে ২০ নম্বর। এই মোট বাংলার ৩৫ নম্বর।

ভাষা অংশ বলতে মূলত বাংলা ভাষার ব্যাকরণ অংশ বোঝানো হয়। এই ব্যাকরণ অংশ থেকে ১৫ নম্বরের প্রশ্ন থাকে।

বাংলা ভাষা অংশের ১৫ নম্বরের টপিক নিচে দেয়া হলো:

  • প্রয়োগ অপপ্রয়োগ
  • বানান ও বাক্য শুদ্ধি
  • পরিভাষা
  • সমার্থক শব্দ
  • বিপরীতার্থক শব্দ
  • ধ্বনি
  • বর্ণ
  • শব্দ
  • পদ
  • বাক্য
  • প্রত্যয়
  • সন্ধি
  • সমাস

বাংলা সাহিত্য অংশ থেকে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে প্রিলিমিনারি পরিক্ষায়। প্রচীন যুগ ও মধ্যযুগ এবং অধুনিক যুগ মিলিয়ে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

সাহিত্য অংশের ২০ নম্বর:

  • প্রাচীন ও মধ্যযুগ থেকে ৫ নম্বর।
  • আধুনিক যুগ (১৮০০ -বর্তমান) ১৫ নম্বর।

অর্থাৎ, সাহিত্য অংশে, প্রাচীন ও মধ্য যুগ থেকে ৫ এবং আধুনিক যুগের ১৫ নম্বর মিলে ২০ নম্বর। এই হলো প্রিলি বাংলার সিলেবাস।

প্রিলি বাংলা ৩৫ নম্বরের প্রস্তুতি:

ব্যাকরণ বা ভাষা অংশের প্রস্ততি নেয়ার জন্য নবম দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই সবচেয়ে ভালো। এই ব্যবকরণ বইতে সব কিছু সুন্দর ও সহজ করে গুছিয়ে লেখা রয়েছে।

এছাড়াও, যেকোনো ভালো লেখকের বই অনুসরন করাই যথেষ্ট। বিগত সময়ে আসা প্রশ্ন দেখলে আরো পরিষ্কার ধারনা পাওয়া যাবে।

সাহিত্য অংশ বিশাল। এই অংশের জন্য মাধ্যমিকের ও উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণির বাংলা ১ম পত্র বইয়ের সকল পাঠ ভালো করে পড়তে হবে।

এই বইগুলোর বাংলা গদ্য, ছোট গল্প, কবিতা অংশ, কবি ও লেখক পরিচিতি, শব্দার্থ থেকে সাহিত্যর প্রশ্ন করতে দেখা যায়।

আরো ভালো প্রস্তুতির জন্য ভালো কোনো প্রকাশনির সহায়ক বই বা গাইড অনুসরণ করা যেতে পারে।

কিছু প্রশ্ন-উত্তর:

বাংলা অংশ থেকে প্রিলিতে কত নম্বরের প্রশ্ন থাকে?

মোট ৩৫ নম্বরের।

বাংলা ভাষা অংশ থেকে কত নম্বরের প্রশ্ন থাকে?

১৫ নম্বরের।

সাহিত্য অংশ থেকে কত নম্বরের প্রশ্ন থাকে?

২০ নম্বরের।

প্রাচীন ও মধ্যযুগ থেকে কত নম্বর?

মাত্র ৫ নম্বর।

আধুনিক যুগ থেকে কত নম্বর?

১৫ নম্বর।

সোর্স- bpsc.gov.bd