একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি 2023 pdf free Download

প্রিয় পাঠক, ২০২৩ সালের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি pdf আকারে প্রকাশ পেয়েছে। আজকে আমরা একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে সম্পূর্ণ আলোচনা করবো।

সবার প্রথমে আপনি একাদশ শ্রেণির ২০২৩ সালের ভর্তি বিজ্ঞপ্তি pdf আকারে download করে নিন।

এই সার্কুলারে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ক সকল তথ্য পেয়ে যাবেন। নিচে পিডিএফ বিজ্ঞপ্তি দেয়া হলোঃ

  • বিজ্ঞপ্তির নাম: একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি
  • প্রকাশ তারিখ: ৭ ডিসেম্বর, ২০২২
  • প্রকাশক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
  • বিজ্ঞপ্তির ধরণ: কলেজ ভর্তি
  • ফাইলের ধরণ: পিডিএফ
  • ফাইলের নাম: একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৩ pdf
  • ফাইল সাইজ: ১ MB
  • পৃষ্ঠা সংখ্যা: ৫ টি
  • ডাউনলোড লিংক: নিচে দেয়া হলো-

ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড

একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক তারিখ ও সময়:

অনলাইনে আবেদন শুরু৮/১২/২০২২
আবেদন শেষ১৫/১২/২০২২
আবেদন যাচাই ও সমস্যা সমাধান১৮/১২/২০২২
থেকে
২২/১২/২০২২
বোর্ড চ্যালেঞ্জ করে যাদের ফল পরিবর্তন হবে তারা আবেদন করবে। (এই দিন অন্যরাও নতুন আবেদন করতে পারবে)২৬/১২/২০২২
পছন্দক্রম পরিবর্তনের সময়২৬/১২/২০২২
১ম মেধা তালিকা প্রকাশ হবে৩১/১২/২০২২
রাত ৮ টায়
শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে আবার ফি সহ আবেদন করতে হবে১/১/২০২৩ থেকে ৮/১/২০২৩
২য় পর্যায়ের আবেদন৯/১/২০২৩ থেকে ১০/১/২০২৩ রাত ৮ টা পর্যন্ত
১ম মাইগ্রেশনের ফল প্রকাশ১২/১/২০২৩ রাত ৮ টা
২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ১২/১/২০২৩ রাত ৮ টা
শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে আবার ফি সহ আবেদন করতে হবে১৩/১/২০২৩ থেকে ১৪/১/২০২৩ রাত ৮ টা
৩য় পর্যায়ে আবেদন গ্রহণ১৬/১/২০২৩
২য় মাইগ্রেশনের ফল প্রকাশ১৮/১/২০২৩ রাত ৮ টায়
৩য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ১৮/১/২০২৩ রাত ৮ টায়
৩য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে)১৯/১/২০২৩ থেকে
২০/১/২০২৩
ভর্তি কার্যক্রম২২/১/২০২৩ থেকে
২৬/১/২০২৩ পর্যন্ত
একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে১ ফেব্রুয়ারী ২০২৩
একাদশ ভর্তির তারিখ ও সময়

একাদশ শ্রেণির ভর্তির শর্ত ও যোগ্যতা সমূহ:

যারা যারা ২০২০, ২০২১ ও ২০২২ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

উক্ত ২০২০, ২০২১ ও ২০২২ সালের মধ্যে দেশের যেকোনো শিক্ষা বোর্ড হতে পাশ হতে হবে। অথবা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পাশ হতে হবে।

কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এসএসসি পাশ করলেও একাদশ শেণিতে ভর্তির আবেদন করা যাবে। বিদেশ থেকে যারা সমমান পাশ করবে- তারাও একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।

অনলাইন মাধ্যমে একাদশ শ্রেণির ভর্তির জন্য আবেদন করতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা একজন শিক্ষার্থী- বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে আবেদন করতে পারবেন।

আর মানবিক গ্রুপ থেকে পাশ করা শিক্ষার্থীরা মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপে আবেদন করতে পারবেন।

আবার ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে পাশ করা শিক্ষার্থী- মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপে আবেদন করতে পারবেন।

আবার সকল গ্রুপের শিক্ষার্থীরা চাইলে- গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপে আবেদন করতে পারবেন।

একাদশ শ্রেণির ভর্তিতে শিক্ষার্থী সিলেক্ট করার নিয়ম:

আমরা সবাই জানি, একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো রকম ভর্তি পরিক্ষা নেয়া হবে না।

কেবল মাত্র শিক্ষার্থীদের এসএসসি পরিক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এই পদ্ধতিতে যার জিপিএ বেশি থাকবে- তাকে ভর্তির ক্ষেত্রে আগে স্থান দেয়া হবে। তবে যাদের সিজিপিএ বা জিপিএ সমান হবে- তাদের প্রাপ্ত নম্বর দেখা হবে।

আবার বিজ্ঞান বিভাগে ভর্তি ক্ষেতে সাধারণ গণিত, উচ্চতর গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর দেখা হবে।

এর পরেও জটিলতা থাকলে, পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত নম্বর দেখা হবে।

উপরের মতো করে মানবিক ও ব্যবসায় শাখায় আবেদনকৃত শিক্ষর্থীদের মেধা তারিকা তৈরি করা হবে।

মানবিকের জন্য ইংরেজি, গণিত ও বাংলা বিষয় এবং ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে তাদের প্রধান সাবজেক্টে প্রাপ্ত নম্বর দেখা হবে।

আর যাদের পোষ্য কোটা আছে বা মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা রয়েছে তারা বিশেষ ছাড় পাবেন। এই কোটার মোট পরিমান ৭%।

অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন করার নিয়ম:

২০২৩ সালে একাদশ শ্রেণিতে শুধু মাত্র অনলাইনেই আবদেন করতে হবে। অনলাইনে আবেদন করার ওয়েব সাইট হলো:

  • xiclassadmission.gov.bd

শিক্ষা বোর্ড অনুমোদিত অনলাইন মাধ্যমে আবেদন করতে ১৫০ টাকা আবেদন ফি ধরা হয়েছে।

আবেদন করার সময় একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫ টি কলেজ নির্বাচন করতে পারবে এবং সর্বোচ্চ ১০ টি কলেজ নির্বাচন করতে পারবে।

শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী তাকে ১টি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ও কলেজে ভর্তি হতে হবে।

চান্সপ্রাপ্ত কলেজ থেকে ভর্তির ফি বাবদ টাকার পরিমান জেনে নিতে হবে। স্থান ভেদে কলেজের ভর্তির মোট টাকার পরিমান আলাদা হতে পারে।

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও, শিক্ষার্থীরা চাইলে তাদের ভর্তির গ্রুপ পরিবর্তন করতে পারবে।

তবে সাইন্স থেকে পাশ করা শিক্ষার্থীরা, অন্য গ্রুপে ভর্তি হয়ে গেলে- আর পরবর্তীতে সাইন্স গ্রুপে ফিরে আসতে পারবে না।

FAQ (কিছু প্রশ্ন-উত্তর):

২০২৩ সালে একাদশ শ্রেণিতে কারা আবেদন করতে পারবে?

যারা শুধু মাত্র ২০২০, ২০২১ ও ২০২২ সালে SSC বা সমমান পাশ তারা আবেদন করতে পারবে।

কোথায় আবেদন করতে হবে?

শুধু মাত্র অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।

কোন ঠিকানায় আবেদন করতে হবে?

এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে:
xiclassadmission.gov.bd

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কত পয়েন্ট পেতে হবে?

শুধু এসএসসি পাশ করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফি কত টাকা?

অনলাইন আবেদন ফি ১৫০ টাকা।

একাদশ শ্রেণিতে ভর্তির মোট ফি কত টাকা?

ভর্তি ফি দেশের বিভিন্ন স্থানের কলেজে ভিন্ন ভিন্ন হতে পারে।
তবে কলেজ ভেদে ১৫০০ টাকা থেকে ৮৫০০ টাকা ভর্তির মোট ফি হতে পারে।

অনলাইনে আবেদন শুরু হবে কবে থেকে?

৮ ডিসেম্বর ২০২২ থেকে।

সর্বশেষ কবে আবেদন করা যাবে?

২৬ ডিসেম্বর ২০২২

কলেজে ভর্তি হতে হবে কবে?

জানুয়ারী মাসের ২২ তারিখ ২০২৩ থেকে ২৬ জানুয়ারী ২০২৩ তারিখের মধ্যে ভর্তি হতে হবে।

২০২৩ সালে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে কবে থেকে?

১ ফেব্রুয়ারী ২০২৩ থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

একাদশ ভর্তি হেল্প লাইন নম্বর কি কি?

নিচের নম্বরে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টায় ফোন করা যাবে।
01706-504169
01305-703874
01706-504179
01768-682240
01789-028173
01729-722561
01789-028041

Leave a Comment