সরকারি চাকরির বাজারে মেয়েরা বর্তমানে বেশ এগিয়ে। আজ আমি আলোচনা করব মেয়েদের জন্য বেস্ট ৭টি সরকারি চাকরি নিয়ে।
যে সকল চাকরি মেয়েরা সহজে পেতে পারেন, সাথে সম্মানজনক চাকরি সহ বেতন ও সুবিধা ভালো এমন চাকরিকে আমি তালিকায় রাখার চেস্টা করেছি।
তাহলে চলুন মেয়েদের জন্য বেস্ট সরকারি চাকরির তালিকা দেখে নিই।
মেয়েদের জন্য বেস্ট ৭টি সরকারি চাকরির তালিকা:
১। প্রাইমারী স্কুলের শিক্ষিকা:
আমাদের দেশে মেয়েদের জন্য সবচেয়ে জনপ্রিয় ও সম্মানজনক সরকারি চাকরি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের জন্য আলাদা কোটা থাকার কারণে এই চাকরি মেয়েদের মধ্যে আরো বেশি জনপ্রিয় হয়েছে।
আবার প্রাইমারি স্কুলে চাকরির অনেক সুবিধার মধ্যে বড় সুবিধা হলো এই চাকরির নিয়োগ হয় নিজ এলাকা বা এলাকার আশেপাশে।
আবার সরকারি চাকরির মধ্যে স্কুলের শিক্ষকদের ছুটি সবচেয়ে বেশি থাকে।
তাই বলা যায় সরকারির প্রাথমিক বিদ্যালয়ের চাকরি মেয়েদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
২। হেল্থ বা পরিবার পরিকল্পনার সরকারি চাকরি:
আমাদের দেশে পরিবার পরিকল্পনার চাকরি মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়।
অনেকে তো মনে করেন যে এই সরকারি জব কেবলই মেয়েদের জন্য। যদিও ছেলেরাও পরিবার পরিকল্পনাতে চাকরি করতে পারেন।
যাইহোক, পরিবার পরিকল্পনার চাকরি অনেক ইন্টারেস্টিং। মেয়েরা এই চাকরি অনেক উপভোগ করে থাকেন।
বেতন ও সুবিধা ভালো। চাকরিতে কাজের চাপ সহনীয়। মেয়েদের জন্য উপযুক্ত, বিধায় এই চাকরি অনেক জনপ্রিয়।
৩। বিসিএস ক্যাডার:
বিসিএস ক্যাডার হওয়ার দৌড়ে আমাদের দেশের মেয়েরা বেশ এগিয়ে।
বর্তমানে বিসিএস ক্যাডার হয়ে সরকারি কর্মকর্তা হতে প্রতিবছর অসংখ্যা মেয়েরা বিসিএস পরিক্ষায় অংশ নিচ্ছেন এবং সফল হচ্ছেন।
আমাদের দেশে বর্তমানে বিসিএস ক্যাডারদের ব্যক্তিগত সফলতা ও সম্মানের সাথে তার পরিবার এবং এমনকি তার নিজ এলাকেও সম্মানিত করে তোলে।
আবার বর্তমানে কোনো মেয়ে বিসিএস ক্যাডার হলে তাকে বিশেষ সম্মানের আসনে স্থান দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এমন সফলতার খবর দেখে অনেক অভিভূত হই ও উচ্ছাস প্রকাশ করি।
৪। বাংলাদেশ ব্যাংকের চাকরি:
বাংলাদেশ ব্যাংকের চাকরি অনেক আকর্ষনীয়। এছাড়াও ব্যাংকে চাকরি অনেক নিরাপদ ও অফিসিয়্যাল স্বস্তির কাজ।
যদিও ব্যাংকের চাকরিতে কাজের চাপ বেশি, তবে মেয়েরা অফিসে বসে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন।
ব্যাংকের সরকারি চাকরিতে প্রতিবছর অনেক পদে নিয়মিত সার্কুলার প্রকাশ হয় বিধায় ছেলে-মেয়ে সবাই এই চাকরিকে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রেখেছেন।
৫। সরকারি ডাক্তার:
আমাদের দেশে ডাক্তারি পড়া মেয়েদের জন্য যেনো একটি স্বপ্ন। এরই ধারাবাহিকতায় দেশে প্রতিবছর অসংখ্যা মেয়েরা ডাক্তারি পড়ে ও পাশ করে বের হচ্ছেন।
এমবিবিএস ডাক্তার হিসেবে তারা সরকারি চাকরিতে যোগদান করছেন।
মেয়েদের জন্য ডাক্তারি পেশা অনেক সম্মানজনক। আমাদের দেশের প্রতিটি সরকারি হাসপাতালে গেলে সেখানে মহিলা চিকিৎসক দেখা যায়।
এর মাধ্যমে আমরা মেয়েদের জন্য ডাক্তারি পেশার জনপ্রিয়তা সহজে অনুমান করতে পারি।
৬। নার্সিং চাকরি:
আমাদের দেশের সকল সরকরি হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ঘন্টা সেবা দানের জন্য সিনিয়র স্টাফ নার্স ও নার্স নিয়োজিত থাকেন।
নার্সিং পেশা একটি মহৎ পেশা। আমাদের দেশের নার্সিং কলেজের সংখ্যা ও এর শিক্ষার্থী থেকে এর জনপ্রিয়তা সহজে অনুমান করা যায়।
এছাড়া বলা যায় নার্সিং পেশায় মেয়েদের জন্য একক আধিপত্য রয়েছে। এজন্য আমাদের দেশে মেয়েদের মধ্যে নার্সিং চাকরি অনেক জনপ্রিয়।
৭। কম্পিউটার অপারেটর সরকারি চাকরি:
খুবই ইন্টারেস্টিং একটি সরকারি জব হচ্ছে কম্পিউটার অপারেটরের জব।
দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর কিংবা অনুপরুপ পদ রয়েছে।
আর এই ধরনের চাকরিতে মেয়েরা সহজেই নিয়োগ পেতে পারেন যদি তাদের কম্পিউটার কোর্সে পারদর্শিতা থাকে।
বলে রাখা ভালো যে, কম্পিউটার অপারেটরের চাকরির সার্কুলার দেশে বিদ্যামান সকল চাকরির তুলনায় অধিক।
আবার কম্পিউটার অপারেট পদে নিজের এলাকায় নিয়োগ পাওয়া যায়। কারণ এই চাকরির গ্রেড সাধারণত ১৩ থেকে ১৬ এর মধ্যে হয় এবং নিজস্ব জোনে নিয়োগ হয় বেশি।
প্রিয় পাঠক, উপরের আমারা মাত্র ৭টি জনপ্রিয় সরকারি চাকরির কথা বলেছি। এই চাকরির বাহিরেও আরো অনেক সরকারি চাকরি রয়েছে যেখানে মেয়েরা অনেক সুনামের সাথে কাজ করে যাচ্ছে।