গার্মেন্টসে চাকরি পাওয়ার ৭টি উপায় (চাকরি হবেই)

আমরা অনেকেই গার্মেন্টসে চাকরি করতে চাই, কিন্তু গার্মেন্টসে চাকরি পাওয়ার কোনো উপায় জানি না।। যেমন, গার্মেন্টস চাকরির নিয়োগ বা সার্কুলার কখন দেয়, কিভাবে কোথায় দেয়, তা জানি না।

আমাদের মধ্যে অনেকই এসএসসি বা এইচএসসি পাশ করে, বেকার আছেন। তাদের জন্য সুখবর হলো- মাত্র এইচএসসি বা এসএসসি পাশে গার্মেন্টস ফ্যাক্টরিতে ভালো বেতনে চাকরি হয়।

আমরা আগের একটি পোষ্টে, গার্মেন্টস চাকরির বেতন কত টাকা ও কি কি সুবিধা রয়েছে তা আলোচনা করেছিলাম। পোষ্টটি পড়তে পারেন।

আমাদের বাংলাদেশে সারা বছর ধরে কম-বেশি গার্মেন্টসে লোক নিয়োগ হয়। তবে বছরের বিশেষ বিশেষ সময়ে বেশি লোক নিয়োগ হয়।

যেমন ধরুন, ২ ঈদের পরে, বছরের শুরুতে প্রতিটি গার্মেন্টসে প্রচুর লোকের চাকরি দেওয়া হয়।

তাহলে চলুন- গার্মেন্টসে চাকরি পাওয়ার ৭টি উপায় জেনে নেওয়া যাক।

গার্মেন্টসে চাকরি পাওয়ার ৭টি সহজ উপায়:

১। গার্মেন্টসের গেটে যেতে হবে:

প্রতিদিন সকালে গার্মেন্টসের গেট থেকে চাকরির জন্য কর্মী নেওয়া হয়। ঠিক সকাল ৮ টার সময় লোকজন সেখানে জমা হয়।

এরপরে, ভিতর থেকে কর্তৃপক্ষ এসে পছন্দ মতো লোক বাছাই করে নিয়ে গিয়ে গার্মেন্টসে চাকরি দেয়। এই প্রক্রিয়া প্রায় সারা বছর চলতে থাকে।

তাই আপনি এই প্রক্রিয়ায় গার্মেন্টসে চাকরি পেতে পারেন।

২। পরিচিত লোকের সুপারিশ:

আপনার পরিচিত বা নিকট আত্মীয় কেউ যদি গার্মেন্টসে চাকরি করে থাকেন, তাহলে তার সুপারিশে আপনার চাকরি হতে পারে।

কারণ- গার্মেন্টসে লোক প্রয়োজন হলে, গার্মেন্টস কর্তৃপক্ষ মাইক দিয়ে সকল কর্মীদের বলে দেয়, তারা যেনো তাদের পরিচিত লোক নিয়ে আসেন।

৩। এজেন্সির মাধ্যমে চাকরি:

অনেক এজেন্সি আছে, যারা নতুনদের গার্মেন্টস চাকরির জন্য প্রশিক্ষন দেন। এই প্রশিক্ষণ শেষে, তারা গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে দেন।

তবে এসকল এজেন্সি বা প্রশিক্ষণ কেন্দ্রতে ভর্তি হতে টাকা দিতে হয়। এর বড় সুবিধা হলো, আপনি প্রশিক্ষণ নিয়ে, ভালো পদে চাকরি পেতে পারেন।

৪। গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি:

ভালো ভালো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গার্মেন্টস চাকরির সেই নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে চাকরির পত্রিকাগুলোতে।

তবে, সব সময় বা প্রতিদিন এমন ধরনের গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায় না। আপনি নিয়মিত খোজ রাখতে পারেন।

৫। নতুন নির্মিত গার্মেন্টসে:

ঢাকা বা এর আশেপাশে প্রায়ই নতুন নতুন গার্মেন্টস তৈরি হচ্ছে। এসকল গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক লোক নিয়োগ দেওয়া হয়।

আপনি এমন ধরনের গার্মেন্টসে চাকরির চেষ্টা করলে, চাকরি পেতে পারেন।

৬। লিফলেট ও পোষ্টার দেখবেন:

যেই এলাকায় গার্মেন্টসের সংখ্যা বেশি, সেখানে গেলে দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় “লোক নিয়োগ হবে” লেখা সম্বলিত পোষ্টার দেওয়া থাকবে।

বিদ্যুদের খুঁটির গায়ে, দেওয়ালে, দোকানের সামনে, রাস্তার ধারে এমন পোষ্টার চোখে পরে। পোষ্টারে, সেই গার্মেন্টসের ঠিকানা দেওয়া থাকে।

৭। নির্দিষ্ট ডিগ্রি অর্জন করবেন:

গার্মেন্টসে – ড্রাইভার, অপারেটর, টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, ম্যাকানিক, ডিজাইনার, মার্কার ও ফ্যাশন আর্টিস্ট সহ অনেক চাকরি রয়েছে।

তবে, উপরের চাকরি পাওয়া অনেক সহজ হলেও, যোগ্যতা থাকে না অনেকের। তাই, নির্দিষ্ট ডিগ্রি নিয়ে, চাকরিগুলো করতে পারেন।

কিছু প্রশ্ন-উত্তর:

এইচএসসি পাশে গার্মেন্টসে কি চাকরি হয়?

গার্মেন্টসে কোয়ালিটি, হেলপার, অ্যামব্রডারী রুম, সহ অনেক পদে এইচএসসি পাশে চাকরি হতে পারে।

গার্মেন্টসে হেলপার পদে কি কি যোগ্যতা লাগে?

হেলপার পদে, মিনিমান ৮ম শ্রেণি পাশ যোগ্যতা চাওয়া হয়। তবে অনেক জায়গায়, জনবলের অভাব থাকলে, ৮ম শ্রেণি পাশ না থাকলেও হেলপারের চাকরি হয়।

গার্মেন্টসে হেলাপরের কাজ কি?

হেলপারের কাজ হলো, অপারেটদের সাহায্য করা এবং পাশাপাশি নিজে কাজ শেখা। যেমন- সুতা কাটা, ফিনিশিং সেকশনে, কাটিং সেকশনে, সুইং সেকশনে, পোশাক আনা-নেওয়া সহ বিভিন্ন কাজে হেল্প করা।

গার্মেন্টস সুপারভাইজার চাকরি পাওয়ার উপায় কি?

অত্যান্ত অভিজ্ঞ এবং নির্দিষ্ট একটি সেকশনের সমস্ত কাজের যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হয়। এরপরে, সুপারভাইজারের পদ খালি থাকা সাপেক্ষে, নতুন সুপারভাইজারের চাকরি হয়।

Leave a Comment