চর্যাপদ রচনা করেছেন মোট ২৪জন কবি। আজ আমরা জানব চর্যাপদের প্রথম কবি কে, শেষ কবি কে এবং শ্রেষ্ঠ কবি কে।
প্রায় প্রতিটি চাকরির পরিক্ষায় চর্যাপদের প্রথম বা আদি কবি, শেষ কবি ও শ্রেষ্ঠ কবি থেকে প্রশ্ন আসে।
তাহলে চলুন জেনে আসি চর্যাপদের আদি কবি শেষ কবি ও শ্রেষ্ঠ কবি কে বা কারা।
চর্যাপদের আদি বা প্রথম কবি কে ?
লুইপা চর্যাপদের আদি কবি। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের আদি কবি হলেন লুইপা।
আবার ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি বা প্রথম কবি হলেন কবি শবরপা। শবরপা রচনা করেছের চর্যাপদের ২৮ নং এবং ৫০ নং পদ।
হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ১নং পদ রচনা করেছেন লুইপা।
তবে প্রশ্নে যদি শহীদুল্লাহর মতে আদি কবির নাম জানতে চাওয়া হয় তাহলে উত্তর দিতে হবে শবরপা।
আর কারো মতে না জানতে চাইলে, উত্তর করতে হবে লুইপা।
চর্যাপদের শ্রেষ্ঠ কবি কে?
শবরপাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি মনে করা হয়। তাঁর জীবনকাল ৬৮০ থেকে ৭৬০ খ্রিষ্টাব্দ বলে ধারণা করা হয়।
চর্যাপদের শ্রেষ্ঠ কবি শবরপা ছিলেন লুইপার গুরু। এছাড়াও তিনি নাগার্জুনের শিষ্য ছিলেন।
শ্রেষ্ঠ কবি শবরপা চর্যাপদের ২৮ নং এবং ৫০ নং পদ রচনা করেছেন।
এছাড়াও শবরপা সংস্কৃত ও অপভ্রংশ মিলে মোট ১৬টি গ্রন্থ রচনা করেছেন।
চর্যাপদের বেশি পদ কোন কবি রচনা করেছেন?
বেশি পদ রচনা করেছেন কবি কাহ্নপা। তিনি চর্যাপদের মোট ১৩টি পদ রচনা করেছেন।
এই ১৩টি পদগুলো হলো ৭নং, ৯নং, ১০নং, ১১নং, ১২নং, ১৩নং, ১৭নং, ১৯নং, ২৪নং (পাওয়া যায়নি), ৩৬নং, ৪০নং, ৪২নং, ৪৫নং পদ।
কবি কাহ্নপাকে কাহ্নপা নাম ছাড়াও আরো বিভিন্ন নামে ডাকা হতো। যেমন: কাহ্ন, কৃঞ্চচর্য, কানু, কাহিল, কৃঞ্চবজ্রপাদ ইত্যাদি।
কাহ্নপা সোমপুর বিহারে বসবাস করতেন।
কিছু প্রশ্ন-উত্তর:
বাংলার আদি নিদর্শন চর্যাপদের আদি কবি হলেন লুইপা।
চর্যাপদের শ্রেষ্ঠ কবি হলেন শবরপা।
কাহ্নপা সবচেয়ে বেশি পদ রচনা করেন। তিনি মোট ১৩টি পদ রচনা করেছেন।
মোট ২৪ জন কবি চর্যাপদ রচনা করেছের বলে মনে করা হয়।