নিজ এলাকায় সরকারি চাকরি (তালিকা ও সুবিধা)

আমার মতো অনেক ছেলে মেয়েরা আছেন যারা নিজের বাসায় থেকে বা নিজ এলাকায় সরকারি চাকরি করতে চান।

তাদের জন্য আজকের এই তথ্য সমৃদ্ধ লেখা। আশা করি লেখাটি আপনার ভালো লাগবে।

কি কারণে আপনার নিজ এলাকায় চাকরি করা উচিত:

এর অনেক কারণের মধ্যে অন্যতম হলো আমরা অনেকেই বর্তমানে বাড়ির বাহিরে বা শহুরে জীবন পছন্দ করি না।

আবার অনেকেই আছি যারা সরকারি চাকরি করার পাশাপাশি নিজ এলাকায় গ্রামে বাবা-মা ও আত্মীয় স্বজনের সাথে থাকতে চাই।

অনেকের গ্রামের বাড়িতে কৃষি জমি, খামার, ব্যবসা ইত্যাদি থাকে।

তখন দেখা যায় যে চাকরি পেয়ে বাহিরে চলে গেলে বাড়ির কাজ কর্ম দেখার আর কেউ থাকে না।

উপরের যে কোনোটি আপনার বা আমার সাথে মিলে যেতে পারে। তাই আপানার জন্য বাড়িতে থেকে কি কি সরকারি চাকরি করার সুযোগ রয়েছে তা জেনে রাখতে হবে।

নিচে এমন কিছু সরকারি চাকরির তালিকা দিলাম যেগুলো আপনি নিজ এলাকায় করতে পারবেন আর বাড়িদে আরমে বসবাস করতে পারবেন।

নিজ এলাকায় কি কি সরকারি চাকরি করতে পারবেন?

১। প্রাথমিক বিদ্যালয়ের সরকারি চাকরি:

হ্যাঁ, আমরা সবাই প্রাথমিক বিদ্যালয়ের চাকরি সম্পর্কে জানি। এই চাকরি বর্তমানে আমাদের দেশে অন্যতম জনপ্রিয় একটি চাকরি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষার মধ্যমে আপনি আপনার নিজের এলাকার যেকোনো প্রাইমারী স্কুলে সহকারি শিক্ষক হিসেবে জয়েন করতে পারেন।

আর আপনি নিজ বাড়ি থেকে আরামে এই সরকারি চাকরি করতে পারবেন।

২। ইউনিয়ন পরিষদের সচিব:

ইউনিয়ন পরিষদের সচিব ও কম্পিউটার অপারেটর পদের চাকরিগুলো সাধারণত নিজের আশেপাশের ইউনিয়ন পরিষদে হয়।

এই চাকরি অনেকের পছন্দের একটি চাকরি। কারণ ইউনিয়ন পরিষদের চাকরি হলো একটি জনসেবামূলক চাকরি।

তাই ইউপি সচিব হলে আপনি নিজ এলাকায় থেকেই চাকরিটি করতে পারবেন।

৩। পরিবার পরিকল্পনার চাকরি:

পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং সরকারি চাকরির বেশির ভাগ পোস্টিং হয় নিজস্ব জোনে।

মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই চাকরি করতে পারবেন।

সুতরাং নিজের এলাকায় থেকে সরকারি চাকরি করতে চাইলে পরিবার পরিকল্পনার চাকরিকে আপনার পছেন্দর তালিকায় রাখতে পারেন।

৪। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাকরি:

দেশের প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। সেখানে ১ম শ্রেণির কর্মকর্তা বা ডাক্তার ছাড়া অন্য সকল পদের লোকজন নিয়োগ দেওয়া হয় স্থানীয় এলাকা থেকে।

সুতরাং যারা একটু নিম্ন গ্রেডের সরকারি চাকরি করতে চান তারা এই চাকরিকে পছন্দের তালিকায় রাখতে পারেন।

৫। জেলা ডিসি অফিসে চাকরি:

প্রতিটি জেলার ডিসি অফিসে বিভিন্ন পদে স্থানীয় নিজ জেলার লোকবল নিয়োগ করা হয়।

ডিসি অফিসের চাকরি আপনি নিজ বাড়ি থেকেও করতে পারবেন। কিংবা নিজ জেলায় হওয়ার সুবাদে আপনার সুবিধা হবে।

তাই ডিসি অফিসের চাকরিকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

৬। উপজেলার বিভিন্ন অধিদপ্তরে চাকরি:

খাদ্য, পশু, বন বিভাগ, কৃষি, মৎস, পানি, ভূমি অফিস সহ বিভিন্ন অধিদপ্তরে নিম্ন পদের সকল লোকবল নিয়োগ পায় নিজ এলাকা থেকে।

যেমন অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, রেকর্ড কিপার, মোহরার, পেশকার, প্রহরী, মালী ইত্যাদি।

তাই এই ধরনের চাকরির দিকেও আপনি নজর রাখতে পারেন।

উপরে দেওয়া চাকরির লিস্ট ছাড়াও অনেক চাকরি রয়েছে। সেগুলোও দেখতে পারেন।

কিছু অসুবিধা:

নিজের এলাকায় চাকরি করার অসুবিধা নেই বললেই চলে।

তবে নিজ এলাকায় সরকারি চাকরি করতে চাইলে আপনাকে একটু নিম্ন গ্রেডে চাকরি করতে হবে।

কারণ ১ম শ্রেণির চাকরির নিয়োগ নিজ জেলায় হয়না বললেই চলে।

যেমন প্রশাসনের উচ্চপদস্থ চাকরির নিয়োগ নিজের জেলাতে কখনোই হতে দেখা যায় না।

আবার বিসিএস ক্যাডার হলে আপনাকে নিজ জেলার বাহিরে থেকেই চাকরি করতে হবে। (শিক্ষা ক্যাডারে ব্যতিক্রম হতে পারে)

সুতরাং চাকরির গ্রেড ও বেতন নিয়ে আপনার মাথা ব্যথা না থাকলে আপনার সামনে আর কোনো অসুবিধা দেখা দিবে না।

Leave a Comment