নতুন পদে সমাজসেবা অধিদপ্তর ২০২৫ সালের সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী, সমাজসেবা অফিসের প্রধান সহকারী, কম্পিউটার অপারেটর, ফিল্ড অফিসার সহ অনেক ভালো ভালো পদে নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে।
SSC পাশ করেও সমাজসেবা অফিসের এই সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন।
মেয়েরা সমাজসেবা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।
মেয়েরা নার্স হিসেবে সমাজসেবা অধিদপ্তরে সরকারি চাকরির সুযোগ পাবেন।
কেবল SSC বা HSC পাশ করেও সমাজসেবা অধিদপ্তরে সরকারি চাকরিতে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন।
প্রিয় পাঠক, সমাজকর্মী পদের সার্কুলার এবং এই সর্কুলার সম্পূর্ণ আলাদা। ২টি সার্কুলার আলাদ সময়ে প্রকাশ হয়েছে।
নিচে সমাজকর্মী পদের সার্কুলার দিলাম। সেটা দেখে নিতে পারেন।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য সহ সমাজসেবা অধিদপ্তরের ২০২৪ সালের নিয়োগ বিজ্ঞপ্তি PDF নিচে দিলাম।
সমাজসেবা নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:
- সাল: ২০২৪
- আবেদন শুরু: ০১-০৪-২০২৪
- আবেদন শেষ: ২১-০৪-২০২৪
- অনলাইনে আবেদন করতে হবে
- চাকরির ধরণ: সরকারি চাকরি
- বয়স: ৩০ বছর (সাধারণ প্রার্থী)
- ফি: ২২৩ টাকা ও ১১২ টাকা
- মোট পদ: ৩২টি
সমাজ সেবা অধিদপ্তরে চাকরির বিভিন্ন পদের তালিকা:
কি কি পদে সমাজসেবা অফিসে চাকরি করতে পারবেন তা সবার জানা দরকার।
তাই সমাজসেবার নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে নিচে সমাজসেবা অফিসে চাকরির সকল পদের নামের তালিকা দিয়ে দিলাম।
আবার চাকরির পদ ও নামের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরে সকল চাকরির গ্রেড ও মূল বেতন দিয়ে দিলাম:
- প্রধান সহকারী, ১৩ গ্রেড, মূল বেতন ১১ হাজার টাকা
- কম্পিউটার অপরেটর, গ্রেড ১৩, মূল বেতন ১১ হাজার টাকা
- সাঁট লিপি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, মূল বেতন ১১ হাজার টাকা
- ইন্সট্রাক্টর ও ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স, গ্রেড ১৪, বেতন ১০২০০ টাকা
- স্টেরিও টাইপিং অপারেটর, গ্রেড ১৪, বেতন ১০২০০ টাকা
- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪, বেতন ১০২০০ টাকা
- ফিল্ড সুপারভাইজার গ্রেড ১৪, বেতন ১০২০০ টাকা
- শিক্ষক অথবা গ্র্যাজুয়েট টিচার, গ্রেড ১৪, বেতন ১০২০০ টাকা
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড ১৬ বেতন ৯৩০০ টাকা
- হিসাব সহকারি, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- স্টোর কিপার, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- টেলিফোন অপারেটর, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- বেঞ্চ সহকারী, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- নার্স, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- কম্পাউন্ডার, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- গাড়ীচালক, গ্রেড ১৬, বেতন ৯৩০০ টাকা
- ফটোকপি অপারেটর, গ্রেড ১৮, বেতন ৮৮০০ টাকা
- কারিগরি প্রশিক্ষক গ্রেড ১৮, বেতন ৮৮০০ টাকা
- হেল্পার, ফিডার, আয়া, এ্যাটেনডেন্ট, দারোয়ান, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, মালী, পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক, বার্তাবাহক, গ্রেড ২০ এবং মূল বেতন ৮২৫০ টাকা
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন ফর্ম:
সকল চকারি প্রার্থীকে সমাজসেবা অধিদপ্তরে অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইন ছাড়া সরাসরি বা অন্য মাধ্যমে আবেদন গ্রহণ করা হবেনা।
dss.teletalk.com.bd এই ওয়েব সাইটে গেলে সমাজসেবা অধিদপ্তরে চাকরির আবেদন করার জন্য নতুন ফর্ম পাওয়া যাবে।
সেই ফর্ম অনলাইনে পূরণ করতে হবে।
সমাজ সেবা অধিদপ্তরের চাকরিতে আবেদন করতে কি কি লাগবে:
প্রার্থী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদের জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার সকল সনদ থাকতে হবে। যেমন:
- কম্পিউটার অপারেটর কিংবা ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে ও সফল ভাবে নিয়োগ পেতে আপনার কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক সার্টিফিকেট থাকতে হবে।
- আবার মুদ্রাক্ষরিক বা সাঁটলিপিতে নিয়োগ পেতে হলে টাইপিং স্পিড যথাযথ থাকতে হবে। সাঁটলিপি জানা থাকতে হবে। সাঁটলিপির সনদ চাইলে সনদ দেখাতে হবে।
- যারা ড্রাইভার পদে আবেদন করবেন তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স এর পাশাপাশি গাড়ি চালানোর সক্ষমতা থাকতে হবে।
- ট্রেড কোর্সের ক্ষেত্রে সেই কোর্সের সনদ থাকতে হবে।
- টেলিফোন অপারেটর ও ফটোকপি মেশিন অপারেট করার জন্য উক্ত যোগ্যতার প্রমাণ ও অভিজ্ঞতা থাকতে হবে।
এরপরে প্রার্থীর রঙিন ছবি লাগবে। ৩০০ বাই ৩০০ পিক্সেল ও ১০০ কেবি এর মধ্যে থাকতে হবে।
প্রার্থী সাক্ষর প্রয়োজন হবে। সাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেল এবং ৬০ কেবি এর মধ্যে থাকতে হবে।
এছাড়াও আবেদন করার সময় প্রার্থীর বাবা মায়ের নাম বাংলা ও ইংরেজিতে, প্রার্থীর ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও পাশের তথ্য ইত্যাদি সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিতে হবে।
User ID পেলে সেটা ব্যবহার করে অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে SMS পদ্ধিতে টাকা প্রদান করতে হবে।
নিচে সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির PDF ফাইল দিলাম। বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে বুঝে আবেদন করুন।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড করুন:
- বিজ্ঞপ্তির নাম: সমাজসেবা অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি
- সাল: ২০২৪ সাল
- প্রকাশক: সমাজসেবা অধিদপ্তর
- বিজ্ঞপ্তির ধরণ: পিডিএফ
- পিডিএফ সাইজ: ১ এমবি
- ডাউনলোড করুন: নিচে থেকে:
কিছু প্রশ্ন-উত্তর:
সামাজিক উন্নয়নমূলক কাজ সমাজসেবা অফিসকে করতে হয়। যেমন প্রতিবন্ধি ব্যক্তিতের সুবিধা ও ভাতা দেওয়া, সমাজের অনগ্রসর জনগোষ্ঠীদের চিহ্নিত করে সেবা দান ইত্যাদি।
SSC, HSC এবং অনার্স পাশ করে আপনি সমাজসেবার যেকোনো পদে আবেদন করতে পারবেন। আবার বিশেষ কোনো টেকনিক্যাল পদ যেমন প্রশিক্ষক, কম্পিউটার অপারেট কিংবা ড্রাইভার পদে চাকরির জন্য উক্ত যোগ্যতা থাকতে হবে।