সভ্যতার ইতিহাসে নবোপলীয় যুগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা নবোপলীয় যুগ কি ও কাকে বলে জেনে নিব।
প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মানব জাতির ধারাবাহিক বিবরণ হলো সভ্যতা। তবে সভ্যতার দ্বারপ্রান্তে পৌঁছাতে মানুষকে বিভিন্ন পর্যায় অতিক্রম করতে হয়েছে।
আদিম যুগে মানুষ প্রথমে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো।
এরপরে গুহায় বাস, বন্য অবস্থার সমাপ্তি, পাথবের ব্যবহার আগুনের ব্যবহার ইত্যাদির মধ্যে দিয়ে মানুষ সভ্যতার চরম পর্যায়ে পৌঁছাতে পেরেছে।
তবে সভ্যতায় আগমনের সময় মানব জাতির প্রথম অগ্রগতি হিসেবে পাথরের যুগকে উল্লেখ করা হয়।
পাথরের যুগের মধ্যে একটি ভাগ হলো নবোপলীয় যুগ। এই নবোপলীয় যুগকে আবার নবোপলীয় বিপ্লব বলা হয়ে থাকে।
নবোপলীয় যুগ কি ও কাকে বলে:
পাথরের যুগের এক পর্যায়ে এসে জীবন ধারণের জন্য তথা শত্রুর আক্রমণ রুখতে বা, পশু শিকার করার জন্য হাতিয়ারের ব্যবহার অনেক গুণ বেড়ে যায়।
শুধু পশু শিকার নয় নবোপলীয় যুগের আরো সাফল্য হলো তখন কৃষি কাজ বা চাষ করার প্রচল শুরু হয়।
আর কৃষির আবিষ্কার ছিলো নবপলীয় যুগের সেরা আবিষ্কার। কেননা কৃষি আবিষ্কার হলো মানব সভ্যতার ধারাহিক বিল্পবের প্রধান নিয়ামক।
কৃষি আবিষ্কারের পরে মানুষ পশু শিকারের পাশাপাশি চাষাবাদ করা শুরু করে। ফলে, তাদের খাদ্যের আভাব দূর হয়।
আবার পাথরের হাতিয়ার ব্যবহার শেখার ফলে বন্য পশুর প্রতি তাদের ভয় দূর হয়।
তারা কৃষি কাজের সুবিধার জন্য এক স্থানে বসবাসের প্রয়োজন অনুভব করে। ফলে এই সময় থেকে গৃহ নির্মান কাজ শুরু করে।
নবোপলীয় যুগের আরেকটি বড় সাফল্য হলো এই যুগে পশু পালন শুরু হয়।
বন থেকে শিকার করা পশু পরে আহারের জন্য রেখে দেয়ার মধ্যে দিয়ে পশু পালন করার কৌশল শিখে নেয় তারা।
নবোপলীয় যুগ বা তার আগে থেকে পাথরের ব্যবহার মনুষ জানতো। তবে নবোপলীয় যুগে এসে তারা পাথর মসৃণ করে উন্নত হাতিয়ার বানানো শিখে।
আর সেই হাতিয়ার তারা, পশু শিকার, গৃহ নির্মান, কৃষি কাজ সহ বিভিন্ন কাজে ব্যবহার করতো।
আবার নবোপলীয় যুগের মানুষ আগুনের ব্যবহার করতে শিখে যায়।
পরে, আগুণ দিয়ে মাটি পুড়িয়ে গহণা তৈরি করতো এবং নারী-পুরুষ সকলেই পোড়া মাটির গহণা পরিধান করতো।
নবোপলীয় যুগের মানুষের আরেকটি আবিষ্কার ছিলো চাকা। এছাড়া নবোপলীয় যুগের মানুষেরা সর্বশেষে তামার আবিষ্কার করে।
নতুন নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে তারা নতুন বিপ্লব ঘটাতে সক্ষম হয়। আর, তাই তো এই যুগকে নবোপলীয় বিপ্লব বলা হয়।
- আরো পড়ুন- প্রাচীন প্রস্তর যুগ
নবোপলীয় যুগে।
নবোপলীয় যুগে।
নবোপলীয় যুগে।
নবোপলীয় যুগে।
নবোপলীয় যুগে।