বিসিএস ক্যাডার হতে কত বছর লাগে

অনেকেই জানতে চান যে, বিসিএস ক্যাডার হতে কত বছর লাগে ? আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব।

বিসিএস ক্যাডার হতে হলে কত বছর লাগবে এটার কোনো কোনো নির্দিষ্ট সীমারেখা নেই।

আপনার যখন ২১ বছর বয়স হবে তখন আপনি বিসিএস পরিক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। আর ৩০ বছর পর্যন্ত পরিক্ষা দিতে পারবেন।

প্রতি বছর ১ বার করে বিসিএস সার্কুলার দেওয়া হয়। সেই হিসেবে আপনি মিনিমাম ৭ থেকে ৮ বার অথবা বয়স শেষ হওয়া পর্যন্ত বিসিএস পরিক্ষা দিতে পারবেন।

তবে আপনাকে অবশ্যই ৪ বছর মেয়াদে অনার্স বা স্নাতক পাশ করতে হবে। অথবা HSC পরিক্ষা দিয়ে পাশ করার পরে, ৪ বছর মেয়াদী অনার্স বা সম মানের ডিগ্রি অর্জন করত হবে।

এই হিসেবে আমাদের দেশে একজন শিক্ষার্থী, সাধারণত ২২ বা ২৩ বছর লেগে যায় অনার্স পাশ করতে।

তখন, সে ৩০ বছর পর্যন্ত বয়স হওয়া অবধি বিসিএস পরিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে।

আর যাদের কোনো কোটা রয়েছে (যেমন: মুক্তিযোদ্ধা কোটা) তারা ৩২ বছর বয়স হওয়া পর্যন্ত বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারে।

যাইহোক, এতোক্ষণ আমরা আলোচনা করলাম যে আপনি কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত বিসিএস পরিক্ষা দিতে পারবেন।

এখন চলুন, আমরা জানব, যে বিসিএস ক্যাডার হতে কত বছর লাগে?

বিসিএস ক্যাডার হতে কত বছর লাগে?

আপনি যদি ২০২৪ সালের শুরুতে প্রকাশিত হওয়া ১টি বিসিএস নিয়োগ সার্কুলারে আবেদন করেন, তবে আপনার প্রিলি পরিক্ষা অনুষ্ঠিত হবে আরো ৩ বা ৪ মাস পরে।

এই প্রিলির রেজাল্ট প্রকাশ হওয়ার জন্য আপনাকে আরো ১ মাস অপেক্ষা করতে হবে।

এরপরে, আপনি প্রিলি পরিক্ষায় পাশ করলে, লিখিত পরিক্ষা দিতে দিতে পুরোবছরটি শেষ হয়ে যাবে।

লিখিত পরিক্ষা শেষে তার রেজাল্ট হতে হতে দেড় বছর চলে যাবে প্রায়। আপনি লিখিত পরিক্ষায় পাশ করলে, সকল প্রার্থীর ভাইবা অনুষ্ঠিত হবে।

ভাইভা শেষ হতে হতে ও তার রেজাল্ট দিতে দিতে, প্রায় ২ বছর চলে যাবে।

অর্থাৎ আপনি ১টি বিসিএস পরিক্ষা ‍দিয়ে তার , প্রিলি, লিখিত ও ভাইভা পরিক্ষা দিয়ে পাশ করে, কোনো ১টি নির্দিষ্ট ক্যাডারে সুপারিশ পেতে পেতে আপনার প্রায় ২ বছর সময় লাগবে।

আমার দেওয়া এই হিসাব একটু কম-বেশি হতে পারে। তবে, বিগত বিসিএস নিয়োগ থেকে শুরু করে ক্যাডার হওয়ার সময় হিসাব করে, এমনটিই দেখা গেছে।

তাহলে, নিশ্চয় বুঝে গেছে যে, আপনি ১টি বিসিএস পরিক্ষায় আবেদন করার পর থেকে শুরু করে ক্যাডার হতে হতে ২ বছরের মতো সময় লাগবে।

এটাই আপনার প্রশ্নের উত্তর।

তবে, বর্তমানে কর্তৃপক্ষ ১টি বিসিএস নিয়োগ পরিক্ষা ১ বছরের মধ্যে শেষ করার চেষ্টা করে যাচ্ছে।

এটা বাস্তবায় হলে, আপনি ১ বছরের মধ্যে বিসিএস ক্যাডার হতে পারবেন।

তবে অবশ্যই আপনার পরিক্ষায় দিয়ে পাশ করার সামর্থ্য থাকতে হবে। আর অন্যান্য সকল শর্ত পূরণ করতে হবে।

কিছু জিজ্ঞাসা:

কত বছর বয়সে বিসিএস পরিক্ষায় আবেদন করা যায়?

২১ বছর বয়স হলে এবং অন্যান্য সকল শর্ত ঠিক থাকলে আপনি বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারবেন।

১ বছরে কতটি বিসিএস দেওয়া যায়?

বর্তমানে ১ বছরে, ১টি করে বিসিএস পরিক্ষার সার্কুলার প্রকাশ হয়। তাই আপনি ১ বছরে ১টি মাত্র বিসিএস পরিক্ষা দিতে পারবেন।

বিশেষ বিসিএস পরিক্ষা কি ও কাকে বলে?

কয়েক বছর পর পর, কিছু বিশেষ পেশার জন্য বিসিএস পরিক্ষায় হয়। যেমন: মেডিক্যাল ডাক্তার নিয়োগ পরিক্ষা হয়। এটিই বিশেষ বিসিএস পরিক্ষা।

একজন প্রার্থী কতবার বিসিএস পরিক্ষা দিতে পারে ?

কারো বয়স শেষ হওয়ার আগে পর্যন্ত প্রকাশিত সার্কুলারে সব বিসিএস দিতে পারবে।

Leave a Comment