প্রিয় পাঠক, সবার আগে SSC exam result দেখার জন্য ১০০% সঠিক নিয়ম সহ বিস্তাররিত আলোচনা করবো আজকের পোষ্টে! আজকের এই পোষ্ট আমি আপনাদের সাথে এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার সঠিক ওয়েবসাইট শেয়ার করবো।
SSC পরিক্ষার result দেখার জন্য শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইট ছাড়া, আপনি সঠিক ভাবে অন্য কোথাও আর রেজাল্ট দেখতে পাবেন না।
এখান থেকে আপনি, এসএসসি জেনারেল পরিক্ষার রেজাল্ট, এসএসসি মাদরাসা; বা এসএসসি দাখিল পরিক্ষার রেজাল্ট, এসএসসি কারিগরি/ভোকেশনাল পরিক্ষার রেজাল্ট; বা SSC পরিক্ষার সমমান যেকোনো পরিক্ষার result দেখতে পারবেন।
এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার জন্য কি কি লাগবে?
প্রিয় পাঠক, SSC exam result রেজাল্ট দেখার জন্য আপনার কাছে একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি স্মার্ট ফোন থাকতে হবে! আর হ্যাঁ, আপনার ডিভাইসে অবশ্যই ইন্টারনেট অথবা ওয়াই-ফাই কানেক্ট থাকতে হবে।
এখন শুধু SSC result দেখার জন্য আপনার ডিভাইসে একটি ব্রাউজার থাকতে হবে। যেমন; মজিলা ব্রাউজার বা গুগল ক্রোম ব্রাউজার ইত্যাদি।
মোবাইল ফোনে অবশ্যই একটি ব্রাউজার অ্যাপ থাকতে হবে। যেমনঃ গুগল ক্রোম অ্যাপ, ওপেরা মিনি অ্যাপ বা ইউসি ব্রাউজার অ্যাপ।
SSC পরিক্ষার result দেখার জন্য এখন ব্রাউজারের সবার উপরের অ্যাড্রেস বারে গিয়ে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এর ঠিকানায় প্রবেশ করতে হবে। নিচে সেই সাইটের ঠিকানা দেয়া হলো।
আর হ্যাঁ, এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার জন্য, কত সালে এসএসসি পরিক্ষায় পাশ করেছেন সেটা লাগবে; এসএসসি পরিক্ষার রোল নং লাগবে আর এসএসসি পরিক্ষার রেজিস্ট্রেশন নম্বর লাগবে।
SSC exam result দেখার সঠিক নিয়ম:
SSC পরিক্ষার রেজাল্ট দেখার জন্য আপনাকে নিচের দেয়া ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। এসএসসি পরিক্ষার result দেখার ওয়েব সাইটের লিংক নিচে দেয়া হলোঃ
www.educationboardresults.gov.bd
SSC পরিক্ষার রেজাল্ট দেখার জন্য উপরের লিংকে প্রবেশ করার পরে আপনি নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
প্রিয় পাঠক, এই ওয়েব সাইট হলো SSC result দেখার অফিসিয়্যাল বা শিক্ষা বোর্ডের ওয়েব সাইট ! এই ওয়েবসাইটে সবার আগে এসএসসি বা সমমান পরিক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়।
তাই এখান থেকে আপনি; SSC পরিক্ষার result অথবা এসএসসি দাখিল পরিক্ষা রেজাল্ট বা এসএসসি ভোকেশনাল পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
উপরের ছবিতে দেখতে পাচ্ছেন Examination, Year, Board, Roll, Registration Number এর অপশন রয়েছে।
তাই Examination অপশনে গেলে আপনি jsc, ssc, sss dakhil, ssc Vocational সহ আরো অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে,
SSC/Dakhil অথবা
SSC/Vocational
সিলেক্ট করতে হবে।
এখন আপনাকে Year অপশনে গিয়ে আপনার এসএসসি পাশ করার সাল বা বছর সিলেক্ট করে দিতে হবে। যেমন; আপনি ২০২১ সালে SSC exam দিয়ে থাকলে, রেজাল্ট দেখার জন্য আপনাকে ২০২১ সাল সিলেক্ট করে দিতে হবে।
এরপরে আপনার এসএসসি পরিক্ষার রোল নম্বর এর ঘরে, SSC পরিক্ষার রোল দিতে হবে; এবং রেজিস্ট্রেশনের ঘরে আপনার SSC পরিক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
সর্বশেষে নিচে আপনি দুইটি সংখ্যার যোগ আকারে দেখতে পাবেন। যেমন ৭ + ৫ এমন বা যেকোনো সংখ্যা হতে পারে। সেই দুটি সংখ্যার যোগফল কত হবে, তা হিসেব করে পাশের ফাকা ঘরে লিখে দিবে।
এখন সাবমিট বাটনে চাপ দিলেই আপনার কাঙ্খিত SSC পরিক্ষার result পেয়ে যাবেন! সেই রেজাল্ট আপনি সেভ বা প্রিন্ট করে নিতে পারবেন।
এসএসসি পরিক্ষায় বোর্ড চ্যালেন্স করার নিয়ম জেনে নিন
এসএসসি পরিক্ষর রেজাল্ট সম্পর্কিত প্রশ্ন-উত্তর:
I have passed SSC exam.
Secondary School Certificate.
(সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট)
কেউ SSC পাশ না করলে তাকে আন্ডার মেট্রিক বলে।
এটিঃ dhakaeducationboard.gov.bd
১৯৯৬ থেকে বর্তমান পর্যন্ত রেজাল্ট দেখা যাবে।
এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখতে কোনো টাকা লাগে না।
এসএসসি পরিক্ষার রেজাল্ট ভালো করা জন্য ভালো ভাবে পড়তে হবে।
হাতের লেখা ভালো করতে হবে।
সুন্দর ভাবে পরিক্ষা দিতে হবে।
তাহলে SSC পরিক্ষার রেজাল্ট ভালো হবে।
আত্ম বিশ্বাস থাকলে বোর্ড চ্যালেঞ্জ করবেন।
না হলে, পরের বছর আবার পরিক্ষা দিবেন।
পরিক্ষার খাতা আবারও দেখার জন্য আবেদন।
একটি বিষয়ে ৮০ নম্বর পেতে হবে।
উপরের দেয়া ওয়েব সাইটে সাইন্স বিভাগের রেজাল্ট পাবেন।
উপরের দেয়া ওয়েব সাইটে সাইন্স বিভাগের রেজাল্ট পাবেন।
উপরের দেয়া ওয়েব সাইটে সাইন্স বিভাগের রেজাল্ট পাবেন।
যেখানে প্রাপ্ত নম্বর দেয়া থাকে, সেটাকে মার্ক শীট বলে।
আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাবেন।
আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাবেন।