একাদশ দ্বাদশ ও আলিম বাংলা সহপাঠ বই ২০২৫ PDF download

প্রিয় পাঠক, আশা করি সুস্থ্য রয়েছেন ! একদম ফ্রি ও ঝামেলা ছাড়াই একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির বাংলা সহপাঠ বই pdf download করতে চাইলে, এই পোষ্টে আপনাকে জানাই স্বাগতম।

তাহলে আর দেড়ি না করে এখুনি, একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির এই সহপাঠ বই এর pdf নিচে থেকে download করুন।

যারা সিরাজউদ্দৌলা নাটক pdf download করতে চান কিংবা লালসালু উপন্যাস pdf ডাউনলোড করতে চান, তাদের জন্যও এই বইটি সহায়ক হবে।

কারণ এই সহপাঠ বই তে সিরাজউদ্দৌলা নাটক ও লালসালু উপন্যানই দেয়া হয়েছে।

সুতরাং এখনি নিচের দেয়া লিংক থেকে সিরাজউদ্দৌলা নাটক ও লালসালু উপন্যাস সমৃদ্ধ নবম ও দশম শ্রেণির ফ্রি pdf বইটি ডাউনলোড করুন।

একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির বাংলা সহপাঠ বই pdf download করুন:

প্রিয় পাঠক, একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির এই সহপাঠ বই ডাউনলোড করার সুবিধার জন্য বইটির প্রকৃত নাম, প্রকাশ সাল, একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির বইটির এমবি সাইজ, বইটির পৃষ্ঠা সংখ্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিচে লিস্ট আকারে দেয়া হলো।

বই সম্পর্কিত তথ্য ভালোভাবে দেখে নিন এবং তারপরে দেয়া সবুজ রং এর ডাউনলোড বাটন থেকে একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির এই সহপাঠ বই ডাউনলোড করে নিন।

এই বাংলা সহপাঠ বই ডাউনলোড করার জন্য গুগল এবং Google Account ব্যবহার করুন! যাতে করে একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির বইটি ডাউনলোড করতে কোনো প্রকার ঝামেলা না হয়।

  • শ্রেণি: একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণি
  • বইয়ের নাম: বাংলা সহপাঠ বা নাটক ও উপন্যাস বই
  • ইংরেজি নাম: Bangla Sohopath Book Class 11th 12th
  • বইটির প্রকাশক: এনসিটিবি
  • মূল্য: বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনের জন্য
  • ফাইল: পিডিএফ
  • সাইজ: ১৮ এমবি।
  • পৃষ্ঠা সংখ্যা: ১৫৪ টি পৃষ্ঠা রয়েছে।
  • সর্বশেষ প্রকাশ সাল: ২০২৪ ও ২০২৫
  • পিডিএফ লিংক নিচে দেয়া হলো-
২০২৫ সালের বই
২০২৪ সালের বই
২০২৩ সালের বই ডাউনলোড
২০২২ সালের বই ডাউনলোড
(একাদ্বশ বাংলা সহপাঠ বই লিস্ট)

বাংলা সহপাঠ বই টির বিষয়বস্তু:

একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির এই বইতে মোট ২টি রচনা রয়েছে। একটি হলো নাটক এবং আরেকটি হলো উপন্যাস।

নাটকটি হলো সিকান্দার আবু জাফর রচিত “সিরাজউদ্দৌলা” এবং উপন্যাসটির নাম হলো “লালসালু” যেটি রচনা করেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ।

সিরাজউদ্দৌলা নাটক মূলত একটি ট্রাজেডিমূলক নাটক।

এই সিরাজউদ্দৌলা নাটকে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ইংরেজদের কাছে পরাজয়ের করুন কাহিনির কথা বর্ণিত হয়েছে।

ব্যবসা বাণিজ্য করার জন্য অনেককাল আগে থেকেই ইউরোপীয় বণিকরা এই ভারতবর্ষে আসতো।

ইতিহাস থেকে জানা যায়, মোঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সর্ব প্রথম ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সুরাটে একটি বাণিজ্য কুঠি স্থাপন করে।

১৬৩২ সালে সুবাদার যুবরাজ শাহ সুজার অনুমতি নিয়ে ইংরেজরা আবারও হুগলিতে কারখানা স্থাপন করে।

পরবর্তীতে ১৬৯৮ সালে, সুতানটি, গোবিন্দপুর এবং কলকাতা এই ৩ টি গ্রাম ইংরেজরা কিনে নেয়। পরে এই ৩টি গ্রাম নিয়েই গড়ে উঠে কলকাতা নগর।

নবাব আলিবর্দি খাঁ ছিলেন সিরাজউদ্দৌলার নানা। এজন্য নবাব আলিবর্দির মৃত্যুর পরে পরিস্থিতির প্রয়োজনে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহন করেন! তখন সিরাজউদ্দৌলার বয়স ছিলো অল্প।

সিরাজউদ্দৌলা বাংলার নবাব হওয়ার পরে তার নিকট আত্মীয় সহ ইংরেজরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

তবুও বাংলা তরুন নবাব সিরাজউদ্দৌলা কঠোর হতে সব ষড়যন্ত্র দমণ করতে থাকেন।

ইংরেজদের ষড়যন্ত্রের সাথে ফরাসিরাও এসে যোগ দেয়! কারন ব্যবসা-বাণিজ্যর সূত্র ধরে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিবাদ সৃষ্টি হলেও, সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে তারা একে অপরের সাথে হাত মেলায়।

অপরদিকে দিল্লির শাসন ব্যবস্থা দুর্বল হয়ে আসার কারনে, মারাঠা বর্গি, পারস্যর নাদির শাহ ও আফগানদের আক্রমণের কারনে সারাদেশ অস্থিতিশীল হয়ে পরে।

এক পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামেন।

কিন্তু বড় দুঃখের বিষয় হলো নবারে সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তার নিজেরই প্রাসাদের ষড়যন্ত্র।

কারণ, অর্থের কাছে বিক্রি হয়ে যায় নবাবের অনেক সেনাপতি ও অমাত্যগণ! এভাবেই সিরাজউদ্দৌলা নাটক এগিয়ে চলে।

সিরাজউদ্দৌলা নাটকের শেষ পর্যায়ে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ও তার পরিবার বন্দি হন! পরে সিরাউদ্দৌলাকে হত্যা করা হয়। এভাবে সিরাজের পরাজয় ঘটে।

নাটকের বর্ণনা:

একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণির এই বাংলা সহপাঠ বই তে লালসালু নামের আরেকটি উপন্যাস দেয়া হয়েছে।

সেখানে সমাজের সাধারণ মানুষের ধর্মভীরুতাকে পুঁজি করে মজিদ নামের চতুর যুবকের কাহিনি বর্ণিত হয়েছে।

এই নাটকের মাধ্যমে তৎকালীন মুসলিম সমাজের ধর্মভীরুতা ও অজ্ঞতার প্রমান পাওয়া যায়।

এছাড়াও নাটকটিতে সমাজের সহজ সরল মানুষের জীবনাচরণ সম্পর্কে একটি বাস্তব চিত্র পরিলক্ষিত হয়েছে।

Leave a Comment