চর্যাপদের পদকর্তা কবি কতজন ২৩ নাকি ২৪ জন

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ একজন কবি বা পদকর্তা রচনা করেননি। তাই চর্যাপদের পদকর্তা কতজন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব।

চর্যাপদের পদকর্তা কতজন তা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মতবাদ দিয়েছেন।

চর্যাপদের পদকর্তা সম্পর্কে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হলো চর্যাপদ ২৪ জন পদকর্তা বা কবি মিলে রচনা করেছেন।

তবে চর্যাপদের প্রাপ্ত কবি বা পদকর্তা ২৩ জন হিসেবে ধরা হয়। তবে ভিন্ন মতে মোট কবির সংখ্যা ২৪ জন।

চর্যাপদের পদকর্তা কতজন তার লিস্ট নিচে দিয়ে দিলাম। (চর্যাপদের মোট ২৪ জন কবিদের বা পদকর্তার নামের লিস্ট দিলাম।)

চর্যাপদের পদকর্তা কবি কতজন তাদের লিস্ট:

  1. আর্যদেবপা
  2. কুক্করীপা
  3. কঙ্কণপা
  4. কাহ্নপা
  5. কম্বলাম্বরপা
  6. গুণ্ডরীপা
  7. চাটিলপা
  8. জয়নন্দীপা
  9. ঢেণ্ডণপা
  10. ডোম্বীপা
  11. তান্তীপা
  12. তাড়কপা
  13. দারিকপা
  14. ধর্ম্মপা
  15. বিরুপা
  16. বীণাপা
  17. ভাদেপা
  18. ভুসুকপা
  19. মহীণ্ডাপা
  20. লাড়িডোম্বীপা
  21. লুইপা
  22. শবরপা
  23. শান্তিপা
  24. সরহপা

সুতরাং চর্যাপদের পদকর্তা কতজন সে প্রশ্নের উত্তর দিতে হবে ২৪জন। আর অপশনে ২৪ না থাকলে ২৩ জন উত্তর দিতে হবে।

জেনে রাখা ভালো যে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদকর্তা ২৩ জন। কিন্তু ডক্টর মুহাম্মদ সুকুমার সেনের মতে চর্যাপদের পদকর্তা বা কবির সংখ্যা মোট ২৪ জন।

উপরের ২৪ জন কবির মধ্যে একমাত্র বাঙালি কবি ছিলে কবি ভুসুকাপা। তিনি নিজেই নিজেকে বাঙালি ভুসুকু বলেছেন।

আবার চর্যাপদের মোট পদ বা গানের সংখ্যা হলো ৫০টি। এই ৫০টি পদ উপরের ২৪ জনে মিলে রচনা করেছেন।

তবে সকল পদ বা গান পাওয়া যায়নি। যেমন: ২৪ নং, ২৫ নং, ৪৮ নং পদ পাওয়া যাইনি। আর ২৩ নং পদের অর্ধেক পাওয়া গেছে।

আবার ২৩ নং পদ রচনা করেছিলেন আমাদের বাঙালি কবি ভুসুকুপা।

আবার ২৪ নং পদের পদকর্তা ছিলেন কাহ্নপা, ২৫ নং পদের পদকর্তা ছিলেন তান্তীপা এবং ৪৮ নং পদের পদকর্তা ছিলেন কুক্করীপা।

জেনে রাখা ভালো যে উপরের ২৪ জন পদকর্তাদের মধ্যে চর্যাপদের একমাত্র মহিলা কবি ছিলেন কুক্করীপা।

চর্যাপদের পদকর্তা বিষয়ে কিছু প্রশ্ন-উত্তর:

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের মোট পদকর্তা কতজন?

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের মোট পদকর্তা ২৪ জন। চর্যাপদের কবিদের নাম হিসেবে ২৪ জনের বেশি কবির নাম পাওয়া যায় না।

প্রাপ্ত চর্যাপদের মোট পদকর্তা কতজন?

২৩ জন কবি বা পদকর্তার রচিত পদ পাওয়া গেছে।

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট কবি কতজন?

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ মনে করে যে বাংলার আদি নিদর্শন চর্যাপদের মোট কবির সংখ্যা ২৩ জন।

ড. সুকুমার সেনের মতে চর্যাপদের কবি বা পদকর্তা মোট কতজন?

ড. সুকুমার সেনের মতে চর্যাপদের কবির সংখ্যা মোট ২৪ জন।

Leave a Comment