আমাদের দেশে বর্তমানে প্রতিবছর ১ বার করে বিসিএস ক্যাডার নিয়োগের সার্কুলার দেওয়া হয়। এজন্য, প্রতিবছর কতজন বিসিএস ক্যাডার হয় সেই পরিসংখ্যান নিয়ে আজ আলোচনা করব।
অনেকেই কমেন্ট করেন ও মেসেজ দেন, যে ১বছরের মধ্যে কতজন বিসিএস ক্যাডার হয় বা নন-ক্যাডার হয় ?
তাই বিগত বছরে কতজন বিসিএস ক্যাডার হয়েছে বা হতে যাচ্ছে তার একটি তথ্য শেয়ার করবো।
এছাড়ও, কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন বিসিএস ক্যাডার হয়, তার একটি পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করবো।
বিগত বছরের বিসিএস ক্যাডারের পরিসংখ্যান:
প্রিয় পাঠক, বিগত ২০২২ সালের ৪৪তম বিসিএস নিয়োগ সার্কুলারে ১৭০১ জন বিসিএস ক্যাডার নিয়োগের কথা বলা হয়েছে।
তাই বলতে পারি যে, ৪৪তম বিসিএস নিয়োগে মোট ১৭০১ জন বিসিএস ক্যাডার হচ্ছেন।
আবার ২০২৩ সালের ৪৫ তম বিসিএস সার্কুলার অনুসারে ২৩০৯ জন বিসিএস ক্যাডার হওয়া সুযোগ পাচ্ছেন।
প্রিয় পাঠক, প্রতিবছর কতজন বিসিএস ক্যাডার হয়, আপনি এতক্ষনে তার একটি ধারনা পেয়েছেন নিশ্চয়।
আমরা যদি আরো পূর্বের পরিসংখ্যান দেখি, সেখানে, প্রতি বছর প্রায় ২ হাজার জনের মতো প্রার্থী বিসিএস ক্যাডার হয়েছেন।
এই সংখ্যা প্রতিবছর চাকরির পদ খালি হওয়ার উপর নির্ভর করে। তাই প্রতিবছর কতজন ক্যাডার হয়, সেই সংখ্যা প্রতি বছর আলাদা আলাদা হয়।
প্রতিবছর কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন বিসিএস ক্যাডার হয়:
পাঠক, কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন বিসিএস ক্যাডার হয়, সেই তথ্য একদম সঠিক করে বলা সম্ভব নয়। কারণ প্রতিবছর এই সংখ্যা আলাদা আলাদা হয়ে থাকে।
তবে, প্রতি বছর শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বিপুল সংখ্যাক শিক্ষার্থী বিসিএস ক্যাডার হয়।
২ হাজার জনের মধ্যে প্রায় ২৫০ থেকে ৪০০ জন প্রার্থী কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিবছর বিসিএস ক্যাডারের জন্য সুপারিশ প্রাপ্ত হয়ে থাকেন।
এই সংখ্যাটির বিষয়ে কোনো প্রকার অফিসিয়্যাল পরিসংখ্যান আমার নিকট নেই। তবে, বিভিন্ন সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের কাছ থেকে এমনটাই শোনা যায়।
এছাড়া, জাতীয় বিশ্ববদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সব চেয়ে বেশি। সারা দেশে আরো অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
সেগুলো থেকে অন্যান্য বাকি প্রার্থীগণ বিসিএস পরিক্ষার জন্য নিয়োগ পান।
যাইহোক, বিসিএস পরিক্ষা হলো একটি প্রতিযোগিতামূলক পরিক্ষা। এই পরিক্ষা অনেক স্বচ্ছ হয়। তাই বিসিএস পরিক্ষার উপর ছেলে-মেয়েদের আস্থা দিন দিন বাড়ছে।
আপনার সঠিক প্রস্তুতি ও পরিশ্রম আপনাকে একজন বিসিএস ক্যাডার হতে সাহায্য করবে। আপনার জন্য শুভকামনা।
FAQ:
প্রায় ২ হাজার জন প্রার্থী প্রতিবছর বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ পান। তবে এই সংখ্যা একটু কম বেশি হতে পারে।
যেমন: ৪৬তম তে ৩১৪০ জন, ৪৫ তম বিসিএস এ ২৩০৯ জন, ৪৪তম বিসিএস এ ১৭০১ জন বিসিএস ক্যাডার, ৪৩ তম তে প্রায় ২৩০০ জন ক্যাডার হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় ৫০ থেকে ১০০ জনের মতো বিসিএস ক্যাডার হয়। তব এই সংখ্যাটি কেবল অনুমান।