এইচএসসি পরিক্ষার রেজাল্ট দেখুন মার্কশীট সহ সবার আগে ২০২৪

আসসালামুআলাইকুম বন্ধুরা । আশা করি আপনারা সকলেই সুস্থ্য রয়েছেন। আজ আমরা ২০২৪ সালের এইচএসসি বা HSC পরিক্ষার রেজাল্ট দেখার ১০০% সঠিক ও কার্যকারী নিয়ম নিয়ে হাজির হলাম।

নিচের ঠিকানায় সবার আগে আপনি রেজাল্ট পাবেন:

এই ঠিকানায় প্রবেশ করে আপনি এইচএসসি পরিক্ষার রেজাল্ট সরাসরি দেখে নিতে পারবেন।

আমাদের অনেকেরই অনেক সময় পাবলিক পরিক্ষার রেজাল্ট দেখার প্রয়োজন হয়ে থাকে।

কিন্তু, সমস্যার কথা হলো, প্রয়োজনের সময়ে আমরা রেজাল্ট দেখার সঠিক ওয়েব সাইট খুঁজে পাই না।

আবার কখনো বা ওয়েব সাইটে ঢুকতে পারি না কিংবা রেজাল্ট দেখার ওয়েব সাইটের লিংক ঠিকঠাক মতো কাজ করে না! এই সমস্ত সমস্যার সম্মুখিন হোননি এমন মানুষ খুব কমই আছেন।

তাহলে আজকের এই পোষ্ট থেকে জেনে নিন কিভাবে আপনি এইচএসসি বা HSC পরিক্ষার রেজাল্ট দেখবেন সবার আগে, তাও আবার মার্কশীট সহ।

তাহলে আর দেড়ি না করে আপনি নিচের ওয়েব সাইট থেকে সরাসরি রেজাল্ট দেখুন।

এইচএসসি বা HSC পরিক্ষার ২০২৪ সালের রেজাল্ট দেখুন সরাসরি অনলাইনে এখান থেকে:

বন্ধুরা, এইচএসসি বা HSC পরিক্ষার রেজাল্ট দেখার জন্য বাংলাদেশ শিক্ষা বোর্ডের এই ওয়েব সাইটে সরাসরি ভিজিট করুন।

এটা একেবারে শিক্ষাবোর্ডে আসল ওয়েব সাইট। এখানে রেজাল্ট সবার আগে প্রকাশ করা হয়।

এখান থেকে আপনি আপনার কাঙ্খিত এইচএসসি বা HSC পরিক্ষার রেজাল্ট সবার আগে ডাউনলোড করতে বা দেখে নিতে পারবেন।

তাই রেজাল্ট দেখার জন্য নিচের দেয়া ইমেজে ক্লিক করে সরাসরি রেজাল্ট দেখার সাইটে প্রবেশ করুন ও ১০০% নিরাপদে সবার আগে রেজাল্ট দেখুন।

সতর্কতার সাথে আগে HSC পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন:

রেজাল্ট দেখার জন্য প্রথমে নিচের দেয়া ওয়েব সাইটে প্রবেশ করুন! এরপরে আপনার পরিক্ষার ধরণ, অর্থাৎ এইচএসসি বা ‍HSC কিংবা মাদ্রসা বা সমমান নির্বাচন বা সিলেক্ট করতে হবে।

আপনার এইচএসসি বা ‍HSC কিংবা মাদ্রসা বা সমমান পরিক্ষার পাসের বছর নির্বাচন করতে হবে। রোল নাম্বার দিতে হবে।

আবার অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বারও চাইতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার সঠিক ভাবে বসিয়ে দিতে হবে।

এরপরে দেখবেন ক্যাপচা অথবা ২ টি সখ্যার যোগফল হিসাব করে নিদির্ষ্ট ঘরে বসিয়ে দিতে বলবে। এটা খুব সহজ।

এটার পরে সাবমিট বা Submit নামক বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট চলে আসবে।

আপনার সুবিধার জন্য ২ টি ওয়েব সাইট দেয়া হলো! এই ২টি ওয়েব সাইটই বাংলাদেশ শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েব সাইট।

যেখান থেকে আপনি এইচএসসি পরিক্ষার পাশাপাশি SSC, JSC, PSC পরিক্ষারও যেকোনো বছরের রেজাল্ট দেখতে পারবেন।

নিচের দেয়া এই সাইট থেকে আপনি একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখার পাশাপাশি চাইলে তার সকল সাবজেক্টের নাম্বরও দেখতে পারবেন।

আবার চাইলে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর রেজাল্টও একসাথে দেখতে পারবেন।

এতে করে, একটি প্রতিষ্ঠানে মোট কত % শিক্ষার্থী পরিক্ষায় পাশ করেছে বা কত % শিক্ষার্থী পরিক্ষায় ফেল করেছে কিংবা কত জন জিপিএ ৫ বা এ+ পেয়েছে সব দেখতে পারবেন।

১। এইচএসসি বা ‍HSC কিংবা মাদ্রসা বা সমমান পরিক্ষার রেজাল্ট দেখার উপায়:

https://eboardresults.com/v2/home

এই উপরের ঠিকানায় প্রবেশ করতে হবে। তারপরে নিচের মতো পেজ আসবে।

এরপরে নিচের দেয়া পদ্ধতি অনুসরন করতে হবে।

জেএসসি এসএসসি ও এইচএসসির ফলাফল
HSC বা এইচএসসির পরিক্ষার ফলাফল

উপরের সাইটে প্রবেশ করার পরে এক্সামিনেশন অপশন থেকে আপনাকে HSC সিলেক্ট করেতে হবে।

ইয়ার বা পাশের সালের অপশন থেকে পাশের বছর সিলেক্ট করতে হবে।

যেমন আপনি ২০২২ সালে রেজাল্ট দেখতে চাইলে ২০২২ সাল সিলেক্ট করবেন। ২০২৩ সাল হলে ২০২৩ সাল সিলেক্ট করবেন।

এর নিচের ঘর থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন। যেমন- আপনি ঢাকা বোর্ডে পরিক্ষা দিলে ঢাকা বোর্ড সিলেক্ট করবেন।

এরপরে, রেজাল্ট টাইপ অপশন থেকে শুধু আপনার নিজের রেজাল্ট নেয়ার জন্য ইন্ডিভিজ্যুয়াল সিলেক্ট করবেন।

নিচের ঘরে আপনার এইচএসসি পরিক্ষার রোল বা রেজিস্ট্রেশন দিতে হবে। এরপরে, ক্যাপচা পূরন করতে হবে।

ক্যাপচা পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপচা হিসেবে ২ টি ভিন্ন সখ্যার যোগফল লিখতে হতে পারে। এটার পরে সাবমিট করলেই আপনার এইচএসসি পরিক্ষার রেজাল্ট পেয়ে যাবেন।

আবার আপনি এখান থেকে একটি সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সকলের রেজাল্টও পাবেন। সেক্ষেত্রে রেজাল্ট টাইপ থেকে ইনিস্টিটিউট সিলেক্ট করতে হবে।

এরপরে সাইটে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করতে হবে। যেমন আপনার বোর্ড, জেলা, উপজেলা সিলেক্ট করে প্রতিষ্ঠানের কোড নিতে হবে।

তারপরে, সেই কোড ব্যবহার করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকলের রেজাল্ট একসাথে পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন এবং চাইলে আপনি Pdf আকারে প্রিন্ট করে নিতেদ পারবেন।

২। নিচের ওয়েব সাইট থেকে আপনি এইচএসসি বা ‍HSC, ‍SSC, JSC কিংবা মাদ্রসা বা সমমান পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

jsc ssc hsc result
jsc ssc hsc result

উপরে দেয়া এই ওয়েব সাইট থেকে আপনি খুব সহজেই আপনার HSC পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

এজন্য প্রথমে আপনাকে উপরের ছবিতে দেয়া ঠিকানাতে প্রবেশ করতে হবে। এখন ঠিক উপরের মতো একটি পেজ পাবেন।

সেখান থেকে Examination অপশন থেকে HSC সিলেক্ট করবেন। তারপরে ইয়ার অপশন থেকে আপনার এইচএসসি পরিক্ষার পাশের সাল সিলেক্ট করবেন।

বোর্ডের নামের অপশন থেকে বোর্ডের নাম সিলেক্ট করবেন। এখন নিজের রোল ও নিজের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।

এখন ক্যাপচা কোড হিসেবে ২ টি সংখ্যার যোগফল পাশের ঘরে লিখে সাবমিট করলেই রেজাল্ট পেয়ে যাবেন।

এখান থেকে প্রাপ্ত এইচএসসি পরিক্ষার ফলাফল বা মার্কশীট আপনি PDF প্রিন্ট করে নিতে পারবেন অথবা সেভ করে নিতে পারবেন।

বিশেষ নির্দেশনাঃ

প্রিয় পাঠক, রেজাল্ট দেখার জন্য শিক্ষা বোর্ডের ওয়েব সাইট এর নিময় বা লেআউট বা সিস্টেম যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

আবার অনেক সময় হয়তো আপনি রেজাল্ট দেখার জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়্যাল ওয়েব সাইটে প্রবেশ করতে নাও পারেন।

কারণ- যখন রেজাল্ট প্রকাশ করা হয়, সেই সময় লক্ষ লক্ষ ভিজিটর এক সাথে সাইটে প্রবেশ করার চেষ্টা করে।

ফলে- রেজাল্ট দেখতে সমস্যা হয় অথবা সার্ভার ডাউন হয়। তাই, চিন্তিত না হয়ে আবার কিছুক্ষণ পরে রেজাল্ট দেখার চেষ্টা করতে হবে।

কিছু প্রশ্ন-উত্তরঃ

২০২৩ সালের এইচএসসি পরিক্ষার রেজাল্ট কবে দিবে?

২৬ নভেম্বর ২০২৩ এ ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার রেজাল্ট দিবে।

এইচএসসি কথার অর্থ কি ?

Higher School Certificate. (হাইয়ার স্কুল সার্টিফিকেট)

এইচএসসির রেজাল্ট দেখার সাইট কোনটি?

https://eboardresults.com

একটি কলেজের সবার রেজাল্ট একসাথে দেখার সাইট কোনটি ?

https://eboardresults.com

মার্কশীট সহ রেজাল্ট দেখার উপায় কি?

উপরের সাইটে পাওয়া যাবে।

মোবাইলে কি রেজাল্ট দেয়া সম্ভব?

হ্যাঁ। আপনি স্মার্ট ফোন বা অ্যান্ড্রয়েড ফোন থেকে এইচএসসি পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন।

Leave a Comment