বিসিএস ক্যাডারের বেতন কত? শুধু ২২ হাজার?

বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় চাকরির তালিকায় রয়েছে বিসিএস ক্যাডারের চাকরি। আজকে আমি বিসিএস ক্যাডারের বেতন কত টাকা সেই বিষয় নিয়ে আলোচনা করব।

যখন একজন নতুন প্রার্থী বিসিএস পরিক্ষায় পাশ করে, কোনো ক্যাডারের জন্য সুপারিশ প্রাপ্ত হন, তখন তার মূল বেতন ধরা হয় মাত্র ২২ হাজার টাকা।

অর্থাৎ একজন বিসিএস ক্যাডেরর বেতন মাত্র ২২ হাজার টাকা থেকে শুরু হয়।

তবে, এটি হলো তার মূল বেতন। আর এই মূল বেতনের সাথে আরো অনেক ভাতা যোগ হয়। তখন বেতন বেড়ে গিয়ে প্রায় ২গুণের কাছাকাছি হয়ে যায়।

অর্থাৎ মূল বেতন মাত্র ২২ হাজার টাকা হলেও তার বেতন প্রায় ৩৫ হাজর টাকার কাছাকাছি হয়।

প্রিয় পাঠক, সকল বিসিএস ক্যাডারের বেলায় ঠিক একই রকম বেতন বা বেতন ভাতা হয় না। ক্যাডার ভেদে এই বেতন, ভাতা, বোনাস আলাদা আলাদা হয়।

কারণ, ২৬টি বিসিএস ক্যাডারদের আলাদা আলাদা পেশায় নিয়োগ করা হয়।

তাদের চাকরির ধরণ, আবাসন, অবস্থান, চলাচল, ইত্যাদির উপর তাদের ভাতা কম-বেশি হয়।

এছাড়াও, কিছু কিছু বিসিএস ক্যাডারগণের দ্রুত পদোন্নতি হয়। তখন তাদের বেতনের গ্রেড উন্নত হয়।

ফলে তাদের বেতন বেশি হয়। বিসিএস ক্যাডারের চাকরির সকল পদ ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডের মধ্যেই থাকে।

আর এই গ্রেডের উপর বেতন নির্ভর করে। ২০১৫ সালে প্রকাশিত সর্বশেষ বেতন কাঠামো অনুযায়ী বিসিএস ক্যাডারের বেতন কত টাকা হবে, তার ১টি তালিকা দিলাম।

বিসিএস ক্যাডারের বেতন কত টাকা তার তালিকা:

গ্রেডেবেতন
৯ম গ্রেড২২০০০ থেকে ৫৩০৬০ টাকা
৮ম গ্রেড২৩০০০ থেকে ৫৫৪৬০ টাকা
৭ম গ্রেড২৯০০০ থেকে ৬৩৪১০ টাকা
৬ষ্ঠ গ্রেড৩৫৫০০ থেকে ৬৭০১০ টাকা
৫ম গ্রেড৪৩০০০ থেকে ৬৯৮৫০ টাকা
৪র্থ গ্রেড৫০০০০ থেকে ৭১২০০ টাকা
৩য় গ্রেড৫৬৫০০ থেকে ৭৪৪০০ টাকা
২য় গ্রেড৬৬০০০ থেকে ৭৬৪৯০ টাকা
১ম গ্রেড৭৮ হাজার টাকা (নির্ধারিত)
( বিসিএস ক্যাডারের বেতন কত তার তালিকা)

উপরের তালিকায় লক্ষ্য করলে দেখতে পাবেন, গ্রেড যত উন্নত হবে, বা প্রমোশন হবে, বেতন তত বেশি হবে।

তাই, বিসিএস ক্যাডারদের বেতন শুরুতে কম থাকলেও, হতাশ হওয়ার কোনো কারণ নেই।

কেননা, প্রতিটি বিসিএস ক্যাডারদেরই প্রমোশন হয়। এমনকি, যারা শিক্ষা ক্যাডার হন, তাদেরও অন্তত ৪র্থ গ্রেড পর্যন্ত প্রমোশনের সুযোগ রয়েছে।

এছাড়াও, অন্যান্য প্রশাসনিক ক্যাডারদের এবং সচিবগণের ক্ষেত্রে ১ম গ্রেড বা সর্বোচ্চ বেতন কাঠামো স্পর্শ করার সুযোগ রয়েছে।

তাই বিসিএস ক্যাডার হয়ে জয়েন করার সময় আপনার বেতন কম থাকলেও এটি নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই।

এছাড়াও, প্রতি ১ বছর পর পর বেতন ৪% পার্সেন্ট হারে বৃদ্ধি পায়। এজন্য আপনার প্রতি বছরই বেতন বাড়তে থাকবে।

কিছু জিজ্ঞাসা:

বিসিএস চাকরির বেতন কত টাকা?

বিসিএস চাকরির মূল বেতন ২২ হাজার টাকা থেকে ৭৮ হাজার টাকার মধ্যে হবে। এটা ১ম শ্রেণির চাকরি। বিসিএস ক্যাডারের চাকরির গ্রেড ১ম থেকে ৯ম গ্রেডের মধ্যে থাকে।

কোন বিসিএস ক্যাডারের বেতন সবচেয়ে বেশি হয়?

চাকরির শুরুতে সকল বিসিএস ক্যাডারের চাকরির বেতন প্রায় সমান থাকে। তবে, ভাতা ও অন্যান্য সুবিধা কম-বেশি হয়।
তবে, সচিব ও পররাষ্ট্র ক্যাডারের সুযোগ সবিধা বেশি মনে করা হয়।

নন-ক্যাডারের বেতন বেশি নাকি বিসিএস ক্যাডারের বেতন বেশি?

চাকরির প্রথম দিকে, বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারের বেতনের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না। অর্থাৎ বেতন প্রায় সমান থাকে।
কিন্তু, নন-ক্যাডারের পদোন্নতি হয় কম, আবার অনেক ক্ষেত্রে পদোন্নতি হয় না। এজন্য পরবর্তীতে দেখা যায় বিসিএস ক্যাডারদের বেতন বেশি হয়।

Leave a Comment