২০২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট pdf সহ

সু-প্রিয়, এইচএসসি পরিক্ষার্থী ভাই-বোন আবারো ২০২২ সালের HSC পরীক্ষার্থাদের জন্য অ্যাসাইনমেন্ট প্রদান শুরু হয়েছে। তাই আজ আমরা ২০২২ সালের সকল এইচএসসি পরিক্ষার্থীদের জন্য প্রকাশিত ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন নিয়ে এসেছি।

প্রিয় পরিক্ষার্থীগণ, ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নেয়ার জন্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ৩১ জানুয়ারী ২০২২ তারিখে নোটিশ দেয়া হয়েছে।

কোন কোনো বিষয়ের জন্য ২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের ১০ম সপ্তারে অ্যাসাইনমেন্ট দিতে হবে?

প্রিয় পাঠক, বর্তমানে চলমান করোনা ভাইরাসের কারণে অনলাইনে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

তাই, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে, পুনবির্ন্যসকৃত পাঠ্যসূচী অনুযায়ী এইচএসসি পরিক্ষার্থীদের সম্পূর্ণভাবে; ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার জন্যই এই ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।

১০ম সপ্তাহের জন্য নিচের বিষয় সমূহের জন্য অ্যাসাইনমেন্ট দিতে হবেঃ

  1. ইংরেজি,
  2. পদার্থবিজ্ঞান,
  3. পৌরনীতি ও সুশাসন,
  4. অর্থনীতি,
  5. যুক্তিবিদ্যা,
  6. হিসাববিজ্ঞান,
  7. খাদ্য ও পুষ্টি,
  8. প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস(ঐচ্ছিক-১ এবং ঐচ্ছিক-২)

উপরে উল্লেখিত বিষয়ের জন্য ২০২২ সালের HSC পরিক্ষার্থীদের ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।

১০ম সপ্তাহের অ্যাসােইনমেন্ট pdf আকারে ডাউনলোড দিনঃ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রকাশিত HSC পরিক্ষার্থীর জন্য ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের pdf নিচে দেয়া হলো।

অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করতে আপনার জিমেইল বা গুগল ড্রাইভ ব্যবহার করুন।

  • অ্যাসাইনমেন্ট এর পৃষ্ঠা সংখ্যা ২২ টি
  • ফাইল এর ধরণ পিডিএফ
  • সাইজ ৫ এমবি মাত্র
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২
  • ডাউনলোড দিন- নিচে থেকে

অ্যাসাইনমেন্ট pdf ডাউনলোড

আর ২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দান কার্যক্রম ২ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হবে।

এইচএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম

২০২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নেয়ার কারণ কি?

প্রিয় পাঠক, অ্যাসাইনমেন্ট সাধারণ শিক্ষার একটি নিয়মিত অংশ।
আমাদের দেশে বা অন্যান্য দেশে শিক্ষার্থীদের হোমওয়ার্ক হিসেবে অ্যাসাইনমেন্ট দেয়া হতো।

কিন্তু, বর্তমানের অ্যসােইনমেন্ট, আগের সাধারণ অ্যাসাইনমেন্ট থেকে একটু আলাদাই বটে। কারণ; বর্তমানে পরিক্ষর্থীদের দেয়া অ্যাসাইনমেন্ট সাধারণ শিক্ষার অংশ নয়; বরং এটাই এখন শিক্ষা পদ্ধতি চালু রাখার মাধ্যম।

আমাদের দেশ সহ করোনা মহামারির জন্য অনেক দেশের শিক্ষা পদ্ধতি স্থবির হয়ে পড়েছে। তাই; শিক্ষা পদ্ধতি বেগবান রাখার জন্য অ্যাসাইনমেন্ট, অনলাইন ক্লাস, অনলাইন প্রেজেন্টশন সহ অনলাইনে যাবতীয় কার্যক্রম চলু করা হয়েছে।

আর এরই ধারাবাহিকতায়; ২০২২ সালের যারা এইচএসসি পরিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য আবারও আগের বছরের মতো অ্যাসাইনমেন্ট প্রদান শুরু হয়েছে।

১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কখন জমা দিতে হবে ?

২ ফেব্রুয়ারি ২০২২ থেকে জমা দিতে হবে।

অ্যাসাইনমেন্টে কত নম্বর থাকে ?

বিভন্ন সাবজেক্টে বিভিন্ন নম্বর।
তবে বেশির ভাগ অ্যাসাইনমেন্ট ১৬ থেকে ২০ নম্বরের।

অ্যাসাইনমেন্ট এর ইংরেজি কি ?

Assignment.

Leave a Comment