বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বা বিইউপি তে ২০২৫ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।
বিইউপির নিয়ম হলো- প্রথমে সকলকে প্রাথমিক আবেদন করতে হবে।
এরপরে, বিইউপি কর্তৃপক্ষ যাদের কে যোগ্য মনে করবে, তাদের লিস্ট প্রকাশ করবে। সেই লিস্টে যাদের নাম থাকবে, কেবল তারা ভর্তি পরিক্ষা দিবে।
এছাড়া ২০২৫ সালের বিইউপি ভর্তি পরিক্ষার সকল তথ্য ও PDF সার্কুলার বা বিজ্ঞপ্তি নিচে দেয়া হলো:
- বিইউপি ভর্তি বছর ২০২৪ সাল
- এবছর বিইউপিতে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ রয়েছে
- অনলাইন আবেদন শুরু ১৭ ডিসেম্বর ২০২৩
- আবেদন শেষ হবে ৪ জানুয়ারী ২০২৪
- যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ৭ জানুয়ারী ২০২৪
- অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু ১৪ জানুয়ারী ২০২৪
- বিইউপিতে ভর্তি পরিক্ষা হবে: ১৯ ও ২০ জানুয়ারী ২০২৪
- Merit List প্রকাশ হবে ২৩ জানুয়ারী ২০২৪
- SSC & HSC পরিক্ষার উপর ১০% + ১০% নম্বর আছে।
- ১টি ভুল উত্তর দিলে ০.২৫ নম্বর করে কাটা হবে
- ভাইভাতে ১০% নম্বর আছে।
- আর ভর্তি পরিক্ষার মোটকে ৭০% নম্বর ধরা হবে।
- ভর্তি আবেদন ফি- ১ হাজার ৫০ টাকা
- বিইউপির ভর্তি আবেদনের সাইট:
- https://admission.bup.edu.bd
- ভর্তির সার্কুলার নিচে দিলাম।
বিইউপি তে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত:
BUP তে মোট চারটি ইউনিট রাখা হয়েছে। এগুলো হলো:
- ফ্যাকাল্টি অব আর্স এন্ড সোস্যাল সাইন্স (FASS)
- ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস (FBS)
- ফ্যা. অব সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (FSSS)
- ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড টেকনোলোজি (FST)
বিইউপির এই ৪ টি ইউনিটে আবেদন করার জন্য কেমন যোগ্যতা, কত সালে পাশ বা কত পয়েন্ট এবং কত নম্বরের পরিক্ষা হবে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
বিইউপি তে ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তি ২০২৫ PDF:
BUP Admission Circular 2025 Pdf ফাইল আকারে নিচে দেয়া হলো। ডাউনলোড করে নিন।
(আর হ্যাঁ। বিইউপি তে ভর্তি পরিক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি ইংরেজি তে দেয়া আছে। তাই বাংলায় বিজ্ঞপ্তি ভালো করে বোঝার জন্য আমাদের এই পোষ্ট সম্পূর্ণ পড়ে নিতে পারেন।)
বিউপি ভর্তির সার্কুলার |
---|
২০২৪ সালের বিইউপি ভর্তির সার্কুলার pdf |
২০২৩ সালের বিইউপি ভর্তির সার্কুলার pdf |
২০২২ সালের বিইউপি ভর্তির সার্কুলার pdf |
ফ্যাকাল্টি অব আর্স এন্ড সোস্যাল সাইন্স ইউনিটে ভর্তি আবেদনের বিস্তারিত ২০২৫:
বিইউপির ফ্যাকাল্টি অব আর্স এন্ড সোস্যাল সাইন্স ইউনিটে আর্স, কমার্স ও সাইন্সের সকল ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন।
আর প্রত্যক ছাত্র-ছাত্রীকে অবশ্যই ২০২৪ সালের এইচএসসি পরিক্ষায় পাশ করতে হবে।
বিইউপির এই ইউনিটে ভর্তির জন্য সাইন্স, আর্স ও কমার্সের সকল স্টূডেন্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন:
- সাইন্স এর জন্য: SSC + HSC মিলিয়ে মোট ৯ পয়েন্ট হতে হবে, আর এসএসসি ও এইচএসসি যেকোনোটিতে ৪.৫০ পয়েন্ট এর কম থাকা যাবে না।
- কমার্স এর জন্য: SSC + HSC মিলিয়ে মোট ৮.৫০ (সারে আট) পয়েন্ট লাগবে, আর এসএসসি ও এইচএসসিতে ৪ (চার) পয়েন্ট এর কম থাকা যাবে না।
- আর্স বা মানবিক এর জন্য: SSC + HSC মিলিয়ে মোট ৮ পয়েন্ট হতে হবে, আর এসএসসি ও এইচএসসিতে ৪ (চার) পয়েন্ট এর কম থাকা যাবে না।
- আর যদি কেউ বিদেশ থেকে বা অন্য কোনো কারিকুলাম থেকে পাশ করে- তাদেরকে নির্দিষ্ট শর্ত পূরন করতে হবে।
বিইউপির এই সোস্যাল সাইন্স বা সমাজ বিজ্ঞান ইউনিটে মোট ১০০ নম্বরের MCQ পরিক্ষা দিতে হবে।
FASS ইউনিটের পরিক্ষার মান বন্টন:
পরিক্ষার বিষয় | নম্বর |
ইংরেজি | ৪০ |
সাধারণ জ্ঞান | ৪০ |
বাংলা | ২০ |
বিইউপির এই ইউনিটে অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে অনার্স করার জন্য।
তবে, কেউ যদি এসএসসি বা এইচএসসি পরিক্ষায় ইংরেজিতে এবং অর্থনীতিতে এ- এর কম পায় সে, ইংরেজি এবং অর্থনীতি সাবজেক্ট চয়েজ দিতে পারবে না।
বাকি অন্যান্য যে কোনো সাবজেক্ট চয়েজে দিতে পারবে।
বিইউপি ভর্তি পরিক্ষার ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস ইউনিটে আবেদনের বিস্তারিত ২০২৫:
বিইউপির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস ইউনিটে সাইন্স, কমার্স ও আর্সের সকল ছাত্র ছাত্রী আবেদন করতে পারবে।
- সাইন্স এর জন্য SSC + HSC মিলিয়ে মোট ৯ পয়েন্ট হতে হবে, আর এসএসসি ও এইচএসসির যে কোনোটিতে ৪.২৫ পয়েন্ট এর কম থাকা যাবে না।
- কমার্স এর জন্য SSC + HSC মিলিয়ে মোট ৮.৫০ (সারে আট) পয়েন্ট লাগবে, আর এসএসসি ও এইচএসসিতে ৪ (চার) পয়েন্ট এর কম থাকা যাবে না।
- আর্স বা মানবিক এর জন্য SSC + HSC মিলিয়ে মোট ৮.৫০ পয়েন্ট হতে হবে, আর এসএসসি ও এইচএসসিতে ৪ (চার) পয়েন্ট এর কম থাকা যাবে না।
- আর যদি কেউ বিদেশ থেকে বা অন্য কোনো কারিকুলাম থেকে পাশ করে- তাদেরকে নির্দিষ্ট শর্ত পূরন করতে হবে।
এই ইউনিটে গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে। বাংলা থেকে কোনো প্রশ্ন থাকবে না।
মোট ১০০ টি প্রশ্ন থাকবে। ১০০ টি প্রশ্নই এমসিকিউ টাইপ প্রশ্ন হবে।
পরিক্ষার মান বন্টন:
পরিক্ষার বিষয় | নম্বর |
গণিত | ৩৫ |
ইংরেজি | ৩৫ |
সাধারণ জ্ঞান | ৩০ |
বিইউপিতে ফ্যাকাল্টি অব সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস ইউনিটে আবেদনের বিস্তারিত ২০২৫:
বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস ইউনিটে
- সাইন্স এর জন্য SSC + HSC মিলিয়ে মোট ৯ পয়েন্ট হতে হবে, আর এসএসসি ও এইচএসসিতে মিনিমাম ৪ (চার) পয়েন্ট করে পেতে হবে।
- কমার্স এর জন্য SSC + HSC মিলিয়ে মোট ৮.৫০ পয়েন্ট লাগবে, আর এসএসসি ও এইচএসসিতে ৪ (চার) পয়েন্ট এর কম থাকা যাবে না।
- আর্স বা মানবিক এর জন্য SSC + HSC মিলিয়ে মোট ৮.২৫ পয়েন্ট হতে হবে, আর এসএসসি ও এইচএসসিতে ৪ (চার) পয়েন্ট এর কম থাকা যাবে না।
- আর যদি কেউ বিদেশ থেকে বা অন্য কোনো কারিকুলাম থেকে পাশ করে- তাদেরকে নির্দিষ্ট শর্ত পূরন করতে হবে।
এই ইউনিটে মোট ৪ টি সাবজেক্ট রয়েছে। এগুলো হলো- আইআর, আইন, সাংবাদিকতা এবং পিস কনফ্লিক্ট হিউম্যান রাইটস।
উপরের দেখানো পয়েন্ট যাদের থাকবে তারা – আইন, সাংবাদিকতা এবং আইআর এই ৩টির জন্য যোগ্য হবেন।
আর যাদের- সাইন্স থেকে মোট ৮.৫০ এবং SSC বা HSC তে সর্বনিম্ন ৪ পয়েন্টে করে
কমার্স থেকে মোট ৮.২৫ এবং SSC বা HSC তে সর্বনিম্ন ৩.৭৫ করে এবং
আর্স থেকে মোট ৮ এবং SSC বা HSC তে সর্বনিম্ন ৩.৭৫ পয়েন্ট করে পাবেন তারা- পিস কনফ্লিক্ট হিউম্যান রাইটস স্টাডিস নামক সাবজেক্টে আবেদন করতে পারবেন।
বিইউপির এই সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস ইউনিটে ভর্তির জন্য ১০০ নম্বরের পরিক্ষা দিতে হবে।
১০০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে। ইংরেজি বাংলা, এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে।
পরিক্ষার মান বন্টন নিচের ছকে দেয়া হলো:
পরিক্ষার বিষয় | নম্বর |
ইংরেজি | ৪০ |
সাধারণ জ্ঞান | ৪০ |
বাংলা | ২০ |
বিইউপিতে ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড টেকনোলোজি ইউনিটে আবেদনের বিস্তারিত ২০২৫:
বিইউপির ফ্যাকাল্টি অব সাইন্স এন্ড টেকনোলোজি ইউনিটে শুধু মাত্র সাইন্স বা বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে ও পরিক্ষা দিতে পারবেন।
এজন্য বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা প্রত্যককে এসএসসি ও এইচএসসিতে GPA-5 পেতে হবে।
অর্থাৎ জিপিএ ৫ পেতে হবে SSC এবং HSC উভয় পরিক্ষায়। না হলে আবেদন করতে পারবে না।
এই ইউনিটে মোট ৩ সাবজেক্ট রয়েছে। এগুলো হলো আইসিটি, কম্পিউটার সাইন্স ও এনভাইরনমেন্টাল সাইন্স।
পরিক্ষার মান বন্টন:
মোট ৬০ নম্বরের প্রশ্নে পরিক্ষা দিতে হবে। সবগুলো প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন হবে।
গণিত, জীব, পদার্থ বিজ্ঞান, রসায়ন এই চারটি বিষয় থেকে ২০ টি করে মোট ৮০ নম্বরের প্রশ্ন থাকবে।
এর মধ্যে থেকে যেকোনো ৩ টি বিষয় থেকে মোট ৬০ নম্বরের উত্তর দিতে হবে।
পরিক্ষার বিষয় | নম্বর |
গণিত | ২০ |
পদার্থ | ২০ |
রসায়ন | ২০ |
জীব | ২০ |
এই ইউনিটে মোট ৪ টি বিষয় থেকে প্রশ্ন থাকবে। এর মধ্যে ৩ টি বিষয় থেকে উত্তর দিতে হবে।
অর্থাৎ এখানে গণিত ও জীব বিজ্ঞান অপশনাল হিসেবে থাকবে। কেউ ইচ্ছা করলে গণিত অথবা জীব বিজ্ঞান- যেকোনো ১ টি উত্তর দিতে হবে।
যখন কেউ গণিত এর উত্তর দিবে, সে এই ইউনিটের ৩ টি সাবজেক্ট পাবে।
আর জীব বিজ্ঞান থেকে উত্তর দিলে শুধু এনভাইরনমেন্টাল সাইন্স বা পরিবেশ বিজ্ঞান সাবজেক্ট পাবে।
বিইউপি ভর্তি পরিক্ষার আবেদন কত টাকা?
২০২৪ সালে ভর্তির জন্য বিইউপিতে আবেদন করার জন্য প্রতিটি ইউনিট প্রতি ১০৫০ (১ হাজার ৫০) টাকা করে আবেদন ফি রাখা হয়েছে।
তবে, প্রত্যক শিক্ষার্থীদেরকে প্রাথমিক ভাবে আগে আবেদন করতে হবে। পরে, বিশ্ববিদ্যালয় থেকে চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্তভাবে আবেদনকারীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, পরিক্ষা দিতে পারবে।
বিইউপি তে ২০২৫ সালের ভর্তি পরিক্ষার সময় সূচী:
বিইউপি তে ২০২৫ সালের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায় ১৭ ডিসেম্বর ২০২৩ থেকে ৪ জানুয়ারী ২০২৫ পর্যন্ত ভর্তির প্রাথমিক আবেদন চলবে।
৭ জানুয়ারী ২০২৫ এ পরিক্ষা দেয়ার জন্য যোগ্য পার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।
১৪ জানুয়ারী ২০২৫ তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
আর ১৯ ও ২০ জানুয়ারী ২০২৫ এ বিইউপির ভর্তি পরিক্ষা হবে। ভর্তি পরিক্ষার সময়-সূচী নিচে দেয়া হলো:
ইউনিটের নাম: | তারিখ: | সময়: |
---|---|---|
আর্টস অ্যান্ড সোস্যাল সাইন্স | ১৯ জানুয়ারী ২০২৪ শুক্রবার | সকাল ১০টা থেকে ১১ টা |
সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস | ১৯ জানুয়ারী ২০২৪ শুক্রবার | বিকাল ৩টা থেকে ৪টা |
সাইন্স এন্ড টেকনোলোজি | ২০ জানুয়ারী ২০২৪ শনিবার | সকাল ১০টা থেকে ১১ টা |
ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস | ২০ জানুয়ারী ২০২৪ শনিবার | বিকাল ৩টা থেকে ৪টা |
বিইউপির ভর্তি পরিক্ষা ২০২৪ সালে ঢাকার মধ্যেই অনুষ্ঠিত হবে। আর যারা ভর্তি পরিক্ষায় মনোনিত হবেন, তাদের ভাইভা হবে বিইউপিতে।
বিইউপি, ভর্তি পরিক্ষা শেষ হলে, উত্তীর্ণদের তালিকা প্রকাশ করবে। উত্তীর্ণদের অবশ্যই মৌখিক পরিক্ষা দিতে হবে।
বিইউপির ভাইভা বা মৌখিক পরিক্ষার সময় সূচী পরে জানানো হবে।
নোটঃ
BUP Admission এর জন্য ইংরেজি ভালো করে পড়তে হবে। ইংরেজি থেকে প্রশ্ন থাকার পাশাপাশি- পরিক্ষার প্রশ্নও ইংরেজিতে করা হতে পারে।
এছাড়া ইন্টারমিডিয়েট এর বাংলা ১ম বই এবং ৯ম ও ১০ম শ্রেণির বাংলা ২য় পত্র বই থেকে ভর্তি পরিক্ষায় হবুহু প্রশ্ন করা হয়।
তাই নিচে এই ২টি বই এর পিডিএফ এর লিংক দিলামঃ
বিইউপি তে ভর্তি হলে অনার্স করার জন্য কি কি সাবজেক্ট আছে?
বিশ্ববিদ্যালয় হিসেবে, বিইউপি দেশে সনামধন্য একটি সরকারি বিশ্ববিদ্যালয়। তাই বিইউপিতে সেরা সেরা কয়েকটি সাবজেক্ট রয়েছে।
বিইউপির সাবজেক্টে তালিকা দেয়া হলো:
- ডেভেলপমেন্ট স্টাডিজ
- ডিজাস্টার ম্যানেজমেন্ট
- অর্থনীতি
- ইংরেজি
- জনপ্রশাসন
- সোসিওলোজি
- অ্যাকাউন্টিং এন্ড ইনফর্মেশন সিস্টেম
- ফিন্যান্স ও ব্যাংকিং
- ম্যানেজমেন্ট স্টাডিস
- মার্কেটিং
- আই আর (আন্তর্জাতিক সম্পর্ক)
- আইন (ল)
- সাংবাদিকতা
- পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস
- আইসিটি
- কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- এনভাইরনমেন্টাল সাইন্স
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দেখুনঃ
বিইউপিতে ভর্তি পরিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর:
Bangladesh University of Professionals.
ঢাকার মিরপুরে।
হ্যাঁ।
হ্যাঁ।
হ্যাঁ। মিরপুর ক্যান্টমেন্ট।
১০০ নম্বরের পরিক্ষা দিতে হবে ৩টি ইউনিটে। এগুলো হলো আর্টস ও হিউম্যানিটিকস গ্রুপ, সিকিউরিটিস গ্রুপ এবং বিজনেস গ্রুপে।
আর ৬০ নম্বরের পরিক্ষা দিতে হবে সাইন্স ও টেকনোলোজি গ্রুপের।
MCQ বা টিক চিহ্ন মূলক প্রশ্ন থাকে।
১ ঘন্টা।
হ্যাঁ।
১ টি ভূল হলে ০.২৫ নম্বর হারে কাটা যাবে।
হ্যাঁ। তবে ব্যয়ভার বহন করতে হয়।
অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে খরচ একটু বেশি।
১০৫০ টাকা ২০২৪ সালে।
২০২৩ সালের ১ হাজার টাকা ছিলো।
রাজনীতি মুক্ত ক্যাম্পাস।
কড়া নিরাপত্তা রয়েছে।
শিক্ষার মান ভালো।
সেশন জট নেই।
দেশ সেরা সাবজেক্ট রয়েছে।
উন্নত লাইব্রেরী সুবিধা।
প্রজেক্টের ক্লাস সুবিধা।
ঢাকার মধ্যে নিরিবিলি ক্যাম্পাস পরিবেশ।
ইত্যাদি ইত্যাদি।
রাজ*নীতি করতে পারবেন না।
ড্রেস কোড মানতে হবে।
খরচ বেশি।
০৯৬৬৬৭৯০৭৯০,
০১৭৬৯০২৮৭৮৮,
০১৭৬৯০২৮৭৮৯,
এই হেল্প লাইন নম্বরে, আবেদন চলাকালীন সময়ে, সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
কমেন্ট করুন নিচের কমেন্ট বক্সে।