এসএসসি পরিক্ষার সময়সূচি ২০২৪ (SSC রুটিন pdf সহ)

প্রিয় এসএসসি পরিক্ষার্থী, ২০২৪ সালের আসন্ন এসএসসি পরিক্ষার চূড়ান্ত সময়সূচি বা রুটিন প্রকাশিত হয়েছে, তাই সর্বশেষ সঠিক সময়সূচি নিয়ে হাজির হলাম।

১৫ ফেব্রুয়ারী ২০২৪ থেকে SSC পরিক্ষা শুরু।

SSC পরিক্ষার সময়সূচি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাে বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। আর এটি শিক্ষা বোর্ডের অফিসিয়্যাল ওয়েব সাইট পাওয়া সর্বশেষ সময়সূচি।

বর্তমানে বাংলাদেশে ৯টি শিক্ষাবোর্ড রয়েছে। এই ৯টি শিক্ষা বোর্ড থেকে একযোগে সারা দেশে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

আর সকল শিক্ষা বোর্ডে একই সময়ে এই সময়সূচি অনুযায়ী পরিক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার সুবিধার জন্য নিচে ছবি আকারে ও pdf আকারে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার সময়সূচি দেয়া হলো।

আপনি এই চূড়ান্ত সময়সূচি টি আপনার কাছে প্রিন্ট করে বা আপনার কাছে সেভ করে রাখুন।

এছাড়াও ব্যবহারিক পরিক্ষাও হবে। ব্যবহারিক পরিক্ষা আবশ্যিক। তাই ব্যবহারিক পরিক্ষার সময়সূচি সবার জানা দরকার।

২০২৪ সালের এসএসসির ব্যবহারিক পরিক্ষার সময়সূচি:

  • ব্যবহারিক পরিক্ষা শুরু: ১৩-০৩-২০২৪ থেকে
  • ব্যবহারিক পরিক্ষা শেষ: ২৭-০৩-২০২৪ থেকে
  • পরিক্ষার স্থান: নিজ নিজ পরিক্ষা কেন্দ্র
  • সময়: প্রদিতিন সকাল ১০ টা থেকে
  • বিস্তারিত pdf ফাইলে দেয়া আছে

আসন্ন এসএসসি পরিক্ষার রুটিন পিডিএফ এবং ফটো আকারেও দিলাম। যাতে সবাই সেভ করে নিতে পারে বা পিডিএফ ডাউনলোড না করেও সময়সূচি সংগ্রহ করতে পারে।

২০২৪ সালের এসএসসি পরিক্ষার সময়সূচির pdf ও ফটো:

রুটিনের ফটোঃ

এসএসসি পরিক্ষার রুটিন ২০২৪ সাল
(এসএসসি পরিক্ষার রুটিন ২০২৪ সাল)

এখানে আমরা ২০২৪ সালের এসএসসি পরিক্ষার সময়সূচি তার আগের বছরের রুটিনও pdf আকারে দিয়ে দিলাম।

  • বিষয়: এসএসসির সময়সূচি ২০২৪
  • ফাইল নেম: এসএস পরিক্ষার রুটিন ২০২৪ pdf
  • প্রকাশক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড
  • পৃষ্ঠা সংখ্যা: ২ টি
  • ফাইল সাইজ: ১ এমবি
  • pdf লিংক: নিচে দিলাম
পরিক্ষার সাল:রুটিন লিংক:
২০২৪ সালের রুটিনPDF Download
২০২৩ সালের রুটিনPDF Download
২০২২ সালের রুটিনPDF Download
(SSC পরিক্ষার রুটিন)

পিডিএফ ডাউনলোড করুন উপরের ডান পাশের (PDF Download) লেখা থেকে।

এই পিডিএফ সময়সূচি প্রিন্ট করে নিতে পারেন।

আর হ্যাঁ- এসএসসি পরিক্ষার সময়, তারিখ সহ যেকোনো কিছু শিক্ষা বোর্ড পরিবর্তন পরিমার্জন করার অধিকার রাখে।

এসএসসি পরিক্ষার জন্য কিভাবে পড়াশোনা করবেন:

প্রিয় পাঠক, বাংলাদেশে এসএসসি পরিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিক্ষা হিসেবে দেখা হয়।

এজন্য এসএসসি পরিক্ষায় পাশ না করলে কিংবা ভালো রেজাল্ট না করলে, শিক্ষার্থীকে অনেক বঞ্চনার স্বীকার হতে হয়।

আবার কেউ যদি ফালো রেজাল্ট করে, কিংবা এ+ পায়, তাহলে তার পরিবার ও প্রতিবেশিরা তাকে নিয়ে অনেক গর্ব করে।

আর তাই- আসন্ন এসএসসি পরিক্ষাতে ভালো করতে হলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ভালো করে।

এজন্য নিচের কিছু টিপস ফলো করতে পারেন:

  • এই সময় বন্ধু-বান্ধবের সঙ্গ ত্যাগ করুন।
  • আড্ডাবাজি থেকে ১০০ হাত দূরে থাকুন।
  • ফেসবুক, ইউটিউব সহ সোস্যাল মিডিয়াকে বাক্সে ভরে রাখুন।
  • বাসায় টিভি থাকলে নিয়মিত পছন্দের শো দেখা কমিয়ে দিন।
  • ভ্রমণ সহ বিপদজ্জনক কাজে হাত দিবেন না। সামান্য আঘাতে বা দূর্ঘটনায় পড়লে, পড়াশোনা তো নষ্ট হবেই, সাথে পরিক্ষার অনিশ্চয়তা তৈরি হবে।
  • নিজের প্ল্যান মতো পড়াশোনা করুন। বন্ধুদের সাথে নিজের পরিকল্পনা শেয়ার করবেন না। এতে করে সেটার প্রতি আর আগ্রহ থাকে না।
  • পরিক্ষা সন্নিকটে আসার আগেই নিজের গ্যাপ খুজে বের করে, তা সমাধান করুন।
  • পরিক্ষার ১৫ থেকে ২০ দিন আগেই প্রাইভেট ও কোচিং ছেড়ে নিজের মতো করে পড়াশোনা করুন। কারণ- এগুলোতে প্রচুর সময় অপচয় হয়।
  • পরিক্ষার সময়গুলোতে যেনো আপনার ঘরে- ছোট বাচ্চা সহ অযাচিত কেউ না প্রবেশ করে, তা নিশ্চিত করুন। পরিবারে সহায়তা নিন।
  • ফাইনাল পরিক্ষা শুরুর আগেই আপনার সব বই, ক্লাস নোট, গাইড ইত্যাদি ঠিক আছে কিনা চেক করুন। সেগুলো গুছিয়ে নিন। যাতে পরিক্ষার সময় টেনশন না হয়।
  • ঘুমে অনিয়ম করবেন না। আমাদের দেহ একটি বায়োলোজিক্যাল ক্লক অনুসরন করে। তাই রাতে নিয়ম করে ঘুমান।
  • আর রাতে প্রচুর পড়াশোনা করার আশায় সারাদিন সময় নষ্ট করার মতো বোকামি করবেন না।
  • পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত। কারণ অসুস্থ্য হলে আপনার পড়াশোনার যথেষ্ট ক্ষতি হবে।
  • প্রতিবেশিরা কেউ যদি উচ্চ শব্দ করে গান বাজায় কিংবা ডিসটার্ব করে, তাদের তা না করতে বিনয়ের সাথে অনুরোধ করুন।
  • অবশেষে বলবো- সময়কে হিরার চেয়ে দামি মনে করে কাজে লাগান।
  • আত্মবিশ্বাস রাখুন।
  • আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা ও বিশ্বাস রাখুন।

2024 SSC পরিক্ষার কিছু সাধারণ শর্ত ও নিয়ম-কানুন:

  1. পরিক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে।
  2. নিজ আসনে বসতে হবে।
  3. প্রশ্ন পত্রে দেয়া সময়ের মধ্যেই পরিক্ষা শেষ করতে হবে।
  4. MCQ এবং রচনামূলক বা সৃজনশীল পরিক্ষা অবশ্যই দিতে হবে।
  5. এই ২টির মধ্যে কোনো বিরতি থাকবে না।
  6. ২০ মিনিটে এমসিকিউ দিতে হবে।
  7. ১ ঘন্টা ৪০ মিনিটে সৃজনশীল বা লিখিত অংশের পরিক্ষা দিতে হবে।
  8. পরিক্ষার ৩দিন আগে প্রবেশপত্র নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান থেকে নিয়ে রাখতে হবে।
  9. এমসিকিউ উত্তর পত্র ভাঁজ করা যাবে না।
  10. MCQ এবং লিখিত অংশে আলাদা ভাবে পাশ করতে হবে।
  11. প্রোগ্রাম করা যায় না এমন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
  12. মোবাইল ফোন আনা যাবে না।
  13. পরিক্ষার রেজাল্ট দেয়ার ৭ দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

প্রশ্ন-উত্তর:

২০২৪ সালের এসএসসি পরিক্ষা শুরু কবে?

১৫ ফেব্রুয়ারী ২০২৪ রোজ বৃহস্পতিবার থেকে ২০২৪ সালের SSC পরিক্ষা শুরু হচ্ছে।

প্রথমে কোন পরিক্ষা হবে?

বাংলা ১ম পত্র।

২০২৪ সালের এসএসসি পরিক্ষা শেষ কবে?

১২ মার্চ ২০২৪ লিখিত পরিক্ষা শেষ হবে এবং ২৭ মার্চ ২০২৪ ব্যবহারিক পরিক্ষা শেষ হবে ।

এসএসসি মানে কি?

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট

দেশে বর্তমানে কয়টি শিক্ষা বোর্ড আছে?

৯টি

২০২৪ সালের এসএসসি পরিক্ষার ফলাফল কবে দিবে?

সম্ভবত পরিক্ষা শেষ হওয়ার ২ মাসের মধ্যে ২০২৪ সালের পরিক্ষার ফলাফল দিবে।

সোর্স:
শিক্ষা বোর্ড

Leave a Comment