প্রিয় পাঠক, ক্যাডেট কলেজে অনলাইনে ভর্তি আবেদন করতে হয় এবং অনলানে বা ব্যাংক মাধ্যমে ভর্তি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
আজকের পোষ্ট আমরা আলোচনা করবো- কিভাবে আপনি সঠিক ভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে অবেদন কাজ সম্পন্ন করবেন; এবং আবেদন ফি বাবদ টাকা জমা দিবেন।
আগে ক্যাডেট কলেজ ভর্তির আবেদন সার্কুলার দেখুন এখান থেকে:
ক্যাডেট কলেজে অনলাইনে ভর্তি আবেদন করার সঠিক নিয়ম:
প্রথমে আবেদন করার জন্য www.cadetcollege.army.mil.bd এই ওয়েবসাইটের Home Page এ ‘Admission’ Menu ক্লিক করতে হবে।
তাহলে প্রদর্শিত” Welcome to Cadet Colleges Online Admission -2022″ এর স্ক্রীনে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
অথবা https://cadetcollegeadmission.army.mil.bd এই সাইটে গেলে সরাসরি “Apply Now” বাটন পাওয়া যাবে। এবং সেখানে ক্লিক করতে হবে।
Apply Now বাটনে ক্লিক করলে ‘Sign Up’ মেন্য প্রদর্শিত হবে। “Sign Up’ মেন্যুতে প্রার্থীর নাম, মােবাইল নম্বর দিতে হবে! নম্বর এন্ট্রির পর ‘Verify’ বাটনে ক্লিক করলে একটি OTP প্রেরণ করা হবে, প্রাপ্ত OTP এন্ট্রি করে ‘Verify’ সম্পন্ন করতে হবে।
পাসওয়ার্ড, ই-মেইল এবং সঠিক জন্ম তারিখ এন্ট্রি করতে হবে। এবং পাসওয়ার্ড সহ সকল তথ্য মনে রাখতে হবে।
এখন ‘Sign Up’ বাটনে ক্লিক করতে হবে। নূন্যতম বয়সসীমার মধ্যে হলে প্রার্থী উপযুক্ত (Eligible) বিবেচিত হবে; এবং ‘Sign Up’ সম্পন্ন হবে।
‘Sign Up’ সম্পন্ন হলে মােবাইল নম্বর এবং ই-মেইল এর মাধ্যমে User ID এবং Password প্রেরণ করা হবে।
এবার User ID এবং Password প্রাপ্ত হলে ‘Log In’ বাটনে ক্লিক করে User ID এবং Password ব্যবহার করে ‘Log In’ করতে হবে। এরপরে নিচের দেখানো পদ্ধতিতে টাকা জমা দিতে হবে।
ক্যাডেট কলেজ ভর্তির টাকা জমা দেয়ার সঠিক নিয়মঃ
Log In করার পর ‘Payment’ মেন্যু প্রদর্শিত হবে। ‘Payment’ মেন্যুতে প্রদর্শিত bKash, Trust Bank সহ সকল প্রকার Credit/Debit/ Wallet দিয়ে আবেদন ফি দিতে পারবেন।
এছাড়াও, বহুল ব্যবহৃত Nagad এবং Rocket (DBBL Nexus pay এবং সকল DBBL Payment এর মাধ্যমেও টাকা দেয়া যাবে।
উপরের যে কোনাে একটি মাধ্যমে ১,৬০০/- বা এক হাজার ছয়শত টাকা অফেরতযােগ্য সফলভাবে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফরমটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।
এরপরে সম্পূর্ণ ফরমটি ০৬টি ধাপ (Step) এ বিভক্ত রয়েছে, যা প্রার্থী কর্তৃক প্রতিটি ধাপ সম্পূর্ণভাবে পুরণ করতে হবে! উক্ত ধাপসমূহের মধ্যে যে সকল তথ্য আপলােড করতে হবে, তা অবশ্যই স্ব-স্ব Attachment এর সাইজ নির্দিষ্ট ফরমেট অনুযায়ী হতে হবে।
কিছু প্রশ্ন ও উত্তরঃ
আবেদন ফি ১৬০০ ( ১ হাজার ছয় শত) টাকা।
অনলাইনে আবেদন করতে হবে।
https://cadetcollege.army.mil.bd/
মোট ৩০০ নম্বরের পরিক্ষা হয়।
ইংরেজি, গণিত, বাংলা এবং সাধারণ জ্ঞান।
১০০ নম্বরের।
১০০ নম্বরের।
৬০ নম্বরের।
৪০ নম্বরের।