প্রিয় বিসিএস প্রত্যশী ভাই-বোন, আসসালামুআলাইকুম। আমরা অনেকেই জানি না যে ডিগ্রি পাশ করে বিসিএস পরিক্ষা দেয়া যায় কি, যায় না ? বিসিএস এর সার্কুলারে ১০০ ভাগ পরিষ্কার করে এই বিষয়টি বলা থাকে না।
বিসিএস পরিক্ষার নিয়োগ সার্কুলারে স্নাতক বা সমমান এর কথা বলা থাকে। তাই আমরা অনেকেই বুঝি না যে; ডিগ্রি পাশ স্নাতক পাশ এর সমান কি না।
অনেকেই হয়তো স্নাতক পাশ আর ডিগ্রি পাশকে একই বা সমান মানের মনে করেন।
তাহলে চলুন; আজ আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
ডিগ্রি পাশ করে বিসিএস পরিক্ষা দেয়া যায় কি ?
প্রথমেই আমাদের জানতে হবে বিসিএস নিয়োগ সার্কুলারে কি বলা থাকে। অর্থাৎ সহজ কথায় বিসিএস পরিক্ষার শিক্ষাগত যোগ্যতা হিসেবে কি কি শর্ত দেয়া থাকে।
আপনার সুবিধার জন্য; ২০২১ সালে প্রকাশিত ৪৪ তম বিসিএস এর নিয়োগ সার্কুলার এর পোষ্ট এর লিংক দিলাম! এখান থেকে ৪৪ তম বিসিএস এর সার্কুলার দেখুন।
আপনি বিসিএস সার্কুলার দেখলে বুঝবেন যে সেখানে সর্বনিম্ন স্নাতক পাশ চাওয়া হয়েছে। অর্থাৎ; কারো যদি স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ না থাকে তাহলে- স্নাতক বা অনার্স পাশ এর যোগ্যতায় তিনি বিসিএস পরিক্ষায় বসতে পারবেন।
তবে অনেক পদের জন্য সর্বনিম্ন স্নাতকোত্তর পাশ যোগ্যতাও চাওয়া হয়। তবে জেনারেল ক্যাডারের জন্য ৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়।
বিসিএস সাধারণ ক্যাডার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে সার্কুলারে লেখা আছে:
”কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা; স্বীকৃত বাের্ড হতে এইচ.এস.সি পরীক্ষা পাসের পর ৪ (চার) বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি । তবে; কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি.এ. থাকলে তিনি যােগ্য বিবেচিত হবেন না।”
আপনি হয়তো এবার প্রশ্ন করতে পারেন সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে- এটা আসলে কি। এটা খুবই সহজ হিসাব। এই চার বছর এর কোর্স আপনার করতে হবে।
আপনার এইচএসসি পাশ করার পরে ৪ বছরের একটা ডিগ্রি থাকতে হবে।
এই ডিগ্রি টা আপনি কোথায় থেকে করেছেন সেটা বড় কথা নয়; বড় কথা আপনার ৪ শিক্ষা বর্ষ বা ৪ ইয়ার এর কোর্স হতে হবে।
যেহেতু আমাদের দেশে- সাধারণ কলেজে বিএ, বা বিএসসি বা বিকম ডিগ্রি পেতে, প্রথমে ৩ বছর মেয়াদি কোর্স এ ভর্তি হতে হয়, এই এই ধরণের ৩ বছর মেয়াদি ডিগ্রি পাশ করে বিসিএস এ আবেদন করা যাবে না।
তাহলে- সহজ কথায়, ৩ বছর মেয়াদি ডিগ্রি পাশ কোর্স করে BCS পরিক্ষায় আবেদন করা যাবে না। এজন্য আপনার, ডিগ্রি পাশ করার পরে- আবার মাস্টার্স এর ভর্তি হতে হবে।
মাস্টার্স এ প্রিলি করলে ৪ বছর পূর্ণ হলে; অথবা মাস্টার্স শেষ করে বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারবেন।
কিছু প্রশ্ন ও উত্তর:
৩ বছরের ডিগ্রি পাশ করে bcs দেয়া যায় না।
হ্যা। অনার্স করে সরাসরি বিসিএস দেয়া যায়।
মাস্টার্স করতে বা ৪ বছর পূর্ণ করতে হয়।
হ্যা।
হ্যা।
হ্যা।
কোনো সুবিধা নেই। সবার জন্য একই পরিক্ষা।
২০০ নম্বর।
৯০০ নম্বরে।
উৎস: bpsc.gov.bd
এইচএসসি বা অনার্স এ স্টাডি রত অবস্থায় কেউ যদি ইয়ার ড্রপ করে তাহলে কি সে বিসিএস আবেদন করতে পারবে
পারবে।
এইচএসসির কোনো বিষয়ে যদি সি থাকে বিসিএস দেওয়া যাবে?
দেওয়া যাবে।
আমি এস এস সি এর পর ৪ বছরের মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সমপন্ন করছি। তার পর ৩ বছরের ডিগ্রি সমপন্ন করে ১ বছরের প্রিলিমিনারি টু মাস্টার্স করে ” বি সি এস “পরীক্ষার জন্য আবেদন করতে পারবো? আমার ডিপ্লোমা সার্টিফিকেটে কোন পয়েন্ট উল্লেখ নেই। এম বি বি এস দের মত শুধু পাস। আমি আবেদন করতে পারবো কিনা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, প্লিজ।
বিসিএস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনে নেয়া যেতে পারে। আপনার সার্টিফিকেট অনার্স সমমান কিনা, তারাই সঠিক যাচাই করতে পারবেন। ধন্যবাদ।
তিন মেয়াদি ডিগ্রি পাস করে তারপর একবছর প্রিলি ( প্রিভিয়াস) করে কি বিসিএসে আবেদন করা যাবে?
হ্যাঁ যাবে।