প্রিয় পাঠক, আজ আমরা ৪৬ তম বিসিএস পরিক্ষার সিলেবাস বিস্তারিত জেনে নিব ! ৪৬ তম বিসিএস পরিক্ষা প্রিলি ২০০ নম্বর লিখিত ৯০০ নম্বর এবং ভাইভা ২০০ নম্বরের উপর অনুষ্ঠিত হবে।
বরাবরের মতো, বাছাই পরিক্ষা হিসেবে প্রথমে বিসিএস প্রিলি বা প্রিলিমিনারি পরিক্ষা আগে হবে তারপরে লিখিত পরিক্ষা হবে।
লিখিত পরিক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ভাইবা পরিক্ষা অনুষ্ঠিত হবে। কোন বিষয়ের উপরে কত নম্বরের কয়টি প্রশ্ন থাকবে তা জানার চেষ্টা করবো।
৪৬ তম বিসিএস পরিক্ষার প্রিলির সিলেবাস:
এবারের ৪৬ তম বিসিএস পরিক্ষার প্রিলিমিনারি সিলেবাস ২০০ নম্বরের উপর। এখানে মোট ২০০ টি প্রশ্ন থাকবে আর সময় ২ ঘন্টা বা ১২০ মিনিট।
৩৫ তম বিসিএস থেকেই ২০০ নম্বরের প্রিলি পরিক্ষা হচ্ছে। এবার ৪৬ তম বিসিএস এর প্রিলি পরিক্ষায় মোট ২০০ নম্বরের ২০০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে।
নিচের ছকে ৪৬ তম বিসিএস প্রিলি পরিক্ষার বিষয় ভিত্তিক সিলেবাস দেয়া হলো:
বিষয় | নম্বর |
---|---|
বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ |
ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩৫ |
বাংলাদেশ বিষয়াবলি | ৩০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
সাধারণ বিজ্ঞান | ১৫ |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
গাণিতিক যুক্তি | ১৫ |
মানসিক দক্ষতা | ১৫ |
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১০ |
মোট = | ২০০ |
৪৬ তম বিসিএস এর লিখিত পরিক্ষার সিলেবাস:
বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার চাইতে, বেশি গুরুত্বপূর্ণ পরিক্ষা হলো বিসিএস লিখিত পরিক্ষা।
প্রিলিমিনারি পরিক্ষা একটি বাছাই পর্ব। এরপরে অনুষ্ঠিত হয় লিখিত পরিক্ষা।
লিখিত পরিক্ষার সিলেবাস অনেক বড়। বিসিএস লিখিত পরিক্ষার সিলেবাস মোট ৯০০ নম্বরের উপরে।
বিসিএস লিখিত পরিক্ষার সিলেবাস ৯০০ নম্বরের উপর হলেও, প্রতিটি বিষয়ের পরিক্ষা আলাদা আলাদা দিনে অনুষ্ঠিত হয়।
আর এবারের ৪৬ তম বিসিএস এর লিখিত পরিক্ষার সিলেবাসেও মোট ৯০০ নম্বর রাখা হয়েছে।
সাধারণ ক্যাডার, শিক্ষা ক্যাডার বা টেনিক্যাল সকলেরই ৯০০ নম্বরের পরিক্ষা দিতে হবে। শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডার এবং সাধারণ ক্যাডারের লিখিত পরিক্ষার সিলেবাস একটু আলাদ।
৪৬ তম বি সি এস. সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরিক্ষার সিলেবাস:
বিষয়ের নাম | নম্বর |
---|---|
বাংলা | ২০০ |
ইংরেজি | ২০০ |
বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ |
সর্বমোট নম্বর = | ৯০০ |
৪৬ তম বি. সি. এস. প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য লিখিত পরিক্ষার সিলেবাস:
বিষয় | নম্বর |
---|---|
বাংলা | ১০০ |
ইংরেজি | ২০০ |
বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
সংশ্লিষ্ট পদ প্রাসঙ্গিক বিষয় | ২০০ |
সর্বমোট নম্বর = | ৯০০ |
কেউ চাইলে, বিসিএস সাধারণ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডারে এক সাথে পরিক্ষা দিতে পারবেন।
এক্ষেত্রে সাধারণ ক্যাডারের লিখিত পরিক্ষার পাশাপাশি- পদ সংশ্লিষ্ট ২০০ নম্বরের পরিক্ষা দিতে হবে।
৪৬ তম বি সি এস পরিক্ষার ভাইভা বা মৌখিক পরিক্ষার সিলেবাস:
লিখিত পরিক্ষা শেষে ভাইভা অনুষ্ঠিত হবে। লিখিত পরিক্ষার সিলেবাসে উল্লিখিত ৯০০ নম্বরের সাথে, ভাইভার ২০০ নম্বর যোগ হবে।
অর্থাৎ মোট ১১০০ নম্বরের উপর ফলাফল প্রদান করা হবে। বিসিএস লিখিত পরিক্ষার একটি নির্দিষ্ট সিলেবাস থাকলেও, ভাইভার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই।
বিসিএস ২০০ নম্বরের মৌখিক পরিক্ষার জন্য বোর্ডে উপস্থিত পরিক্ষকের সামনে পরিক্ষা দিতে হবে।
পরিশেষে বলবো- আত্মবিশ্বাসের সাথে মৌখিক পরিক্ষা দিবেন। নিজের উপর ভরসা রাখবেন।
প্রস্তুতি নিন। সফল হোন। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন।
কিছু প্রশ্ন-উত্তরঃ
২০০ নম্বর ।
মোট ৯০০ নম্বর। তবে যারা উভয় ক্যাডারে পরিক্ষা দিবেন, তাদেরকে, পদ সংশ্লিষ্ট বিষয়ে ২০০ নম্বরের পরিক্ষা দিতে হবে। যেমন, আপনি গণিত থেকে শিক্ষা ক্যাডার হতে চাইলে, গণিতের উপর আলাদা করে ২০০ নম্বরের লিখিত পরিক্ষা দিতে হবে।
২০০ নম্বর।
২০০ নম্বর।
গাণিতিক যুক্তিতে ৫০ এবং মানসিক দক্ষতায় ৫০ নম্বর।
গত বিসিএস এ কাট মার্ক ছিলো প্রায় ১২৩ এর মতো। তাই এই ৪৬ তম বিসিএস এ কাট মার্ক ১২৩ থেকে ১২৫ হবে বলে আশা করা যায়।
তবে প্রশ্নের মান সহজ বা কঠিন হওয়ার উপরে বিষয়টি নির্ভর করবে যে কাট মার্ক কত হবে।