কোন ফলে কোন ভিটামিন আছে বিস্তারিত জেনে নিন

আমরা সবাই জানি যে ভিটামিন এবং খনিজের প্রধান উৎস হলো ফল। কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ফলে কোন কোন ভিটামিন বা খনিজ বা পুষ্টি গুন রয়েছে।

ফলের পুষ্টি গুন জানা আমাদের জন্য অতি প্রয়োজন! কারন এতে করে আমরা আমাদের পুষ্টির প্রয়োজন অনুযায়ী ফল খেতে পারবো।

যেমন এক জন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিনই ১১৫ গ্রাম পরিমান ফল খেতেই হবে! কিন্তু আমারা গড়ে মাত্র ৩৫-৪০ গ্রাম খেয়ে থাকি।

তো চলুন জেনে নিই কোন ফলে কোন কোন ভিটামিন রয়েছেঃ

ভিটামিন “এ” সমৃদ্ধ ফল:

প্রায় সকল প্রকার পাকা ফলেই ভিটামিন এ বেশি থাকে। তবে কিছু কিছু ফলে ভিটামিন এ বেশি থাকে।

যেমনঃ পাকা আম, পাকা কাঁঠাল, পাকা পেঁপে, আনারস, আমড়া, পেয়ারা, বড় বাতাবি লেবু, জাম, জামরুল, বাঙি ইত্যাদি ইত্যাদি ফলে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে।

ভিটামিন বি১ সমৃদ্ধ ফল:

ভিটামিন বি১ সমৃদ্ধ ফল হলো পাকা আম, পাকা কাঁঠাল, আমড়া, কামরাঙ্গা, কদবেল, পানিফল, পাকা কলা, ডাবের পানি, আনারস, বাঙি, ইত্যাদিতে প্রচুর পরিমানে ভিটামিন বি১ থাকে।

বি২ আছে যে ফলে:

পেয়ারা, পাকা কাাঁঠাল, বাঙি, জামরুল, আমলকি, আতা, লিচু, বরই, ডেউয়া, লটকন, অরবরই ইত্যাদি ফলে প্রচুর পরিমনে ভিটামিন বি২ থাকে।

ভিটামিন সি আছে যে ফলে:

আমরা যত প্রকার উৎস থেকে ভিটামিন সি পাই তার মধ্যে ফলই প্রধান। কারন ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়।

এজন্য অন্য রান্না করা খাবার থেকে আমরা সাধারনত ভিটামিন সি পাই না! তাই ফলই ভিটামিনের প্রধান উৎস হিসেবে ধরা হয়।

যে ফলে ভিটামিন সি বেশি থাকে তা হলোঃ
পেয়ারা, আমলকি, অরবরই, লেবু, বাতাবি লেবু, জাম্বুরা, কামরাঙ্গা, আমড়া , জলপাই, খুদিজাম, কাচা আম, কমলা, লিচু সহ টক জাতীয় ফলগুলোতে বেশি পরিমানে ভিটামিন সি থাকে।

কোন ফলে কোন ভিটামিন আছে
কোন ফলে কোন ভিটামিন আছে

ক্যালসিয়াম সমৃদ্ধ ফল সমূহ:

ডালিম, খেজুর, গাব, কদবেল, নারিকেল, আমড়া, জগ ডুমুর, বেল, জাম্বুরা, পেঁপে, তেঁতুল ইত্যাদি ফলে প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকে।

এছাড়াও সজিনা, ঢেঁরস ইত্যাদিতেও প্রচুর পরিমানে ক্যালসিয়াম থাকে।

আয়রণ বেশি আছে যে ফলে

জাম, পেয়ারা, তরমুজ, আম, আতা, কামরাঙ্গা, নারিকেল, আমলকি, জগডুমুর ইত্যাদি ফলে প্রচুর পরিমানে আয়রণ বা লৌহ উপাদান রয়েছে।

এছাড়াও; কচু শাক ও কচুতে প্রচৃুর পরিমানে আয়রণ থাকে।

ফসফরাস বেশি থাকে যে ফলে:

কলা, কাঁঠাল, আম, তালের শাঁস, ডালিম, খেজুর, জলপাই, নারিকেল, পেয়ারা, জাম্বুরা ইত্যাদি ফলে প্রচুর পরিমানে ফসফরাস থাকে।

খাদ্য শক্তি বেশি আছে যে ফলে:

ভিটামিনের পাশাপাশি কোন ফলে খাদ্যশক্তি বেশি রয়েছে তাও আমাদের জেনে রাখা দরকার। খেজুর, নারিকেল, কলা, ডালিম, বেল, চালতা, বিলাতি গাব ইত্যাদিতে প্রচুর পরিমানে খাদ্যশক্তি রয়েছে।

শর্করা আছে যে ফলে:

তাল, খেজুর, কলা, আম, জাম, আপেল ইত্যাদি ফলে প্রচুর শর্করা রয়েছে। শর্করা মানে হলো কার্বহাইড্রেট।

আমরা কাজ করার শক্তি প্রধানত শর্করা জাতীয় খাবার থেকেই পেয়ে থাকি। কোন খাবারে কোন ভিটামিন রয়েছে আরো জানতে আমদের সাইটের অন্য পোষ্ট দেখুন।

FAQ:

ভিটামিন এ রয়েছে কোন কোন ফলে?

পাকা আম, পাকা কাঁঠাল, পাকা পেঁপে, আনারস, আমড়া, পেয়ারা, বাতাবি লেবুতে ভিটামিন এ রয়েছে।

ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়?

রাত কানা রোগ হয়।

ভিটামিন সি রয়েছে কোন কোন ফলে?

পেয়ারা, লেবু, আমলকি, কমলাতে প্রচুর ভিটামিন সি রয়েছে।

ভিটামিন সি এর অভাবে কি হয়?

সর্দি কাশি হয়, স্কার্ভি হয়।

ভিটামিন বি রয়েছে কোন ফলে?

পাকা আম, পাকা কলা, পাকা কাঁঠালে ইত্যাদিতে ভিটামিন বি রয়েছে।

ক্যালসিয়াম রয়েছে কোন ফলে?

খেজুর, ডালিম ইত্যাদিতে।

সারা বছর পাওয়া যায় কোন কোন ফল?

ডাব, কলা, পেঁপে, আপেল, কমলা।

ফল কখন খেতে হয়?

খালি পেটে জল, আর ভরা পেটে ফল খেতে হয়।

ফল সংরক্ষণ করে কিভাবে?

রোদে ফল শুকিয়ে, কোটাজাত করে, আচার বানিয়ে সংরক্ষণ করা যায়।

ফল কাকে বলে?

ফুলের গর্ভাশয় নিষিক্তকরনের পরে, আথবা গাছের অন্যান্য অংশ পরিপুষ্ট ভাবে যে অঙ্গ গঠন করে, সাধারনত তাকেই ফল বলে।

কোন ফলের ফুল হয় না?

আপেল।

Leave a Comment