দিন দিন আমাদের দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। তো আজকে আমার অলোচনা করবো গার্মেন্স চাকরির পদ কতটি ও যোগ্যতা কি এবং বেতন কেমন?
অনেকে পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ঘুরেও পাচ্ছে না চাকরি! বর্তমানে তাই বেশ শিক্ষিত তরুন-তরুনিও বেছে নিচ্ছেন বেসরকারি চাকরি। এর মধ্যে গার্মেন্টসের চাকরির বাজার সব চাইতে বিশাল।
বর্তমান পোশাক শিল্পে (2019-20) আমাদের দেশ দ্বিতীয়। দেশে পোশাক কারখানা বেড়েই চলেছে। তাই আপনিও সহজেই এই পোশাক শিল্পতে চাকরি করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন।
চলুন একে একে জেনে নেয়া যাক গার্মেন্টস চাকরির পদ যোগ্যতা কি লাগে? এ চাকরির সুবিধা কি কি? গার্মেন্টস চাকরির বেতন ভাতা কেমন হয়? কোন পদের বেতন কেমন সব বিস্তারিত।
গার্মেন্টস চাকরির ১২টি সুবিধা সমূহ:
- সহজেই গার্মেন্টস চাকরিতে জয়েন করা যায়।
- গার্মেন্টস চাকরিতে কোনো প্রকার ঘুষ দিতে হয় না।
- গার্মেন্টসের চাকরিতে বেশির ভাগ পদে অভিজ্ঞতা লাগে না।
- গার্মেন্টস চাকরিতে দ্রুত পদোন্নতি ঘটে।
- গার্মেন্টসের চাকরিতে ওভার টাইম এর মাধ্যমে বেশি বেতন লাভের সুযোগ রয়েছে।
- গার্মেন্টস চাকরিতে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বড় বিষয় নয়।
- সরকারি চাকরির মতো গার্মেন্টস চাকরিতে উৎসব ভাতা রয়েছে। যেমনঃ দুই ঈদে ঈদ বোনাস হিসেবে দেয়া হয়।
- কোন কোন গার্মেন্টসে মধ্যহ্নভোজের ব্যবস্থা রয়েছে।
- পরিবহন সুবিধাও রয়েছে।
- গার্মেন্টস চাকরিতে হাজিরা বা উপস্থিত বোনাস রয়েছে। যা বাড়তি বেতনের নিশ্চয়তা দেয়।
- গার্মেন্টসে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে কাজের সুযোগ রয়েছে।
- ফায়ার ড্রিল সহ কর্মীদের বিভিন্ন নিরাপত্তা প্রশিক্ষণ দেয়া হয়।
- আরো দেখুন- কম্পিউটার শিক্ষার সহজ বই
এই গার্মেন্স চাকরির বেতন, পদ সমূহ, যোগ্যতা, কাজ, গার্মেন্টস মেশিন পরিচিতি জানার জন্য নিচের দেয়া, গার্মেন্টস চাকরির উপর রচিত ফ্রি pdf বই ডাউনলোড করুন:
গার্মেন্স চাকরির ৩০টি পদ, যোগ্যতা ও বেতন জানতে নিচের লেখা পড়ুনঃ
অন্যান্য চাকরির ন্যায় গার্মেন্টস চাকরির ক্ষেত্রেও বিভিন্ন পদ রয়েছে। আবার বিভিন্ন পদ ভেদে তাদের বেতন ভাতার ধরনও আলাদা হয়ে থাকে।
নিচের লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়লেই গার্মেন্টসের পদের ও বেতন ভাতার ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন!
তো চলুন গার্মেন্টস চাকরি বিভিন্ন পদ ও বেতন ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাকঃ
১। অপারেটর : প্রথমেই অপারেটরের কথা বলা যাক। গার্মেন্টসে উৎপাদন মূলত অপারেটর এর উপর নির্ভর করে। তারা বিভিন্ন প্রকারের সেলাই মেশিন চালনায় দক্ষ হয়ে থাকে।
সরাসরি পূর্ব অভিজ্ঞতা ছারা কেউ অপারেটর হতে পারে না, এর জন্য হেলপার হয়ে জয়েন করতে হয় অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নিয়ে অপারেটর হতে হয়। অপারেটররা হলেন একটি গার্মেন্টস তথা একটি পোশাক শিল্পের প্রধান শক্তি।
গার্মেন্টস অপারের বেতন কেমন ? বর্তমান ২০২১ সাল থেকে অপারেটরদের বেতন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন! তবে, একজন নতুন অপারেটরের বেতন বর্তমানে ৮ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
এটা হলো মূল বেতন। গর্মেন্সে অভার টাইম কাজে করার সুযোগ থাকে, ফলে মূল বেতন থেকে আরো অনেক বেশি টাকা ইনকামের সুযোগ থাকে।
২। হেলপার : হেলপারের কাজ মূলত অপারেটর কে সাহায্য করা ! পূর্ব অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই আপনি এই পদে চাকরি পেতে পারবেন।
গার্মেন্টস হেলপারের বেতন কেমন ? হেলপার বলতে সাধারনত যারা নতুন তাদের বোঝানো হয়। এজন্য তাদের বেতন সব চেয়ে কম হয়ে থাকে। তাদের বেতন প্রায় ৮ হাজার থেকে শুরু হয়ে থাকে।
৩। সুপারভাইজার : নাম থেকেই বোঝা যায় ,যার কাজ সুপারভাইজ করা। ইনি অপারেটর ও হেলপার এর কাজ দেখাশোনা করেন এবং কাজের পরিমান হিসাব রাখেন এবং তার অধিনে কিছু অপারেটর ও হেলপার কাজ করেন।
তিনি অভিজ্ঞতা সম্পন্ন। বলে রাখা ভালো যে, গার্মেন্টসে বিভিন্ন ক্যাটাগরির সুপারভাইজারের পদ রয়েছে।
যেমন জুনিয়র বা সিনিয়র সুপারভাইজার এবং অপরদিকে সুইং সুপারভাইজার, কাটিং সুপারভাইজার, ফিনিশিং সুপারভাইজার সহ; সুপারভাইজারেরই বিভিন্ন রকমের পদ রয়েছে।
গার্মেন্টস সুপারভাইজারের বেতন কেমন:
গার্মেন্টস চাকরির সুপারভাইজার পদ টির বেতন ১২ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
৪। লাইনচিপ্স : তার অধীনে কয়েকটি লাইন কাজ করে! তিনি সুপারভাইজার, অপারেটর, হেলপারগনের কাজ দেখাশোনা ও তদারকি করেন।
তিনি অভিজ্ঞতা সম্পন্ন। লাইনচিপ্সদের বেতন ২০ হাজার থেকে ২৪ হাজার হয়ে থাকে।
৫। ইনচার্জ: একটি ফ্লোরের সমস্ত দ্বায়িত্বে নিযুক্ত থাকেন ইনচার্জ। ইনচার্জের অধিনে ফ্লোরের সবাই কাজ করে! ইনচার্জের বেতন ২৫ থেকে ৩০ হাজার হয়ে থাকে।
৬। মার্কারম্যান : মার্কারম্যানের কাজ কাগজে নকশার ছাপ তৈরি করা, যা দিয়ে থাক কাপর বা লে পোশাক তৈরি মাপ অনুযায়ী কাটা হয়। অভিজ্ঞতা লাগে।
মার্কারম্যানের বেতন অপারেটরদের অনুরুপ হয়ে থাকে।
৭। লে ম্যান: ইনারা কাপড়ের রোল থেকে কাপড় বিছিয়ে রাখেন। তার ওপর নকশা রেখে কাপড় কাটা হয়! অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেয়া হয়! লে ম্যানের বেতন হেলপারের অনুরুপ হয়।
৮। কাটার ম্যান : গার্মেন্টসে ইনার নকশার উপরে মেশিন রেখে কাপড় কাটেন। অভিজ্ঞতা লাগে! কাটার ম্যান মূলত সিনিয়র অপারেপটর। সুতরং কাটার ম্যানের বেতন সিনিয়র অপারেটর মতো ১২ থেকে ১৪ হাজার হয়।
৯। নাম্বারম্যান: গার্মেন্টসে ইনাদের কাজ নাম্বার করা। অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া যায়। হেলপারের মতো বা হেলপারের চেয়ে সামান্য বেশি বেতন হয়ে থাকে।
১০। বান্ডিলম্যান : বান্ডিলম্যানের কাজ হলো নাম্বার করা বডি বা কাপড় বান্ডিল করে সেলাইয়ের জন্য প্রস্তুত করে দেয়া! সাধারনত পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না। বান্ডিল ম্যানের বেতন, হেলপারের সমপরিমান বেতন হয়।
১১। ইনপুটম্যান : ইনারা বিভিন্ন কাজের হিসাব রাখেন । প্রয়োজনে সেলাইয়ে জন্য কাপড় ইনপুট দেন! অভিজ্ঞতা লাগে। অনভিজ্ঞকেও মাঝে মাঝে নিয়োগ দিয়ে প্রশিক্ষ দেয়া হয়। ইনপুট ম্যানের বেতন অপারেটর বেতনের কাছাকাছি হয়।
গার্মেন্টস চাকরির আরো পদ যোগ্যতা ও বেতন সমূহ আলোচনাঃ
১২। আইরন ম্যান : ইনারা কাপড় আইরন বা ইস্ত্রী করেন। অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেয়া হয়! আইরন ম্যানের বেতন, হেলপারের সমপরিমান বা একটু বেশি বেতন হয়।
১৩। সিজার ম্যান : বিভিন্ন ক্ষেত্রে সিজার করার কাজ করতে হয়। অভিজ্ঞ লোকের গুরুত্ব দেয়া হয়! সিজারম্যানের বেতন অপারেটরদের সমপরিমান হয়।
১৪। কোয়ালিটি : কোয়ালিটিরা পোশাক বা কাপড়ের কোয়ালিটি বা গুনাগুন পরিক্ষা করে থাকেন! অচল পশাক চিহ্নিত করেন । অভিজ্ঞতা না থাকলেও শিক্ষিত লোকদের নিয়োগ দেয়া হয়। কোয়ালিটির বেতন অপারেটরদের বেতনের সমপরিমান হয়।
১৫। কোয়ালিটি কন্ট্রলার : ইনারা সুপারভাইজার এর মতো দায়িত্ববান। অভিজ্ঞতা লাগে! কোয়ালিটিদের বেতন, সুপারভাইজারদের অনুরুপ হয়।
১৬। মেকানিং: এরা বিভিন্ন মেকানিং এর দায়িত্ব পালন করেন! মেকানিকের বেতন প্রায় সুপারভাইজারের বেতনের কাছাকাছি হয়।
১৭। HR ও এ্যাডমিন : এদের কাজ লোক নিয়োগ কাজ পরিচালনা করা। বিভিন্ন কাজের হিসাব রাখাসহ বিভিন্ন অফিসিয়াল কাজ সম্পন্ন করতে হয়।
অভিজ্ঞতা না লগলেও প্রযুক্তি জ্ঞান, কম্পিউটা জ্ঞান ও শিক্ষিত হতে হয়! গার্মেন্টস চাকরির HR ও এ্যাডমিন প্যানেল পদ এর বেতন একটু বেশি হয়ে থাকে। তাদের বেতন ২০ থেকে ৫০ হাজার হয়ে থাকে।
১৮। ম্যানেজার : প্রতি ইউনিটের জন্য ম্যানেজার থাকেন। যেমন; কাটিং ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার, সুইং ম্যানেজার ইত্যাদি। ম্যানেজারের বেতন ৪০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
এছাড়া গার্মেন্স চাকরির বিভিন্ন যোগ্যতা সাপেক্ষে আরো অনেক পদ রয়েছে। যেমনঃ
- গার্মেন্টস সিকিউরিটি গার্ড,
- নিরাপত্তা কর্মী,
- মেডিকেল MBBS ডাক্তার,
- পরিচ্ছনতা কর্মী,
- আয়া বা ঝাড়ুদার
- সুইপার,
- টাইম কিপার,
- মালী,
- ড্রাইভার, ইত্যাদি।
উপরে উল্লেখিত পদ ছাড়াও গার্মেন্টস এ আরো পদ রয়েছে! আপনার কাজের দক্ষতা ও কাজের মান এবং যোগত্য দেখে গার্মেন্টস আপনার চাকরির পদ সাথে বেতন নির্ধারন করবে।
তবে Garments job এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার চেয়ে, পেশাগত যোগ্যতাকে বেশি প্রাধান্য দেয়া হয়! তাই আপনার যদি Garments job এর কোনো পূর্ব অভিজ্ঞতা তাকে তবে আপনি এ গার্মেন্টস চাকরিতে সাফাল্য অর্জন করতে পারবেন।
মন্তব্য:
Garments job এ 2019 থেকে সর্বনিম্ন বেতন ৮৫00 টাকা। তবে, বিভিন্ন গার্মেন্ট শিল্প কারখানাতে বেতন কাঠামো ভিন্ন হয়ে থাকে।
শুনতে অবাক লাগলেও, আমাদের দেশে পোশাক কারখানাতে নারীর চাইতে, পুরুষের বেতন কিছুটা বেশি হয়ে থাকে।
এছাড়া এলাকা ও পরিবেশ ভেদে গার্মেন্টস চাকরির পদ অনুযায়ী বিভিন্ন স্কেলের বেতন কাঠামো বিদ্যামান।
গার্মেন্টস চাকরির পদ যোগ্যতা ও বেতন কাঠামো নিয়ে আমাদের এ পোষ্ট টি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।
পোষ্টটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। ৭রং এর সাথে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো।
কিছু প্রশ্ন-উত্তর:
সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
তবে ওভার টাইম করলে- রাত ৮ টা বা ১০ পর্যন্ত কাজ করতে হয়।
হ্যাঁ।
বেশির ভাগ গার্মেন্টেস দিতে হয় না। তবে, চাকরির শর্ত পূরণ করতে হয়।
যেমন; শারিরীক সক্ষমতা, বয়স, পড়াশোনার সার্টিফিকেট ইত্যাদি।
গাজীপুরের কোনাবাড়ি, চৌরাস্তা, টঙ্গি, চন্দ্র, আশুলিয়া, শ্রীপুর, ঢাকা ইপিজিডে, বাইপাইল এলাকা, সাভার, মিরপুর, মুগদা, কেরানিগঞ্জ, নারায়নগঞ্জ, চট্টগ্রাম ইত্যাতি।
কোনো কোনো গার্মেন্টেসে ২৪ ঘন্টার ৩ শিফ্ট আকারে ৮ ঘন্টা করে কাজ করতে হয়। তখন রাতের শিফ্টকে নাইট শিফ্ট বা নাইট ডিউটি বলে। এছাড়া সিকিউরিটি গার্ডদের সর্বদা নাইট ডিউটি করতে দেখা যায়।
গার্মেন্টেসের কাজ ওজন তোলার মতো কঠিন নয়। তবে- এখানে ধৈর্য, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতার পরিচয় দিতে হয়।
হ্যাঁ। তাদের সম্মানের সাথে চাকরি দিতে দেখা যায়।
আমি SSC ভোকেশনাল থেকে ড্রেস মেকিং নিয়ে এবং HSC টেক্সট টাইল নিয়ে বর্তমানে BSC করতেছি আমি কিসে জব পাবো এবং স্যালারি কেমন হবে জানলে খুব উপকৃত হবো। আমার বিভিন্ন NGO সেক্টরে কাজের অভিজ্ঞতা আছে 6 বছরের এবং কাপড় কাটা থেকে সেলাই সব কিছুই করতে পারি।
আমি শারীরিক প্রতিবন্ধী। আমি দাখিল পাস করেছি। আমি ২০২২ সালে এইচ.এস.সি পরীক্ষা দিয়েছি। আমি কি গার্মেন্টসে চাকরি করতে পারবো?
মাশাল্লাহ,,,, অসাধারণ একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ,,,, পোস্টটি অনেক উপক্রিত হইলাম।
জাজাকাল্লাহ খইর ভাই জান
আমার একটা চাকরির খুব দরকার 😭 প্লীজ আমাকে একটু সাহায্য করুন 🙏
গার্মেন্টসে কাজ হলেও হবে।
01775186425
এই মাসের ভিতরে কাজে ঢুকতে চাই
ধন্যবাদ
HR ও এ্যাডমিন পদে আমি চাকুরী করতে চাই আমার কম্পিউটার জ্ঞান ভালো ৫ বছর ধরে কম্পিউটার পরিচালনা করে আসছি। আমি কিভাবে চাকুরী পেতে পারি। একটা চাকুরী খুবই প্রয়োজন। কোন লিংক বা যোগাযোগ করার নাম্বার দেওয়া যাবে?
আমি একটা চাকরী চাই সিনিয়র অপারেটর পদে শিক্ষাগত যোগ্যতা ছাড়া যদি হয় তাহলে বলবেন আর এটা হল আমার মোবাইল নাম্বার 01977167458
আমি একটা চাকরি চায় ০১৮৮৯০৩৩১০০
আমি SSC পাস আমি কি গার্মেন্টস কোয়ালিটি পদে চাকরি নিতে পারবো প্লিজ একটু বলবেন
হুম
thanks
আমি এইচএসসি পাশ । আমার যেকোনো ধরনের একটা চাকরি চাই
01789641184যোগাযোগ করেন হয়ে যাবে
Vai cakri ta khub dorkar apnar lokeson bolen
আপনারা চাকরি খুঁজে পাচ্ছেন না অথচ আমরা গার্মেন্টসের জন্য 360 লোক লাগবে। এই ঢাকাতে লোকই খুঁজে পাই না। অদ্ভুত বিষয়।
আসসালামু আলাইকুম।
আমি আপনার গার্মেন্টস এর লোকেশন চাচ্চি আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার একটা কোচিং সেন্টার ছিল সেইটা পরিচালনা করতাম। করনার কারনে প্রতিষ্টানটি বন্ধ হয়ে যায়। আমার শিক্ষাগত যোগ্যতা: BSC গাইবান্ধা সরকারি কলেজ।
আমি আপনার গার্মেন্টস এর HR & অ্যাডমিন পদে চাকরি করতে আগ্রহী।
অন্য অন্য যোগ্যতা :
কম্পিউটার, বৈদ্যতিক, সার্কিট, ( Ms word, XL, paoarpoint, gamil. others)
আমার লাগবে
HR/admin section e join korte chai… degree 2nd year study running..
গরিব আমি এক জন পৃতিবুন্ধী মানুষ বাম পায়ের একটু সমস্যা আছে হাঁটা চলা করতে পারি আমার উচ্চতা 5ফিট একটু কম হবে আমার শিক্ষা যোগ্যতা ৯ম শ্রেণী
আমার লাগবে
হালিম ভাই আমি ইব্রাহিম অথনীতিতে মাস্টাস করছে। আমি এইচ আর এডমিন চাকরি করতে চাই। আমাক জানাবেন। দয়া করে খুব দরকার। মোবাইল নং ০১৬৭৬০৬৯১৮১
বিজ্ঞপ্তি দেখুন পত্রিকায়
আমি এবং আমার সামি গামেন্টস এ চাকরি করতে চায়,, কিন্তু আমরা জানি না কোথায় থেকে চাকরি তে জয়েন করতে হয়,, কে জানলে সাহায্য করবেন প্লিজ
আমার ফয়ার ম্যানের ট্রনিং আছে ওয়ালটন কোম্পানিতে ফায়ার ফাইটার হিসেবে কাজ করেছি…. কোনো কোম্পানি বা গার্মেন্টসে লাগলে যোগাযোগ করবেন প্লিজ
০১৮১০৭৫১৫২৫
আমি HSC 2020. কোনো অভিজ্ঞতা ছাডা কি কোয়ালিটি তে যোগদান করতে পারবো? অথবা HSC এর জন্য কোন পদ ভাল হবে?
আবেদন করতে কোথায় যেতে হবে?
আমি সিলেটে তাকি আমার একটা চাকরি দরকার
আমাদের গার্মেন্টসে 350 জন লোক লাগবে। অপারেটর , হেলপার লাগবে। আমাদের এই গার্মেন্টসে দুপুরের খাবার ফ্রি দেওয়া হয়। আপনাদের জন্য রয়েছে এসি বাসের ব্যবস্থা যারা দূরে থাকেন। 5-7 তারিখের মধ্যে বেতন দেওয়া হয়। ভালো মতো কাজ করতে পারলে বাধ্যতামূলক উপরের পোস্টের দায়িত্ব দেওয়া হবে।
আপনার মহৎ উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ। অনেক বেকার ভাই-বোনের উপকার হবে।
আপনার সাথে যোগাযোগ করতে চাই ভাই01300642993
আপনার প্রতিষ্ঠানে এখন কোনো সুযোগ আছে চাকরির?
যদি থাকে প্লীজ জানাবেন।
আমার কন্টাক্ট নাম্বারঃ 01876816066
আমার শিক্ষাগত যোগ্যতাঃ অর্থনীতিতে অনার্স (বিএসএস)।
কর্ম অভিজ্ঞতাঃ জাহাজ নির্মান কোম্পানিতে ৫ বছর ৩ মাস (স্টোর ডিপার্টমেন্ট)।
Hello Sir,
I have MBA in finance from AIUB.
I have worked in a textile factory for last 6 years where i worked as almost all positions and i am willing to build my career in this sector.
So I am looking for new place for learning new knowledge.
See job circular
I want a job
অর্থনীতি তে মাস্টার্স পাস করাদের গার্মেন্টেসে কোন পদে চাকরির সুযোগ কেমন?
আমি ১২ বছর টেইলারস কাজ করি ৪ বছর সোদি করছি। এখন দেসে আছি একটা কাজ দরকার
এইচএসসি অটো পাস করেছি আমি গার্মেন্টস কোয়ালিটি আমার কি চাকরির সুযোগ আছে প্লিজ একটা চাকরির প্রয়োজন
আপনার চাকরির সুযোগ রয়েছে।
আপনার সুবিধা মতো একটি গার্মেন্সে যোগাযোগ করুন।
I am a diploma engineer.i need a job.can I get a garment job& how can I contact with them?
গার্মেন্টস সেক্টরে সাধারণত কোনো সার্কুলার দেয়া হয় না। তাই, তাদের সাথে সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।
ভাইয়া আমি আডমিন পদে চাকরি করতে চাই
আমার ইলেক্টিক্যাল নলেজ আছে যেমন। কম্পিউটার, বৈদ্যতিক সরঞ্জাম ইত্যাদি, কম্পিউটারের MS ward, Xl, pawerpoint, Onlne vittik bes kisu kaj. amr somporke bistarit jante phone korun 01810046585
আমি SSC পাস আমি কি গার্মেন্টস কোয়ালিটি পদে চাকরি নিতে পারবো
ssc পাশে কোয়ালিটির চাকরি পাওয়া যায়। তবে একটু অভিজ্ঞতা থাকলে চাকরি পেতে সুবিধা হয়। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।
i want to be a job without experience of hsc pass.pleace give me a job.a job very need .
আমি এইচ এস সি পাস, কোন অবিজ্ঞতা নেই। যেকোন পদে চাকরি দেয়া যাবে? উত্তরার আশে পাশে। একটা চাকরি খুবই দরকার।
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।।।।।
অভিজ্ঞতা ছাড়াও আপনি অনেক চাকরি পেতে পারেন।
এখন পোশাক খাত মন্দা চলছে করোনার জন্য।
আপনি যেহেতেু এইচএসসি পাশ, সেহেতু টিউশনি করিয়ে বা কোচিং সেন্টারে পার্ট টাইম টিচার হয়ে চাকরি করতে পারেন।
এই ভাবে আপনি আপনার উচ্চ শিক্ষা/স্নাতক সম্পন্ন করতে পারেন। আমাদের দেশে সর্বনিম্ন স্নাতক/অনার্স পাস না হলে, প্রাথমিকের শিক্ষক, বিসিএস সহ ভালো পদে আবেদন করা যায় না।
আপনার জন্য শুভ কামনা রইলো।
আমি ডিপ্লোমা ইন্জিনিয়ার আমাকে একটা জব দিতে পারবেন
আপনার কমেন্টের জন্য অসংখ্যা ধন্যবাদ। আমরা কোনো গার্মেন্টস কোম্পানির অধিকারি নই। তাবে আশার কথা হলো, আপনি যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সুতরাং, যে কোনো গার্মেন্টস বা অন্য কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করলে, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন ভালো পদে চাকরি পাবেন ইনশাআল্লাহ। আপনাার জন্য শুভ কামনা রইলো।
good for ur remarks information.
Thank you shakil for you positive comment.
accommodation. i am going to here soon inshalllah 😍
Best of Luck..
স্যার আমাকে একটি জব দিতে পারেন।আমার খুবই জরুরী একটি জব দরকার।আমি HSC পাস করেছি ২০১৮ সালে এখন অনার্স করি।
নিজের সুবিধা মতো চাকরি খুজতে হবে। অনার্স শেষ করলে শিক্ষক, বিবিসএস সহ ভালো ভালো চাকরিতে আবেদন করতে পারবেন। আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনার সহায় হোন।