এইচএসসি পাশ করার পরে অনার্স বা স্নাতক পাশ করলে আপনি অন্যদের থেকে অনেক বেশি সুবিধা পাবেন এবং এগিয়ে থাকবেন।
তাই আজ আমরা অনার্স বা স্নাতক পাশ করার ৫টি বিশেষ সুবিধা নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন, সুবিধাগুলো জেনে নেওয়া যাক।
অনার্স বা স্নাতক পাশ করার ৫টি সুবিধা:
১। চাকরি বাজারে সুবিধা:
বর্তমানে চাকরির বাজারে অনার্স পাশের ক্যান্ডিডেটদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যেমন ধরুন- সরকারি বেসকারি সকল ভালো পদের চাকরি পেতে হলে আপনার সর্বনিম্ন যোগ্যতা অবশ্যই অনার্স পাশ হতে হবে।
- প্রাইমারি স্কুলেরর শিক্ষক
- সরকারি মাধ্যমিকের শিক্ষক
- বিসিএস
- ব্যাংক
- বিভিন্ন মন্ত্রণালয়ের ১ম ও ২য় শ্রেণির চাকরি
- এনএসআইতে ভালো পদের চাকরি
- পুলিশের এসআই
- বিভিন্ন অধিদপ্তরে ১ম ও ২য় শ্রেণির চাকরি ইত্যাদি
এছাড়া আপনি যদি বিভিন্ন কম্পানিতে চাকরি করতে চান, তবুও বেশির ভাগ সময় ভালো পদগুলোর জন্য অভিজ্ঞতার পাশাপাশি অনার্স পাশের যোগ্যতা প্রয়োজন হবে।
২। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে:
আমাদের দেশ থেকে প্রতিবছর অনেক অনেক শিক্ষার্থী আমেরিকা, কানাডা, চীন, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান।
তাদের মধ্যে অনেকেই অনার্স পাশ করার পড়ে বিদেশে যান। কারণ তখন তাদের ভালো রেজাল্ট, গবেষণা পত্র, ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি পায়।
যা দেখিয়ে বিদেশের ভালো ভালো নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যায়।অনেকেই ফুল স্কলারশিপে পড়ার সুযোগ পান।
বিদেশে গিয়ে ভালো চাকরি কিংবা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশে ফিরে, দেশে সুনামের সাথে কাজ করতে পারেন।
৩। বিজনেস করতে চাইলে:
আপনি মনে করতে পারেন যে ব্যবসা করতে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রয়োজন নেই। কথাটি আংশিক সত্য।
অতীতে অনেকই কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা ছাড়াই অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। বর্তমানে আপনাকে মার্কেট রিসার্স করতে হবে, ব্যবসার জন্য অফিস পরিচালনা সহ মার্কেটিং করতে হবে।
সুতরাং এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিরাট ভূমিকা থাকবে। বিজনেস করে সফল হতে চাইলে, শিক্ষাগত যোগ্যতা আপনাকে নিশ্চিত এগিয়ে রাখবে।
আর সেটা যদি হয় স্নাতক পাশ, তহালে আপনার জন্য আশীর্বাদ।
৪। নেটওয়ার্ক তৈরি:
অন্যদের সাথে উন্নত যোগাযোগ বা নেটওয়ার্ক আপনাকে অনেক ক্ষেত্রে সফলতা এনে দিবে। যেমন কর্পোরেট জব, ব্যবসা-বানিজ্যতে নেটওয়ার্ক খুব বড় ভূমিকা রাখে।
আর আপনি যখন কোনো বড় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনার্স সম্পন্ন করবেন, তখন আপনার অনেক বন্ধু-বান্ধব তৈরি হবে। যারা আপনার সারা জীবন উপকারে আসবে। আপনার নেটওয়ার্ক শক্তিশালী হবে।
৫। অনার্স পাশের অন্যান্য সুবিধা:
আপনি বর্তমানে আপনার আশেপাশে অনেক উচ্চশিক্ষিত মানুষজন দেখতে পাবেন। আপনার পার্সনাল হ্যাপিনেসের জন্য হলেও আপনার একটি মিনিমাম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
আর এটি হতে পারে অনার্স। আপনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে কখনোই হতাশায় না ভোগেন, এজন্য সময় থাকতেই আপনার অনার্স সম্পন্ন করা উচিত।
এছাড়াও খুব বড় বিষয় না হলেও এটা সত্য যে, আমাদের সমাজে এখনো উচ্চ শিক্ষিত মানুষদের বিশেষ সম্মানের দৃষ্টিতে দেখা হয়।
খুবই নগন্য ব্যাপার হলেও এটা বাস্তব যে, এখনো আমাদের দেশে বিয়ের ক্ষেত্রে ছেলে-মেয়েদের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠান ও রেজাল্ট এর প্রসঙ্গ আলোচনায় আসে।
শিক্ষার গুরুত্ব আমরা সকলেই বুঝি। আমার অনেকই হয়তো অর্থ সংকটে কিংবা অন্যান্য সুযোগের অভাবে উচ্চ শিক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারিনা।
তবে যাদের কিঞ্চিত সুযোগ থাকবে, তাদের অব্যশই অনার্স বা স্নাতক সম্পন্ন করা উচিত।
যাইহোক, আপনি যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য প্রফেশনাল ডিগ্রি অর্জেনের সুযোগ না পান, তবে ৪ বছর মেয়াদি অনার্স বা স্নাতক পাশ কোর্সে ভর্তি হতে পারেন।
আমাদের দেশে ৫০টির কাছাকাছি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে অনেক ভালো ভালো সাবজেক্টে অনার্স করার সুযোগ পাবেন।