কোন রং কিসের প্রতীক ও কোন রং দিয়ে কি বোঝানো হয়

বিভিন্ন রং এর বিভিন্ন মনস্তাত্ত্বিক অর্থ রয়েছে। তাই, আমাদের প্রত্যকের উচিত হবে কোন রং কিসের প্রতীক তার একটি পরিষ্কার ধারণা রাখা।

আবার আমরা যারা রং সংশ্লিষ্ট বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদেরকে রং এর সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যবহারের দিকে খেয়াল রাখতে হয়।

যেমন- চিত্র শিল্পি, গ্রাফিক্স ডিজাইনার, আর্কিটেকচার, ইত্যাদি ক্ষেত্রে রং এর সাইকোলোজিক্যাল ব্যবহার জানা জরুরি। তাহলে চলুন কোন রং দিয়ে কি বোঝানো হয় তা জেনে নেয়া যাক।

কোন রং কিসের প্রতীক তা নিচে দেয়া হলো:

১। লাল রং কিসের প্রতীক:
আমরা দেখেছি লাল রং দিয়ে বিভিন্ন ধরনের বিপদের চিহ্ন প্রকাশ করা হয়। যেমন- নিশান, লাল পতাকা ইত্যাদি। রাস্তায় কাজ চলমান অবস্থায় আমরা লাল নিশান দেখি।

এছাড়া লাল রং দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে, মনের আবেগ প্রকাশ করতে, ক্রোধ, রাগ, উত্তেজনা ও প্রফুল্লতা বোঝানো হয়।

লাল রং অনেক দূর থেকে সহজে চোখে পরে। এজন্যই মূলত বিপদ সংকেত হিসেবে লাল রং ব্যবহার করা হয়।

২। নীল রং কিসের প্রতীক:
বিশাল আকাশ নীল। আবার বিশাল সমুদ্রের পানিও নীল দেখায়। তাই নীল রং বিশালতার প্রতীক। আবার নীল রং দিয়ে সত্য, আনুগত্য, কষ্ট, দৃঢ়তা বোঝানো হয়।

৩। হলুদ রং কিসের প্রতীক:
আমরা অনেকেই জানি যে- হলুদ রং হলো ভালোবাসার প্রতীক। এছাড়াও হলুদ রং দিয়ে বসন্ত, আনন্দ, উঞ্চতা, ঈর্ষা ইত্যদি বোঝানো হয়।

৪। কালো রং কিসের প্রতীক:
রাত মানেই কালো। মেঘ কালো। তাই কালো রং দিয়ে – অন্ধকার, শোক, দুঃখ, নিরাশ, হতাশা বোঝানো হয়।

কালো রং শোকের প্রতীক হওয়ার কারনে শোক দিবসে বা শোক পালন করতে সবাই কালো ব্যাজ ধারন করে।

৫। সবুজ রং কিসের প্রতীক:
গুড সাইন সবুজ দিয়ে প্রকাশ করা হয়। যাকে আমরা সবুজ সংকেত বলে থাকি। যেটাকে আশার প্রতীকও বলা হয়।

এছাড়াও সবুজ রং দিয়ে মনের আশা, শীতলতা, নমনীয়তা, সচ্ছলতা, স্বতঃস্ফুর্ত, প্রাণচঞ্চলতা বোঝানো হয়।

৬। বেগুনি রং কিসের প্রতীক:
বেগুনি রং অন্য সকল রং কে শোষন করে নেয়। আর বেগুনি রং দিয়ে ন্যায়পরায়নতা, মানসিক ও দৈহিক কষ্ট বোঝানো হয়।

৭। সাদা রং কিসের প্রতীক:

সাদা জিনিস দেখলে মনে শান্তি আসে। আমরা অনেকেই সাদা জিনিস অনেক পছন্দ করি। যেমন: সাদা কবুতর, সাদা বিড়াল, সাদা খরগোশ তো আমাদের অনেকের প্রিয় জিনিস।

তবে সাদা রং দিয়ে- পবিত্রতা, শান্তি, বিশ্বাস, পরিচ্ছন্নতা, প্রসন্নতা, উদারতা বোঝানো হয়।

আমাদের জেনে রাখা উচিত যে- সাদাকে আমরা রং বললেও, সাদা কোনো রং নয়। যার কোনো রং নেই সেটাই সাদা। অন্য সকল রং এর সুষম মিশ্রণে সাদা রং তৈরি করা যায়।

৮। ধূসর রং কিসের প্রতীক:
মলিনতা, ম্লান, প্রায়শ্চিত্ব, বিনয়, নম্রতা বোঝানো হয় ধূসর দিয়ে।

৯। সোনালী রং বা স্বর্ণ কালার কিসের প্রতীক:
শক্তি, ক্ষমতা, রাজমর্যাদা, রাজকীয় ও বিলাসবহুল ব্যবস্থাকে স্বর্ণ কালার দিয়ে প্রকাশ করা হয়।

১০। রুপালী কালার কিসের প্রতীক:
রাজমর্যাদা, রাজকীয় ও বিলাসবহুল ব্যবস্থাকেও রুপালী দিয়ে প্রকাশ করা হয়।

কিছু প্রশ্ন ও উত্তর:

নীল রং কিসের প্রতীক ?

উত্তর: কষ্ট, সত্য ।

লাল রং কিসের প্রতীক ?

উত্তর: দৃষ্টি আকর্ষক, রাগ ও উত্তেজনা।

হলুদ রং কিসের প্রতীক ?

উত্তর: ভালোবাসা।

কালো রং কিসের প্রতীক ?

উত্তর: শোক, অন্ধকার ও দুঃখ।

সবুজ রং কিসের প্রতীক ?

উত্তর: আশা।

সাদা রং কিসের প্রতীক ?

উত্তর: শান্তি, বিশ্বাস ও পবিত্রতা।

ভালোবাসার রং কোনটি ?

উত্তর: হলুদ।

শান্তির রং কোনটি ?

উত্তর: সাদা।

রংধনুতে কয়টি রং থাকে?

৭ টি রং থাকে।

মৌলিক রং কয়টি ?

৩টি।

মেয়েদের প্রিয় রং কোনটি ?

মেয়েরা গোলাপী, মিষ্টি ও কমলা রং পছন্দ করে।

Leave a Comment