আজ আমি দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স নামের নতুন ১টি অনন্য সেরা বই রিভিউ নিয়ে হাজির হলাম। এই বই পড়ে আমার নিজের কাছে কেমন লেগেছে তা জানাবো।
বই এর কিছু তথ্য:
- নাম: দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স
- লেখকের নাম: কিয়েগো হিগাশিনো
- অনুবাদক: সালমান হক
- ধরণ: থ্রিলার
- প্রকাশনা প্রতিষ্ঠাণ: বাতিঘর প্রকাশনী
প্রাপ্তিস্থান:
বইটি পাবেন বাতিঘর শো- রুম, বাংলাবাজার ( ৫০% ছাড়ে) আর, বইবাজার লাইব্রেরী, নীলক্ষেত (সর্বোচ্চ ৪৫% ছাড়ে)।
এছাড়াও নীলক্ষেত ফুটপাত ও অন্যান্য দোকান (সর্বোচ্চ ৪০% ছাড়ে) এবং বাংলাদেশের আরও অনেক লাইব্রেরী ও বুকস্টল থেকে কনতে পারবেন।
প্রধাণ চরিত্র সমূহের নাম:
প্রফেসর ইশিগামি, ইয়াসুকো হানাওকা, মিশাতো, টোগাশি, কুসানাগি, কিশিতানি, প্রফেসর ইউকাওয়া।
দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স বই টির রিভিউ:
অন্যসব দিনের মতো আজকের দিনটাও প্রফেসর ইশিগামির জন্য সাধারন। অন্যান্য দিনের মতো আজকেও সে খুব সকালে তার কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
কর্মস্থলে যাওয়ার সময় বেন্টেন-টেই নামক লাঞ্চের দোকান থেকে লাঞ্চ কিনে নেয় সে। দোকানের কর্মচারী ইয়াসুকো তার প্রতিবেশী। ইয়াসুকো তার মেয়ে মিশাতোকে নিয়ে ইশিগামির পাশের ফ্লাটেই থাকে।
পাচঁ বছর আগে সে তার দ্বিতীয় স্বামী টোগাশীকে ডিভোর্স দেয় তার অত্যাচার সহ্য করতে না পেরে। অনেক সুখেই দিন কাটছিল ইয়াসুকো ও তার মেয়ের। কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে ঝড় হিসেবে আসে টোগাশি নামক মানুষরুপী পশু।
একদিন ঘটনাক্রমে টোগাশি, ইয়াসুকোর বাড়িতে গেলে রাগের মাথায় তাকে খুন করে ফেলে ইয়াসুকো ও তার মেয়ে।
তাদের এই খুনের ঘটনা জেনে যায় প্রতিবেশী ইশিগামি। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে। কিন্তু কেনো?
এদিকে জাপানের পুরোনো এডোগাওয়া নদীর পাশে পাওয়া গেল একটি লাশ। লাশ আবিষ্কারের পর এই কেসের তদন্তের দায়িত্ব পড়ে ডিটেকটিভ কুসানাগি এবং তার সহকারী কিশিতানির ওপর।
প্রাথমিক তদন্তে ধারনা করা হয় এটি টোগাশির লাশ। পুলিশের সন্দেহ ইয়াসুকোর দিকে হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট অ্যালিবাই আছে তার।
তদন্তের কোনো কুল-কিনারা না পেয়ে কুসানাগি শেষ পর্যন্ত দ্বারস্থ হয় আরেক ডিটেকটিভ ও তার বন্ধু প্রফেসর ইউকাওয়ার কাছে।
শেষ পর্যন্ত আসলেই কি ইশিগামি, ইয়াসুকোকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছিল না কি প্রফেসর ইউকাওয়ার বুদ্ধির কাছে তার সব প্রচেষ্টা ব্যার্থ হয়েছিল? জানতে হলে পড়তে হবে কিয়েগো হিগাশিনো’র এই অনবদ্য থ্রিলার।
আলোচনা:
দ্যা ডিভোশন অব সাসপেক্ট এক্স বই টিতে, জাপানি লেখক কিয়েগো হিগাশিনো কর্তৃক রচিত দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স গতানুগতিক থ্রিলার থেকে একেবারেই আলাদা। বইয়ের প্লটটি ছিলো একেবারেই অনন্য।
বইটির ঘটনা দুর্দান্ত এক মার্ডার মিস্ট্রি নিয়ে আবর্তিত হয়েছে। বইয়ের কাহিনী ছিলো এক কথায় অসাধারন।
অনেকেই এই বইয়ের সাথে হিন্দি Drishyam মুভির মিল খুজেন এবং বলেন মুভির সাথে এর কাহিনীর মিল রয়েছে। কিন্ত মুভি এবং এই উপন্যাসের প্লট সম্পূর্ণ ভিন্ন।
মুভির সাথে শুধু প্রথমে একজন খুন হওয়ার ঘটনার মিল রয়েছে (ব্যাস এটুকুই)।
বাতিঘর প্রকাশনী কর্তৃক প্রকাশিত এর অনুবাদ অনেক ভাল। অনুবাদকের বর্ণনা ছিল যথেষ্ট প্রাঞ্জল এবং সাবলীল।
আর তাছাড়াও অনুবাদক সালমান হক হেনরি বিনস সিরিজ অনুবাদের মাধ্যমে নিজেকে অনেক আগেই প্রমাণ করেছেন।
টিতে, সবচেয়ে খারাপ দিক হলো, বইয়ে প্রচুর বানান ভুল এবং প্রিন্টিং মিস্টেক। যা অনেকটাই চোখে পড়ার মতো।
পরিশেষে,চাইলে বই টি পড়তে পারেন। আশা করি ভালো একটা সময় উপভোগ করবেন।
FAQ
জাপানে।
একটি খুনের ঘটনা তদন্ত।
থ্রিলার বই।
এই সাইটে রিভিউটি লিখেছেন-
মুন্না হাসান
ঢাকা