এসএসসি পরিক্ষার বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের ১০০% সঠিক নিয়ম

প্রিয় পাঠক, আমাদের মধ্যে যারা সম্প্রতি এসএসসি বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরিক্ষা বা সম মান পরিক্ষা দিয়েছেন এবং যাদের এসএসসি পরিক্ষার ফল খারাপ হয়েছে বা ফেল করেছেন, তারা চাইলে এসএসসি পরিক্ষার ফল পুনঃনিরক্ষীণের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে কিংবা এসএসসি পরিক্ষার খাতা পুনরায় যাচাই বা মূল্যয়ন করার জন্য আবেদন করতে পারেন।

সাধারণত, এসএসসি পরিক্ষার রেজাল্ট বের হওয়ার ১ দিন পর থেকে মাত্র এক সপ্তাহ সময় দেয়া হয়, বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করার জন্য! এই অল্প সময়ের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জ করতে হয়।

এক সাথে এক বা একাধিক সাবজেক্ট এর ফল পনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যায়।

এই বোর্ড চ্যালেঞ্জ করার সম্পূর্ণ প্রক্রিয়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে করা যায়।

তাহলে চলুন এসএসসি পরিক্ষার বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের ১০০% সঠিক নিয়ম স্টেপ বাই স্টেপ জেনে নেয়া যাক।

এসএসসি পরিক্ষার বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের নিয়ম কি:

বোর্ড চ্যালেঞ্জ করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই চ্যালেঞ্জ বা আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য অবশ্যই একটি সচল টেলিটক প্রি-পেইড সিম থাকতে হবে।

এখন আবেদন করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, RSC লিখতে হবে, এর পরে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথমের ৩টি অক্ষর ইরেজিতে লিখতে হবে।

এরপরে আবার স্পেস দিয়ে রোল লিখতে হবে, রোল লেখার পরে স্পেস দিয়ে যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সেই সাবজেক্টের বিষয় কোড লিখতে হবে।

আপনি যদি একটি সাবজেক্টের জন্য আবেদন করতে চান, তবে একটি সাবজেক্টের কোড লিখবেন।

আর যদি একসাথে একটির বেশি সাবজেক্টের আবেদন করতে চান, তাহলে সাবজেক্ট কোড সমূহ পর পর কমা (,) দিয়ে দিয়ে লিখতে হবে।

এর পরে এই টাইপ করা মেসেজ টি 16222 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে।

বোর্ড চ্যালেঞ্জ করার এর একটি উদাহরণ দেখে নিন:

মনে করুন, Dhaka বোর্ডের অধিনে একজন পরিক্ষার্থী এসএসসি পরিক্ষা দিয়েছে। যার রোল ছিলো 123456 এবং সে পদার্থ বিজ্ঞান বিষয়ে চ্যালেঞ্জ করতে চায়।

তাহলে তাকে এই নিয়মে চ্যালেঞ্জ করার জন্য মেসেজ লিখতে হবেঃ
RSC Dha 123456 136
আর পাঠাতে হবে 16222 এই নাম্বারে।

আবার ২ টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাইলে এভাবে মেসেজ লিখতে হবেঃ RSC Dha 123456 136,137 আর পাঠাতে হবে 16222 এই নাম্বারে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ বাবদ টাকা জমা দেয়ার নিয়মঃ

SSC পরিক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ফি বাবদ একটি নির্দিষ্ট পরিমান টাকা জমা দিতে হয়! প্রতি ১টি বিষয়ের জন্য আলাদা আলাদা ফি জমা দিতে হয়।

পুনঃনিরীক্ষনের আবেদনের মতো টাকাও জমা দিতে হয় মোবাইলের এসএমএস অপশন ব্যবহার করে।

উপরের দেখানো নিয়ম অনুসারে কোনো বিষয়ে আবেদন করার জন্য মেসেজ করার সাথে সাথে, ফিরতি এসএমএসে কত টাকা ফি জমা দিতে হবে, এটা জানিয়ে একটা মেসেজ আসবে এবং একটি Pin নাম্বার আসবে।

মেসেজে উল্লিখিত টাকার পরিমাণ দেখে নিশ্চিত হতে হবে যে আপনার টেলিটক সিমে সমপরিমান বা বেশি ব্যালেন্স আছে কিনা।

টাকা না থাকলে রিচার্জ করে নিতে হবে এবং উক্ত টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে নিচের মতো করে লিখতে হবেঃ
RSC স্পেস Yes স্পেস pin নাম্বার স্পেস দিয়ে একটি ফোন নাম্বার ।
এভাবে লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে।

উদাহরণঃ যদি পিন নাম্বার 1234 হয় এবং আপনার একটি যে কোনো ফোন নম্বর 01717171717 হয়; তবে নিচের মতো করে লিখতে হবেঃ
RSC Yes 1234 01717171717
এবং পাঠাতে হবে 16222 নাম্বারে।

তাহলে সাথে সাথে আপনার টেলিটক সিম থেকে ফি বাবদ টাকা কেটে নিবে এবং আপনার বোর্ড চ্যালেঞ্জ করার কাজটি সম্পন্ন হয়ে যাবে।

এসএসসির বোর্ড চ্যালেঞ্জ করার সম্পূর্ণ নিয়মটি ভালো করে পড়ে, বুঝে নিয়ে, তবেই আবেদন করবেন।

এতে করে কোনো প্রকার অনাকাঙ্খিত ভূল হবে না এবং প্রয়োজন হলে এই আবেদন প্রক্রিয়াটি আবার ভালো করে পড়ে নিবেন।

এসএসসি পরিক্ষার খাতা পুনরায় মূল্যায়ন করার আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরো কোনো তথ্য জানার বাকি থাকলে- আমাদের সাইটের উপরে ও নিচে থাকা ফেসবুক পেজে মেসেজ দিবেন। ধন্যবাদ।

বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর:

বোর্ড চ্যালেঞ্জ কেন করবেন ?

ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকলে।

কে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে?

সদ্য পাশ বা ফেল করা প্রার্থী।

বোর্ড চ্যালেঞ্জ করতে কি টাকা লাগে?

হ্যা টাকা লাগে।

বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে ?

টাকার পরিমান মেসেজ করে জানিয়ে দেয়া হবে।

ফল পুনঃনিরীক্ষনের রেজাল্ট কবে দেয়?

নিদির্ষ্ট সময় পরে মেসেজ করে জানিয়ে দিবে।

এসএসসি পরিক্ষার পূর্ণ রুপ কি ?

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট।

আমি এসএসসি পরিক্ষায় পাশ করেছি- ইংরেজি কি?

I have passed SSC exam.

পরিক্ষায় ফেল করলেও কি চ্যালেঞ্জ করা যাবে?

হ্যা । ফেল করলেও আবেদন করা যাবে।

চ্যালেঞ্জ করলে কি ফল উন্নতি হয় কারো ?

হ্যা। অনেকেরই হয়।

তথ্য সূত্র- ঢাকা শিক্ষা বোর্ড।

Leave a Comment