বিসিএস পরিক্ষা দিয়ে পাশ করে ক্যাডার হয়ে, ১ম শ্রেণির চাকরির স্বপ্নে বিভর এখন দেশের লাখো তরুন-তরুনী। এজন্য, অনেকেই জানতে চান যে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিসিএস ক্যাডার হওয়া যায় কিনা?
এই প্রশ্নটি তারাই বেশি করেন, যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
কারণ, আমাদের দেশে, অনেক তরুণ রয়েছে, যারা বিসিএস পরিক্ষার বিষয়ে একদমই জানেন না কিংবা জানার সুযোগ হয়নি।
আবার অনেকই রয়েছেন, যাদের বিসিএস পরিক্ষার ব্যাপারে পূর্বে কোনো অগ্রহ ছিলো না, কিন্তু, বর্তমানে বিসিএস পরিক্ষা দিয়ে ১ম শ্রেণির সম্মান জনক একটি পেশায় যেতে চান।
তাই, এই বিষয়ে আমি আজ আলোচনা করবো। প্রথমেই আমাদের জানা দরকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি ?
বাংলাদেশে ৫০ এর বেশি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং ১০০+ বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
আশার কথা হলো- উন্মুক্ত বিশ্ববিদ্যায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।
এখানে অনার্স ও মাস্টার্স করার সুযোগ রয়েছে, ঠিক অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো জানতে তাদের অফিসিয়্যাল ওয়েব সাইটের ভিজিট করতে পারেন।
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাইট:
- অথবা এখানে ভিজিট করুন:
এখন চলুন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হওয়া যায় কিনা এই প্রশ্নে উত্তর খুঁজি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিসিএস ক্যাডার হওয়া যায় কিনা ?
আপনি হয়তো এতোক্ষনে বুঝে গেছেন যে আসলেই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে পাশ করলে বিসিএস ক্যাডার হওয়া যায় নাকি যায় না।
উত্তর হলো- হ্যাঁ যায়। কারণ, আমি আগেই বলেছি, যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের স্বীকৃত ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।
আর, বিসিএস নিয়োগ সার্কুলারে এই শর্তই রয়েছে যে- আপনাকে যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা ৪ বছর মেয়াদি ডিগ্রি অর্জন করতে হবে।
আপনার কনফিউশন দুর করার জন্য এখানে বিগত বছরের বিসিএস পরিক্ষার সার্কুলার দিয়ে দিলাম। সার্কুলারটি পড়ে দেখুন।
যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে এবং যে দেশের অন্য নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, সবার জন্য সমান শর্ত। সবাই সমান।
আপনার চাকরি পাবার সার্মথ্যকে, কেবল আপনার বিসিএস পরিক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে নয়।
যাইহোক, বিসিএস সম্পর্কে এবং অন্যান্য আরো চাকরির তথ্য জানতে আপনি আমাদের এই ৭রং ব্লগের আরো পোষ্ট পড়তে পারেন।
কিছু জিজ্ঞাসা:
বিসিএস পরিক্ষার ধাপ ৩টি। প্রথমে প্রিলিমিনারি পরিক্ষা দিতে হয়, এরপরে লিখিত পরিক্ষা দিতে হয় এবং শেষে ভাইভা পরিক্ষা দিতে হয়।
২১ বছর বয়স হলে আবেদন করা যায়। তবে কেবলমাত্র, অনার্স বা সমমানের ডিগ্রি অর্জন করলে এবং অন্যান্য সব শর্ত ঠিক থাকলে বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারবেন।
বর্তমানে প্রতি ১ বছরের মধ্যে ১ বার করে বিসিএস নিয়োগ পরিক্ষার সার্কুলার প্রকাশিত হয়। তবে এটি সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল।
বিসিএস পরিক্ষায় প্রতিবার গড়ে প্রায় ৩ থেকে ৪ লাখ প্রার্থী আবেদন করে। এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।