প্রিয় পাঠক, বিশ্ব সভ্যতার ইতিহাসের আজকের পর্বে আমরা প্রাচীন প্রস্তর যুগ বা সহজ কথায় প্রাচীন পাথর যুগ কী তা জানব।
ধারণা করুন- আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সভ্যতা কেমন ছিলো? সেখানে কি আধুনিক অস্ত্র, পোশাক, শিক্ষা, বা প্রযুক্তি ছিলো ?
অবশ্যই না। যুগ যুগ ধরে শক্তি প্রয়োগ এবং হাতিয়ার ব্যবহার করার কৌশল রপ্ত করার মাধ্যমে মানুষের এই উন্নতি সম্ভব হয়েছে।
আর প্রাচীন কালে মানুষের হাতের নাগালে হাতিয়ার তৈরির জন্য পাথর বা প্রস্তর ছাড়া আর তেমন কিছুই ছিলো না।
তাই প্রাচীন কালে মানুষ প্রস্তর বা পাথর দিয়ে সর্ব প্রথম হাতিয়ার তৈরি করা শুরু করে।
আর প্রাচীন কালে মানুষ এভাবে মনের অজান্তেই সভ্যতার দিকে ধাবিত হয়। সূচনা হয় ভিন্ন এক যুগের। আর সেটা হলো প্রাচীন প্রস্তর যুগ ।
প্রাচীন প্রস্তর বা পাথর যুগ কী ?
গ্রিক ভাষার শব্দ হলো প্যালিয়াস এবং লিথোস।
প্যালিয়াস শব্দ থেকে এসেছে প্রাচীন এবং লিথোস শব্দ থেকে এসেছে পাথর শব্দ টি।
এই ২টি শব্দ মিলে হয়েছে প্রাচীন প্রস্তর যুগ।
প্রাচীন প্রস্তর যুগের শুরু হয়েছিলো আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩ লক্ষ বছর আগে এবং বিরাজমান ছিলো ১০ হাজার খ্রিষ্টপূর্ব পর্যন্ত।
অর্থাৎ আজ থেকে প্রায় ১২ হাজার বছর পূর্বে প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়ে গেছে।
প্রাচীন প্রস্তর যুগের মানুষ কারা ছিলো ?
প্রস্তর যুগে বসবাস রত কিছু প্রজাতির মানুষের নাম পাওয়া যায়। তাদের আলাদা গোত্র অর্থাৎ অলাদা আলাদা বৈশিষ্ট্যর জন্য এক প্রজাতির মানুষের থেকে অন্য মানুষেরা আলাদা ছিলো।
প্রস্তর যুগের মানুষের মধ্যে উল্লেখ্যযোগ্য হলোঃ
- নিয়ান্ডার্থাল মানুষ
- হাইডেনবার্গ মানুষ
- ক্রো ম্যাগনন মানুষ
প্রাচীন বা পুরনো প্রস্তুর যুগের শ্রেণিবিভাগঃ
পুরনো প্রস্তর যুগকে পুরোপুলীয় প্রস্তর যুগ নামেও অবিহিত করা হয়।
আর পুরোপুলীয় বা পুরনো প্রস্তর যুগকে মোট ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলোঃ
- প্রাথমিক পুরনো প্রস্তর যুগ
- মধ্য পুরনো প্রস্তর যুগ
- শেষ পুরনো প্রস্তর যুগ
প্রাচীন প্রস্তর যুগ চিহ্ন কেথায় কোথায় পাওয়া গেছে ?
বিশ্বের বিভিন্ন স্থানে এই প্রাচীন প্রস্তর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। যেমন ইংল্যান্ডের পূর্ব এ্যাংলিয়ার, দক্ষিণ আফ্রিকার জাভা, তানজানিয়া, দক্ষিণ-পূর্ব আফ্রিকাতে।
এছাড়াও বেলজিয়ম, রাশিয়া, ইতালি ও প্যালেস্টাইনে এই প্রাচীন প্রস্তর যুগের সন্ধান পাওয়া গেছে।
প্রাচীন প্রস্তর যুগ ইতিহাসের বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি পর্যায়।
ইতিহাসের এই অধ্যায় পাঠকের আমরা সহজেই প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবনধারণ, সংগ্রাম, বৈশিষ্ট্য সহ বিভিন্ন বিষয়ে জানতে পারি।
প্রাচীন প্রস্তর যুগ থেকে।
৩ লক্ষ খ্রিষ্টপূর্বে।
১০ হাজার খ্রিষ্টপূর্বে।
৩ ভাগ।
পাথরের।