বিসিএস ক্যাডার চাকরির সুবিধা (৭টি)

প্রিয় পাঠক, আজকে আমি আপনাদের সাথে বিসিএস ক্যাডার চাকরির ৭টি প্রধান প্রধান সুবিধা নিয়ে আলোচনা করব।

যারা বিসিএস পরিক্ষা দিবেন কিংবা বিসিএস পরিক্ষা নিয়ে জানতে চাচ্ছেন তাদের মনে বিসিএস ক্যাডার নিয়ে কৌতুহল এবং আগ্রহ সৃষ্টি করাই আজকের পোস্টের লক্ষ্য।

তাহলে চলুন বিসিএস ক্যাডারের সুবিধা কি কি তা জেনে নেওয়া যাক।

বিসিএস ক্যাডার চাকরির ৭টি সুবিধা:

১। চাকরির নিরাপত্তা:
বিসিএস চাকরির অন্যতম সুবিধা হলো, এই চাকরি চলে যায় না। আপনি ১ বার বিসিএস ক্যাডার হতে পারলে, কেউ আপনাকে চাকরিচ্যুত করতে পারবে না।

বিসিএস ক্যাডারগণ রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। তাই, চাইলেই যে কেউ অন্যায় ভাবে আপনাকে চকারিচ্যুত করতে পারবে না।

তাই বলতে পারি, অন্যান্য চাকরির তুলনায় বিসিএস ক্যাডার চাকরির নিরাপত্তা সবচেয়ে বেশি।

২। বেতন ও অন্যান্য সুবিধা:
বিসিএস ক্যাডারের চাকরির বেতন, অন্যান্য চাকরির বেতনের চেয়ে বেশি বলা যায়।

কারণ, বিসিএস ক্যাডারের বেতন ২২ হাজার টাকা থেকে শুরু হলেও, এখানে ১ম গ্রেড বা ৭৮ হাজার টাকা বেতন স্পর্শ করার সুযোগ রয়েছে।

সাথে রয়েছে আরো অন্যান্য সুযোগ-সবিধা ও ভাতা।

৩। বিদেশ ভ্রমণ সুবিধা:
আপনি বিসিএস ক্যাডার হলে, বেশির ভাগ ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।

বিশেষ করে, পররাষ্ট্র ক্যাডার হলে, আপনি বিদেশেই থাকবেন বেশির ভাগ সময়।

এছাড়াও অন্যান্য ক্যাডারদেরও বিদেশ ভ্রমণ করার সুযোগ আসে। আর এসবই চাকরির অংশ, অর্থাৎ সকল খরচ সরকারের।

৪। শিক্ষা ছুটি ও স্কলারশিপ:
বিসিএস ক্যাডার চাইলে উচ্চ শিক্ষার জন্য শিক্ষা ছুটি কাটাতে পারবেন। ৫ বছর পর্যন্ত শিক্ষা ছুটি পাওয়া যায়।

আর মজার বিষয় হলো, শিক্ষা ছুটির মধ্যে থাকাকালীন বেতন ও চাকরি বহাল থাকবে।

৫। বৈধ ক্ষমতা:
বিসিএস পররাষ্ট্র, অ্যাডমিন, প্রশাসন, পুলিশ ক্যাডার সহ অন্যান্য ক্যাডারের হাতে বৈধ ক্ষমতা থাকে।

যেমন, আপনি ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার মাধ্যমে অসাধু ব্যবসায়ী ও অন্যায়কারীদের সাজা দিতে দেখেছেন।

আবার পুলিশ অফিসার হয়েও অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন।

৬। সমাজিক মূল্যায়ন ও সম্মান:
আমাদের সমাজে যেকোনো সরকারি চাকরিজীবীকে অনেক সম্মানের চোখে দেখা হয়।

আর আপনি যদি ১ জন বিসিএস ক্যাডার হতে পাররেন, তাহলে আপনাকে অনেক বেশি সম্মান দেওয়া হবে।

৭। চাকরি শেষে পেনশন:
চাকরি শেষে সকল সরকারি চাকরিতেই পেনশনের সুযোগ রয়েছে।

আর বিসিএস ক্যাডার চাকরিতে আরো বেশি পেনশনের সুযোগ রয়েছে। কারণ চাকরি শেষ হতে হতে একজন ক্যাডারের মূল বেতন সর্বোচ্চ হয়। তাই পেনশনও অনেক বেশি হয়।

Leave a Comment