এইচএসসি বাংলা সিলেবাস ২০২৪ pdf সহ Download করুন

প্রিয় পাঠক, ২০২৪ সালের এইচএসসি ফাইনাল পরিক্ষার বাংলা সিলেবাস প্রকাশ পেয়েছে। এইচএসসি বাংলা পাঠ্যসূচি নিয়ে আজ আলোচনা করবো।

বাংলাদেশ শিক্ষা বোর্ড, “২০২৪ সালের এইচএসসি পরিক্ষার পাঠ্যসূচি” নাম দিয়ে pdf আকারে এই সিলেবাস প্রকাশ করেছে।

সেখানে বাংলা বিষয়ে কি কি পড়তে হবে, তা একটি তালিকা আকারে দেওয়া রয়েছে।

নিচে বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্র HSC ২০২৪ সালের pdf সিলেবাস বা পাঠ্যসূচি সহ বিস্তারিত দেওয়া হলো।

বাংলা ১ম পত্র এইচএসসি সিলেবাস ২০২৪:

  • সিলেবাসের নাম: ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার পাঠ্যসূচি
  • বিষয়: বাংলা ১ম পত্র
  • বিষয় কোড: ১০১
  • পূর্ণ নম্বর: ১০০
  • তত্ত্বীয় নম্বর: ১০০
  • ব্যাবহারিক নম্বর: নেই
  • পরিক্ষার বছর: ২০২৪
  • সিলেবাসের পৃষ্ঠা: ৩
  • সাইজ: ১ এমবি
  • Pdf এর নাম: HSC Bangla 1 pdf
  • ডাউনলোড লিংক: নিচে-

ডাউনলোড করুন

২০২৪ সালে এইচএসসি বাংলা ১ম থেকে যা যা পড়তে হবে তার সিলেবাস নিচের টেবিলে দেওয়া হলো:

গদ্যঃকবিতাঃ
১। আপরিচিতা১। সোনার তরী
২। বিলাসী২। বিদ্রোহী
৩। আমার পথ৩। প্রতিদান
৪। মানব-কল্যাণ৪। তাহারেই পরে মনে
৫। মাসি-পিসি৫। আঠারো বছর বয়স
৬। বায়ান্নর দিনগুলো৬। ফেব্রুয়ারী ১৯৬৮
৭। রেইনকোট৭। আমি কিংবদন্তির কথা বলছি
উপন্যাসঃনাটকঃ
লাল সালুসিরাজউদ্দৌলা
(টেবিল)

বাংলা ২য় পত্র HSC সিলেবাস ২০২৪:

  • সিলেবাসের নাম: ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার পাঠ্যসূচি
  • বিষয়: বাংলা ২য় পত্র
  • বিষয় কোড: ১০২
  • পূর্ণ নম্বর: ১০০
  • তত্ত্বীয় নম্বর: ১০০
  • ব্যাবহারিক নম্বর: নেই
  • পরিক্ষার বছর: ২০২৪
  • সিলেবাসের পৃষ্ঠা: ৩
  • সাইজ: ১ এমবি
  • Pdf এর নাম: HSC Bangla-2 pdf
  • ডাউনলোড লিংক: নিচে-

ডাউনলোড করুন

এই বাংলা ২য় সিলেবাসে যা যা পড়তে হবে, তা নিচে দেওয়া হলো:

  1. বাংলা উচ্চারণের নিয়ম
  2. বাংলা বানানের নিয়ম
  3. আমাদের বাংলা ভাষার ব্যাকরিণক শব্দশ্রেণি
  4. বাংলা শব্দ গঠন: উপসর্গ ও সমাস
  5. বাক্যতত্ত্ব
  6. বাংলা ভাষার অপপ্রয়োহ ও শুদ্ধ প্রয়োগ

এছাড়াও প্রবন্ধ অংশ থেকে পড়তে হবে: যেমন-

  1. বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র
  2. সারাংশ ও সারমর্ম
  3. ভাবসম্প্রসারণ
  4. সংলাপ
  5. খুদে গল্প রচনা
  6. প্রবন্ধ রচনা:
    • নৈতিকতা ও মূল্যবোধ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • জাতীয় চেতনা
    • শিল্প ও অর্থনীতি
    • সাম্প্রতিক বিষয়

FAQ:

২০২৪ সালে এইচএসসি বাংলা ১ম থেকে কি কি গদ্য পড়তে হবে?

মোট ৭ টি গদ্য পড়তে হবে। এগুলো হলো: অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব-কল্যাণ, মাসি-পিসি, বায়ান্নার দিনগুলো এবং রেইনকোট।

২০২৪ এইচএসসি বাংলার জন্য কি কি কবিতা পড়তে হবে?

বাংলা ১ম থেকে মোট ৭টি কবিতা পড়তে হবে। এগলো হলো: সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারেই পড়ে মনে, আঠারো বছর বয়স, ফেব্রুয়ারী ১৯৬৯ এবং আমি কিংবদন্তির কথা বলছি।

hsc বাংলা সিলেবাস ২০২৪ এ পূর্ন মান কত?

পূর্ণমান ১০০ করে। অর্থাৎ বাংলা ১ম পত্রে ১০০ নম্বর এবং বাংলা ২য় পত্রে ১০০ নম্বর। এই মোট ২০০ নম্বর।

এইচএসসি পরিক্ষায় বাংলা ব্যাকরণ অংশ থেকে কত নম্বরের প্রশ্ন থাকে?

ব্যাকরণ অংশ থেকে ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বরের প্রশ্ন করা হয়। আর প্রবন্ধ বা রচনা অংশ থেকে ৭০ নম্বরের প্রশ্ন করা হয়।

Leave a Comment