আমাদের সবার প্রত্যশিত ৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৫ এ প্রায় ৩৫০০ পদ থাকছে।
প্রতি বছরের মতো এবারও ঠিক সময়ে সার্কুলার আসছে। আবেদন চলবে পুরো ১ মাস।
আবেদন করতে পারবে সদ্য অনার্স বা সমমান পাশ করা সকল প্রার্থী। অ্যাপেয়ার্ড প্রার্থী হিসেবেও আবেদন করা যাবে।
বিগত ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ তম বিসিএস এর তুলনায় এবার ৪৭ তম বিসিএস সার্কুলারে পদ সংখ্যা যথেষ্ট বেশি বলা যাচ্ছে।
আমরা যারা ৪৭ তম বিসিএস সার্কুলারের জন্য এতো দিন মুখিয়ে ছিলাম তারা আশাহত হইনি বলা চলে।
কারণ প্রতি ১ বছর পর পর বিসিএস সার্কুলার প্রকাশিত হয়। আর তাতে পদ সংখ্যা সিমিত থাকলে তা চাকরী প্রার্থীর জন্য সুখকর নয়।
যাইহোক চলুন সার্কুলার বিষয়ে বিস্তারিত আলোচনা করি। চাইলে আপনি ৪৭তম বিসিএস সার্কুলার টি PDF ডাউনলোড করে দেখতে পারবেন আমাদের এখান থেকে।
৪৭ তম বিসিএস সার্কুলার বিস্তারিত PDF সহ:
- সার্কুলারের নাম: ৪৭তম বিসিএস সার্কুলার
- সার্কুলারের ধরণ: সরকারির চাকরির সার্কুলার
- শূন্যপদ সংখ্যা: প্রায় ৩৫০০টি
- ক্যাডার পদ: –
- নন ক্যাডার পদ:-
- সার্কুলার প্রকাশ সাল: ৩০ নভেম্বর ২০২৪
- আবেদন শুরু: ১০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর ২০২৪
- ৪৭ তম বিসিএস প্রিলি হবে: মার্চ মাস ২০২৫ সালে
- আবেদন ফি: ৭০০ টাকা
- বয়স: ২১ থেকে ৩০ (৩৫ চূড়ান্ত হলে ৩৫ বছর)
- আবেদনের যোগ্যতা: অনার্স বা সমমান পাশ হতে হবে
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে
- বিবাহিত এবং অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন
- পুলিশ ক্যাডার এবং আনসার ক্যারের জন্য নির্দিষ্ট শারিরীক পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্দিষ্ট উচ্চতা ও দৃষ্টিশক্তির শর্ত পূরণ করতে হবে।
- ৪৭ তম বিসিএস পরিক্ষা সম্পন্ন হবে ৩টি ধাপে।
- ১ম প্রিলি পরিক্ষা হবে ২০০ নম্বরের।
- ২য় লিখিত পরিক্ষা হবে ৯০০ নম্বরের।
- ৩য় ভাইভা পরিক্ষা অনুষ্ঠিত হবে ২০০ নম্বরের।
- চূড়ান্ত ফলাফল প্রদান করা হবে শুধু মাত্র লিখিত ও ভাইভাতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে।
- যারা জেনারেল এবং টেকনিক্যাল বা শিক্ষাক্যাডারে আবেদন করবেন, তাদের লিখিত পরিক্ষা ২০০ নম্বরের নিজ সাবজেক্টের উপর দিতে হবে আলাদা করে।
- পূর্বে যারা বিসিএস পরিক্ষায় আবেদন করেছেন, পরিক্ষা দিয়েছেন এমনকি ক্যাডার হয়েছেন, বয়স থাকা সাপেক্ষে তারাও আবেদন করতে পারবেন।
- ওয়েব সাইট ঠিকানা: bpsc.gov.bd
নিচে ৪৭ তম বিসিএস PDF সার্কুলার:
(বিশেষ নোট: সার্কুলার প্রকাশ হয়নি)
৪৭তম বিসিএস সার্কুলারের কারা আবেদন করতে পারবেন না:
- যারা বাংলাদেশী নন, তারা আবেদন করতে পারবেন না।
- কেউ বিদেশী কাউকে বিবাহ করে থাকলে আবেদন করতে পারবেন না।
- যারা মামলায় জেল খেটেছেন তারা আবেদন করতে পারবেন না। (শর্ত আছে)
- পূর্বে পিএসসি কর্তৃক নিষিদ্ধ হয়ে থাকলে আর আবেদন করতে পারবেন না।
- যাদের বয়স শেষে হয়ে গেছে।
- যাদের বয়স ২১ বছরের কম।
- যারা অনার্স বা সমমান পাশ নন কিংবা ৩০ ডিসেম্বরের আগের অনার্স ফাইনাল শেষ হবে না অর্থাৎ অ্যাপেয়ার্ড শর্ত পূরণ করবে না, তারাও আবেদন করতে পারবেন না।
৪৭ তম বিসিএস এ আবেদন করতে কি কি লাগবে:
অন্যান্য সরকারি চাকরিতে আবেদন করতে যা যা প্রয়োজন হয় ঠিক সেই সকল তথ্য থাকলে আপনি ৪৭ তম বিসিএস ক্যাডার সার্কুলারে আবেদন করতে পারবেন।
তবুও আপনার কি কি লাগবে তার একটি লিস্ট নিচে দিয়ে দিলাম:
- আপনার NID কার্ড অথবা Birth Certificate থাকতে হবে। যে কোনো একটি থাকলেই হবে।
- আপনার ১ কপি ছবি থাকতে হবে। সদ্য তোলা কালার ফটো।
- সাদা কাগজে আপনার সিগনেচার বা সাইন দিয়ে সেটারও স্ক্যান কপি বা ফটো নিতে হবে।
- আপনার একটি সচল ফোন নম্বর থাকতে হবে। আপনার না থাকলে আপনার বাবা, মা বা আপনজনের ফোন নম্বর দিবেন।
- SSC, HSC এবং অনার্স বা সমমান পাশের সকল তথ্য যেমন রোল নম্বর, রেজাল্ট, বোর্ড, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি।
- আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানার সঠিক ও নির্ভূল তথ্য প্রয়োজন হবে।
- পোস্ট কোড দিতে হয়। আর্থাৎ আপনার ঠিকানার পোস্ট আফিসের পোষ্ট কোড। কোড জানা না থাকলে পোস্ট অফিসে থেকে জেনে নিতে হবে।
- আপনার একজন অভিভাবকের নাম ও ফোন নম্বর দিতে হবে। যেমন আপনার বাবা, মা, বড় ভাই, বড় বোন, মামা, চাচা , স্বামী যে কোনো ১জন।
- বাবা ও মা এর নাম আপনার শিক্ষাগত সনদ বা সার্টিফিকেট ও NID বা Birth সার্টিফিকেটের সাথে হবুহু মিলিয়ে দিতে হবে। তবে সার্টিফিকেট ও NID তে তথ্য অমিল থাকলে সার্টিফিকেটর সাথে মিল রেখে তথ্য দিবেন।
সতর্কতা:
শুধু ৪৭ তম বিসিএস নয় বরং যে কোনো প্রকার চাকরির আবেদন করার সময় সতর্ক থাকতে হবে।
কারণ অসতর্কতা বশত আবেদন করার সময় ভূল হলে আবেদন বাতিল সহ বিভিন্ন জটিলতায় পরতে হবে।
তাই চলুন ৪৭ তম বিসিএস সার্কুলার এ আবেদন করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তা বিস্তারিত জেনে আসি:
- অভিজ্ঞ লোক দ্বারা আবেদন করতে হবে।
- ফোন থেকে আবেদন করবে না। কারণ ফোনে সকল অপশন শো করে না। আবার ফোনের লেখার ফ্রন্ট ভেঙ্গে যায় অনেক ক্ষেত্রে।
- অন্য কারো থেকে আবেদন করে নিলে, নিজে উপস্থিত থেকে আবেদন করে নিবেন।
- সকল তথ্য মিলিয়ে নিবেন।
- শিক্ষাগত যোগ্যতা, পাশের সাল, রোল ইত্যাদি বার বার মিলিয়ে নিবেন।
- আপনার আসল সাক্ষর যেটি আপনি সর্বত্র ব্যবহার করেন সেটি দিবেন।
- আবেদন শেষে সকল তথ্য মিলিয়ে দেখে তবেই টাকা পেমেন্ট করবেন।
- আবেদন করার পরে টাকা দেওয়ার আগে ভূল চোখে পরলে টাকা পেমেন্ট করবে না। তাহলে আবেদন ৭২ ঘন্টা পরে অটোমেটিক বাতিল হবে। তখন আবার নতুন করে আবেদন করবেন।
- শেষে আবেদনের কপি প্রিন্ট করে নিজের কাছে রাখবেন।
- আবেদন করার সময় শেষ হবার মিনিমাম ১ সপ্তাহ আগেই আবেদন করবেন। কারণ একদম শেষে সার্ভার সমস্যা ও পেমেন্ট সমস্যা সহ নানান জটিলতা তৈরি হতে পারে।
- টাকা প্রদানের পরে প্রাপ্ত User ID এবং password নিজের কাছে সযত্নে রাখবেন। এটি পরে প্রয়োজন হবে।
প্রিয় পাঠক, আমাদের শেয়ার করা সকল তথ্য প্রচলিত বিসিএস এর আবেদন ও সার্কুলারের নিয়মের মধ্যে রয়েছে। বিসিএস কর্তৃপক্ষ বা পিএসসি যে কোনো সময় নতুন নিয়ম বা আইন প্রনয়ণ করতে পারে। তখন আমরাও তথ্য আপডেট করব ইনশাআল্লাহ।
যাইহোক আমাদের লেখা থেকে আপনার উপকার হলে এই লেখা স্বার্থক হবে। আপনার জন্য শুভকামনা।