HSC পাশে মেয়েদের সরকারি চাকরির তালিকা ২০২৫

বর্তমানে HSC পাশে মেয়েদের জন্য অনেক সরকারি চাকরির নিয়োগ সার্কুলার প্রকাশিত হচ্ছে।

HCS পাশ করে বাংলাদেশের মেয়েরা কি কি সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আজ একটি ধারণা দিব।

আমাদের দেশে প্রায় সকল নিয়োগ সার্কুলারেই HSC পাশে সরকারি চাকরিতে আবেদন করার সুগোগ থাকে।

তবে সমস্যা হলো HSC পাশে যে সকল সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ পাওয়া যায় তার বেশির ভাগই নিম্ন গ্রেডের চাকরি।

তাই বেতন বা গ্রেড নিয়ে টেনশন না থাকলে এইচএসসি পাশের সার্টিফিকেট দিয়ে অনেক চাকরিতে মেয়েরা আবেদন করতে পারবে।

তাহলে চলুন HSC পাশে মেয়েদের সরকারি চাকরির একটি আপডেট তালিকা দেখে আসি।

HSC পাশে মেয়েদের সরকারি চাকরির তালিকা ২০২৫:

১। পরিবার পরিকল্পনা সরকারি চাকরি:
HSC পাশ করে মেয়েরা পরিবার পরিকল্পনার বিভিন্ন পদে সরকারি চাকরি করতে পারবেন।

আবার পরিবার পরিকল্পানার চাকরিতে ”পরিবার কল্যাণ পরিদর্শিকা” নামক পদে কেবল মাত্র মেয়েরা আবেদন করতে পারেন।

এছাড়াও এখানে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক সহ অন্যান্য পদেও মেয়েরা HSC পাশ করে আবেদন করতে পারেন।

২। ডিসি অফিসে চাকরি:
জেলা ডিসি অফিসে অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, আয়া, রাধুনি ইত্যাদি পদে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে।

৩। কৃষি সম্প্রসারণ:
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মেয়েরা HSC পাশে অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর ইত্যাদি পদে সরকারি চাকরি করতে পারবেন।

৪। খাদ্য অধিদপ্তর:
জেলা বা উপজেলা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদ যেমন কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক সহ বিভিন্ন পদে মেয়েরা আবেদন করতে পারবেন।

৫। ভূমি অফিসে সরকারি চাকরি:
ভূমি অফিসে কম্পিউটার অপারেটর, কপিষ্ট, মুদ্রাক্ষরিক, রেকর্ড কিপার ইত্যাদি পদে মেয়েরা এইচএসসি পাশ করে সরকারি চাকরি পেতে পারেন।

৬। ইউনিয়ন সমাজকর্মী:
প্রত্যক উপজেলায় এবং ইউনিয়নে ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি রয়েছে। যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আবেদন করতে পারে।

৭। স্বাস্থ্য সহকারী:
ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পদে মেয়েরা আবেদন করতে পারে। এই চাকরির নিয়োগ হয় নিজ এলাকায়। স্বাস্থ্য সহকারীর চাকরির গ্রেড ১৬। তাই মেয়েদের জন্য এই চাকরির হতে পারে বেস্ট চয়েজ।

এছাড়াও নিচে HSC পাশে মেয়েদের জন্য উপযোগি আরো কিছু সরকারি চাকরির তালিকা দিলাম:

  • মৎস অধিদপ্তরে মেয়েরা সরকারি চাকরি করতে পারবেন।
  • প্রাণিসম্পদ অধিদপ্তরে মেয়েরা সরকারি চাকরি করতে পারবেন।
  • রেলওয়ে খাতে মেয়েরা চাকরি করতে পারবেন।
  • জেলা ও উপজেলা নির্বাচন অফিসে মেয়েরা চাকরি করতে পারবেন।
  • পরিসংখ্যানে চাকরি করতে পারবেন।
  • ট্যাক্স অফিসেও মেয়েরা HSC পাশে চাকরি করতে পারবেন।

উপরে আমরা যে সকল সরকারি চাকরির বিষয়ে আলোচনা করলাম সেই চাকরিগুলো সারা দেশের মেয়েদের জন্য জনপ্রিয় চাকরি।

উক্ত চাকরির বাহিরেও আরো অনেক সরকারি চাকরি রয়েছে যেখানে মেয়ের শুধু মাত্র এইচএসসি পাশ করেই আবেদন করতে পারবেন।

Leave a Comment