বিসিএস প্রিলি আন্তর্জাতিক বিষয়াবলি ২০ নম্বরের সিলেবাস

বিসিএস প্রিলি পরিক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ২০ নম্বরের প্রশ্ন করা হবে। ২০০ নম্বরের প্রিলি পরিক্ষায় এই ২০ নম্বর খুবই গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক বিষয়াবলির এই সিলেবাসকে আবার ৫ ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগ থেকে ৪ নম্বর করে মোট ২০ নম্বরের প্রশ্ন করা হবে।

আন্তর্জাতিক বিষয়াবলি আসলে সাধারণ জ্ঞানের অংশ। তাই এখানে বহিবিশ্বের অতীত, বর্তমান, ঘটমান, চলমান ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন করা হবে।

এর মধ্যে বৈশ্বিক ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, বিশ্বের চলমান ইস্যু, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠন ইত্যাদি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ।

বিসিএস প্রিলি আন্তর্জাতিক বিষয়াবলি ২০ নম্বরের বিষয়ভিত্তিক মানবন্টন:

মোট ৫ ক্যাটাগরির বিষয় মিলিয়ে ২০ নম্বরের প্রশ্ন করা হবে। নিচে তালিকা আকারে বিষয়ভিত্তিক মানবন্টন দেয়া হলো:

টপিক সমূহনম্বর
১। বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি০৪
২। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক০৪
৩। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ০৪
৪। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কুটনীতি০৪
৫। আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি০৪
মোট নম্বর =২০
বিসিএস প্রিলি আন্তর্জাতিক বিষয়াবলির বিষয় ভিত্তিক মানবন্টন

উপরের তালিকাতে আমরা মাত্র ৫ টি বিষয় দেখতে পাচ্ছি। কিন্তু এই একেকটি বিষয়ের মধ্যে আরো অনেক বিষয় রয়েছে।

যেমন আমরা যদি বৈশ্বিক ইতিহাসের কথা বলি- তাহলে এর পরিধি অনেক বড়। যেমন: বিভিন্ন দেশের প্রাচীন ইতিহাস, এমনকি প্রাচীন সভ্যতা ইত্যাদি এর অন্তর্ভূক্ত হবে।

সুতরাং- সকল টপিক ধরে ধরে পড়া শেষ করতে হবে, যেনো কোনো ছোট টপিক বাদ না যায়।

প্রস্তুতি নিবেন কিভাবে:

আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞানমূলক সহজ পাঠ্য বিষয়। তাই এই সিলেবাসের প্রতিটি টপিক ভালো ভাবে আয়ত্ত করা সম্ভব।

সাম্প্রতিক বা চলমান ঘটনার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। এজন্য নিয়ম করে নিউজ দেখা বা সংবাদ পত্র পড়া যেতে পারে।

আর অন্যান্য সকল বিষয় যাতে একটি বইতে পাওয়া যায়, এমন ধরনের দুই-একটি বই ফলো করতে হবে। বাজারে আন্তর্জাতিক বিষয়াবলির উপর অনেক ভালো ভালো সহায়ক বই আছে। যেমন:

  • এমপি থ্রি
  • আজকে বিশ্ব
  • নতুন বিশ্ব
  • প্রফেসর সিরিজের বই
  • সাম্প্রতিকের জন্য- কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ ইত্যাদি।

এই বই ছাড়াও বাজারে আরো অনেক ভালো ভালো সহায়ক বই রয়েছে। সবগুলো বই না কিনে, একটি বই ভালো করে শেষ করাই শ্রেয় হবে।

এছাড়া, অভিজ্ঞ বা কোনো সফল বিসিএস ক্যাডার বা দুই-একবার বিসিএস পরিক্ষা দিয়েছেন এমন কেউ বা শিক্ষকের পরামর্শ নেয়া যেতে পারে।

কিছু প্রশ্ন-উত্তর:

প্রিলিতে আন্তর্জাতিক বিষয়াবলি থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে?

২০ নম্বরের।

প্রিলিমিনারি পরিক্ষা কত নম্বরের হয়?

২০০ নম্বরের।

সাম্প্রতিক বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে?

৪ নম্বরের।

প্রিলিতে প্রাপ্ত নম্বর কি পরবর্তী লিখিত নম্বরের সাথে যোগ হয়?

না।