প্রিয় বিসিএস প্রত্যাশী, ৪৬তম বিসিএস পরিক্ষায় আবেদন পত্র ফরম-১ অনলাইনে পূরণ করতে হবে।
- আবেদন শুরু: ১০ ডিসেম্বর ২০২৩
- আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৩
এসএমএম এর মাধ্যমে বিসিএস পরিক্ষার আবেদন ফি জমা দিতে হবে এবং অ্যাডমিট কার্ড প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রকাশ করবে।
এজন্য, প্রত্যক বিসিএস প্রার্থীকে সম্পূর্ণ নির্দেশনা ভালোমত পড়ে, বুঝে আবেদন ফর্ম-১ পূরণ করতে হবে।
কারন আবেদন করে টাকা জমা দেয়ার পরে আর আবেদন কপির কোনো প্রকার তথ্য পরিবর্তন করা যাবে না।
৪৬তম বিসিএস পরিক্ষার জন্য কোথায় গিয়ে আবেদন করতে হবে?
বিসিএস পরিক্ষার জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা (bpsc.teletalk.com.bd) এই ওয়েব সাইটে আথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (www.bpsc.gov.bd) এই ওয়েব সাইটে বিসিএস পরিক্ষার জন্য আবেদন করতে পারবেন।
উক্ত সাইটে গিয়ে ৪৬তম বিসিএস পরিক্ষায় অনলাইন বিসিএস আবেদন ফর্ম (BPSC Form-1) পূরণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বিসিএস পরিক্ষায় আবেদন ফি বাবদ টাকা জমা দিতে হবে।
একজন প্রার্থী ১ বারের বেশি বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারবে না।
কোনো প্রকার ভূল, মিথ্য তথ্য দিলে আবেদন বাতিল হবে।
৪৬ তম বিসিএস এ ভিন্ন ক্যাডারের জন্য ভিন্ন ফর্ম:
সাধারণ ক্যাডার (General Cadres) , টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার (Technical/Professional Cadres); সাধারণ ও টেকনিক্যাল/প্রফেশনাল উভয় ক্যাডার (General and Technical/Professional Cadres(Both Cadre) এর জন্য ওয়েব সাইটে ভিন্ন ভিন্ন BPSC Form-1 পাওয়া যাবে।
প্রত্যক প্রার্থীর বিসিএস পরিক্ষায় নিজ ক্যাডার চাহিদা অনুযায়ী ফর্ম বাছাই করে পূরণ করতে হবে, BPSC Form-1 পূরণ করা সময় যদি ফরমের কোনো অংশ অসম্পূর্ণ থাকে তাহলে তা মেসেজ আকারে দৃশ্যমান হবে। পরে তা দেখে দেখে আবার পূরণ করতে হবে।
৪৬তম বিসিএস পরিক্ষায় আবেদন ফরমে ফটো ও সিগনেচার আপলোড করার নিয়ম:
৪৬ তম বিসিএস Online Application Form -এ Photo এবং Signature সঠিক ভাবে আপলোড করতে হবে! ফটো আবশ্যই ৩ মাসের মধ্যে তোলা হতে হবে।
বিসিএস আবেদন ফরমে দেয়ার জন্য ফটোর সাইজ হতে হবে ৩০০ X ৩০০ পিক্সেলের। ফটোর সাইজ এর কম বা বেশি হওয়া যাবে না! আর ফটোর ফাইল সাইজ ১০০ কেবি (100 KB) এর বেশি হওয়া যাবে না।
আর ফটো অবশ্যই রঙিন হতে হবে। বিসিএস আবেদনের জন্য সাদা-কালো ফটো দেয়া যাবেনা।
আবার বিসিএস আবেদন ফরমে প্রার্থীর Signature ঠিক ৩০০ X ৮০ Pixel হতে হবে আর এর ফাইল সাইজ 60 KB এর বেশি হওয়া যাবে না।
বিসিএস আবেদন ফরমের নির্দিষ্ট স্থানে যদি প্রার্থীর ফটো এবং সাইন/সিগনেচার না থাকে তাহলে- বিসিএস পরিক্ষার আবেদন ফরম বাতিল হয়ে যাবে।
৪৬ তম বিসিএস আবেদন ফরম pdf আকারে ডাউনলোড করুন:
আরো ভালো ভাবে আবেদন প্রক্রিয়া বিস্তারিত জানার জন্য এবং সমস্ত নিয়ম জানার জন্য বিসিএস পরিক্ষার আবেদন ফরম পিডিএফ আকারে ডাউনলোড করে পড়ে নিবেন।
আবেদন সংক্রান্ত নির্দেশনাটি মোট ৩৯ পৃষ্ঠার।
pdf ফাইল আকারে দেয়া আছে।
আবেদন করার সকল নিয়ম এখানে দেয়া আছে।
এই নির্দেশনাটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে ৪৬ তম বিসিএস পরিক্ষার আবেদনের নির্দেশনার জন্যই প্রকাশ করা হয়েছে।
৪৬ তম বিসিএস আবেদন নির্দেশনাটির pdf নিচে দেয়া হলোঃ
বিসিএস আবেদন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর:
অনার্স বা ৪ বছরের সমমানের ডিগ্রি লাগবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
২১ বছর বয়স থেকে।
কোটা ছাড়া সাধারণ প্রার্থীর জন্য ৭০০ টাকা।
এবং কোটা ও বিশেষ সুবিধাপ্রাপ্তদের ১০০ টাকা।
প্রিলিমিনারি পরিক্ষা হয় ২০০ নম্বরের।
লিখিত হয় ৯০০ নম্বরের।
এবং ভাইভা হয় ২০০ নম্বরের উপর।
কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারণ করা হবে।
মোট ৫০% বা মোট ৪৫০ নম্বর পেতে হবে।
মোট ৪৫০ পেলে পাশ হবে। আপনি ১টি বিষয়ে যত নম্বরই পান সমস্যা নেই।
মোট ৩ লক্ষ ৩৮ হাজার আবেদনকারী ৪৬ তম বিসিএস পরিক্ষার জন্য আবেদন করেছে।