প্রিলি নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসন ১০ নম্বরের সিলেবাস

বিসিএস প্রিলি পরিক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে, নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকে।

এই ১০ নম্বরের জন্য আপনাকে সিলেবাসে থাকা নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসনের টপিক জেনে চর্চা করতে হবে।

প্রিয় পাঠক, বিসিএস পরিক্ষা হলো তুমুল প্রতিযোগিতার একটি পরিক্ষা। তাই বিসিএস পরিক্ষায় কোনো টপিক বাদ রেখে প্রস্তুতি নেওয়া ঠিক হবেনা।

এজন্য আপনাকে প্রিলিমিনারি পরিক্ষার ১০ নম্বরের নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসনের সিলেবাস ফলো করতে হবে।

নিচে নৈতিকতার ১০ নম্বরের সিলেবাস দিলাম। ছবি সহ দিলাম, যাতে সেভ করে নিতে পারেন।

প্রিলি নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসন ১০ নম্বরের সিলেবাস:

নৈতিকত মূল্যবোধ ও সু-শাসনের ১০ নম্বরের সিলেবাস:

  • Definition of Values & Good Governance
  • Relation Between Values & Good Governance
  • General Perception of Values & Good Govenance
  • Importance of Values & Good Governance in the life of an individual as a citizen as well as in the making of society and and national ideas.
  • Impact of Values & Good Governance in national development
  • How the elements of Good Governance & Values can be established in society in a given social context
  • The benefits of Values & Good Governance & the cost society pays adversely in their absence.

নিচে নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসনের ১০ নম্বরের সিলেবাসের ফটো/ছবি দিলাম।

প্রিলি নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসনের সিলেবাস
প্রিলি নৈতিকতা মূল্যবোধ ও সু-শাসনের সিলেবাস

নৈতিকতার এই ১০ নম্বরের টপিক কোথায় পাবেন:

প্রিয় পাঠক, নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন টপিক থেকে যে যে প্রশ্ন আসে, সেগুলো আপাদত দেখে অনেক সহজ মনে হয়।

কিন্তু, প্রশ্নগুলোর এমসিকিউ অপশন অনেক সিমিলার বা কাছাকাছি থাকে। এজন্য নৈতিকতার প্রশ্ন অনেকেই ভূল করে বসেন।

আমার পরামর্শ হলো, নৈতিকতার টপিকে ভালো করতে হলে, আপনাকে এর বেসিক স্ট্রং করতে হবে।

হ্যাঁ, আপনার বেসিক স্ট্রং করার জন্য, প্রথমে আপনাকে নৈতিকতার উপর বেসিক বই পড়তে হবে।

আর সেই বই হতে পারে আমাদের সবার পরিচিত ৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বই। নিচে বইটির ফ্রি পিডিএফ দিলাম।

এই বইতে বাংলাদেশের সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থা ও নাগরিকের দায়িত্ব ইত্যাদি নিয়ে বেসিক আলোচনা করা হয়েছে।

এছাড়াও, প্রিলিমিনারি পরিক্ষার উপর রচিত যেকোনো ভালো প্রকাশনির বই থেকে আপনি নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসনের প্রস্তুতি নিতে পারবেন। শুভকামনা রইলো।

Leave a Comment