চর্যাপদের বাঙালি কবি কে ? তার নাম ও পরিচয়

চর্যাপদের বাঙালি কবি কে এই প্রশ্ন অনেক বার চাকরির পরিক্ষায় এসেছে।

বিসিএস পরিক্ষায় চর্যাপদ থেকে সর্বনিম্ন হলেও ১টি প্রশ্ন থাকে।

তাই চর্যাপদ টপিক বাদ দিয়ে বিসিএস এর প্রস্ততি নেওয়া ঠিক হবে না।

এজন্য অপনাকে চর্যাপদের সকল টপিক এবং চর্যাপদ থেকে আসতে পারে এমন সকল প্রশ্ন পড়ে শেষ করতে হবে।

তাই চর্যাপদের বাঙালি কবি কে তার নাম কি, তার জীবনী এবং সেই বাঙালি কবি কতটি পদ রচনা করেছে তা জানতে হবে।

চর্যাপদের বাঙালি কবি কে ?

এক কথায় উত্তর- চর্যাপদের বাঙালি কবি হলেন কবি ভুসুকুপা।

কবি ভুসুকুপা নিজেই নিজেকে বাঙালি বলেছেন। তাই তাকে বাঙালি কবি বলা হয়।

কারণ, একটি চরণে কবি ভুসুকুপা বলেছে “ভুসুকু বাঙালি”।

অর্থাৎ তিনি নিজেই নিজেকে বাঙালি বলেছেন।

তাহলে আমরা বুঝলাম যে চর্যাপদের বাঙালি কবি হলেন কবি ভুসুকুপা।

জেনে রাখা ভালো যে, চর্যাপদের পদ রচনার দিক থেকে ভুসুকুপা চর্যাপদের ২য় কবি।

অর্থাৎ চর্যাপদের সব চেয়ে বেশি পদ রচনা করেছেন কবি কাহ্নপা এবং এর পরেই আছেন আমাদের বাঙালি কবি ভুসুকুপা।

কবি ভুসুকুপার সংক্ষিপ্ত পরিচয়:

আগেই জেনেছি তিনি ছিলেন বাঙালি কবি। ভুসুকুপার আসল নাম হলো শান্তিদেব।

কবি ভুসুকুপা ছিলেন সৌরাষ্টের রাজা কল্যাণবর্মার পুত্র।

বাঙালি কবি ভুসুকুপার পদে বাংলার বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। পদ্মা নদী বা পদ্মা খালের কথা রয়েছে। আবার বজ্র বা বজ্রা জাতীয় নৌকায় পদ্মা নদী পাড়ি দেয়ার কথা রয়েছে।

তিনি তার রচনায় বাঙালী ও বাঙ্গাল দেশের কথা বলেছেন।

তার জীবনকাল ৮০০ খ্রিষ্টাব্দের দিকে বহমান ছিলো এবং তিনি শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু ছিলেন।

তখন অন্য ভিক্ষুরা তাকে অলস বলে উপহাস করে ভুসুকু বলে ডাকতেন। এজন্য তার নাম হয়ে যায় ভুসুকুপা।

কবি ভুসুকুপার অন্যতম একটি প্রবাদ হলো: অপনা মাংসে হরিণা বৈরী।

এই প্রবাদের অর্থ হলো: হরিণের নিজের মাংসই তার নিজের শত্রু।

বাঙালি কবি ভুসুকুপা কতটি এবং কোন কোন পদ রচনা করেছেন?

কবি ভুসুকুপা মোট ৮টি পদ রচনা করেছেন। যা পদ রচনার দিক থেকে ২য়।

এই পদগুলো হলো: ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯ নং।

এর মধ্যে কিছু পদ অর্ধেক পাওয়া গেছে। তবে তিনি বাঙালি কবি হয়ে চর্যাপদের ৮টি পদ রচনা করেছেন এটা অত্যন্ত গৌরবের।

কিছু প্রশ্ন:

চর্যার বাঙালি কবি কে?

উত্তর: চর্যার বাঙালি কবি ছিলেন ভুসুকুপা।

কবি ভুসুকুপা মোট কতটি পদ রচনা করেছেন?

উত্তর: তিনি মোট ৮ টি পদ রচনা করেছেন।

কবি ভুসুকুপা কোন কোন পদ রচনা করেছেন?

উত্তর: বাঙালি কবি ভুসুকুপা রচনা করেছেন ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩ এবং ৪৯ নং পদ।

Leave a Comment