প্রিয় পাঠক, ৪৫ তম বিসিএস পরিক্ষার নিয়োগ সার্কুলার প্রকাশ পেয়েছে। পূর্ব ঘোষণা মোতাবেক পিএসসি কর্তৃক ঠিক ৩০ নভেম্বর ২০২২ এ ৪৫তম বিসিএস চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আনন্দের বিষয় হলো, ৪৫ তম বিসিএস সার্কুলারে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে।
এটাকে একসাথে ক্যাডার এবং নন-ক্যাডার পদের সর্কুলার বলা যায়। এতে করে বিপুল সংখ্যাক প্রার্থীর চাকরি প্রাপ্তি নিশ্চিত হবে।
উল্লেখ্য যে,
এবার ৪৫তম বিসিএস এ ক্যাডার পদ রয়েছে মোট = ২৩০৯ টি
এবং নন-ক্যাডার পদ রয়েছে মোট = ১০২২ টি
৪৫ তম বিসিএস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
- সার্কুলার প্রকাশ হয়েছে: ৩০/১১/২০২২ তারিখে
- আবেদন শুরু হবে: ১০ ডিসেম্বর ২০২২, সকাল ১০ টা থেকে
- আবেদন শেষ হবে ৩১ শে ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬ টা থেকে
- আবেদনের ফি জমা দেয়ার শেষ সময়: ৩ জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ৬ টা
- আবেন ফি: সাধারণ প্রার্থীদের জন্য ৭০০ টাকা
- আর বিশেষ সুবিধাভোগী বা কোটার প্রার্থীদের ফি ১০০ টাকা
- প্রিলিমিনারি পরিক্ষা হবে: ২০২৩ সালে
- প্রিলিমিনারি পরিক্ষার নম্বর মোট ২০০
- লিখিত + ভাইভার নম্বর মোট ১১০০
- বিস্তারিত দেখুন নিচের সার্কুলার থেকে।
নিচে ৪৫ তম বিসিএস পরিক্ষার নিয়োগ সার্কুলার pdf আকারে দেয়া হলো:
- সার্কুলারের ক্যাটাগরি: চাকরির বিজ্ঞপ্তি
- চাকরির ধরণ: সরকারি চাকরি
- চাকরির নাম: বিসিএস ক্যাডার + বিসিএস নন ক্যাডার
- সার্কুলার ক্রম: ৪৫ তম
- প্রকাশ সাল: ৩০ নভেম্বর ২০২২
- পরিক্ষার বছর: ২০২৩ সাল
- সার্কুলার প্রকাশক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
- সার্কুলারের পৃষ্ঠা সংখ্যা: ৩৯ টি
- ফাইলের ধরণ: পিডিএফ
- ফাইল সাইজ: ১ এমবি মাত্র
- ফাইলের নাম: ৪৫ তম বিসিএস সার্কুলার.pdf
- সার্কুলার ডাউনলোড লিংক: নিচে
৪৪ তম বিসিএস সার্কুলার ডাউনলোড করে দেখতে পারেন। নিচে ৪৪ তম বিসিএস এর সার্কুলার পিডিএফ সহ দেয়া হলো:
চলুন- ৪৫ তম বিসিএস পরিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন- কোন ক্যাডারে কতটি পদ আছে, যোগ্যতা কি, বয়স ইত্যাদি জানার চেষ্টা করি।
৪৫তম বিসিএস এ ২৬ টি ক্যাডারে প্রতিটির শূন্য পদ সংখ্যা:
ক্রম | ক্যারের নাম | পদ |
---|---|---|
০১ | বি. সি. এস. প্রশাসন | ২৭৪টি |
০২ | বিসিএস পররাষ্ট্র / সচিব | ১০ টি |
০৩ | বিসিএস পুলিশ | ৮০ টি |
০৪ | বিসিএস আনসার | ২৫ টি |
০৫ | বিসিএস নিরীক্ষা ও হিসাব | ২০ টি |
০৬ | বিসিএস কর | ৩০ টি |
০৭ | বিসিএস শুল্ক ও আবগারি | ৫৪ টি |
০৮ | বিসিএস সমবায় | ০৮ টি |
০৯ | বিসিএস রেলওয়ে পরিবহন | ০৪ টি |
১০ | বিসিএস ডাক | ০৪ টি |
১১ | বিসিএস পরিবার পরিকল্পনা | ১২ টি |
১২ | বিসিএস খাদ্য | ০৩ টি |
১৩ | বিসিএস রেলওয়ে প্রকৌশল | ০৪ টি |
১৪ | বিসিএস বন | ০৪ টি |
১৫ | বিসিএস সড়ক ও জনপথ | ১১ টি |
১৬ | বিসিএস মৎস | ৩২ টি |
১৭ | বিসিএস পশু সম্পদ | ৩০ টি |
১৮ | বিসিএস কৃষি | ১৬১টি |
১৯ | বিসিএস স্বাস্থ্য | ৫৩৯টি |
২০ | বিসিএস খ্যাদ্য | ০১ টি |
২১ | বিসিএস গণপূর্ত | ০৯ টি |
২২ | বিসিএস পরিসংখ্যান | ০৫ টি |
২৩ | বিসিএস সমবায় | ০১ টি |
২৪ | পরিবার পরিকল্পনা | ৪৪১টি |
২৫ | সাধারণ শিক্ষা: কলেজ | ৪৩৭টি |
২৬ | বিসিএস কারিগরি শিক্ষা | ১০৯টি |
৪৫ তম বিসিএস পরিক্ষায় আবেদন করার যোগ্যতা কি?
বিসিএস প্রত্যশী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশে নাগরিক হয়েও, কেউ যদি বিদেশী কাউকে বিবাহ করেন তাহলেও তিনি ৪৫ তম বিসিএস পরিক্ষায় আবেদন করতে পারবেন না।
কোটা বা বিশেষ সুবিধা ছাড়া বা স্বাস্থ্য ক্যাডার ছাড়া প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ৪ বছর মেয়াদী অনার্স অথবা এইচএসসি পাশের পর চার বছরের ডিগ্রি কোর্স বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
টেকনিক্যাল ক্যাডেরর জন্য উক্ত টেকনিক্যাল সনদ থাকতে হবে। যেমন- স্থাস্থ্য ক্যাডারে আবেদনের জন্য এম.বি.বি.এস বা সমমানের যোগ্যতা থাকতে হবে।
শিক্ষা ক্যাডারের জন্য উক্ত বিষয়ে স্নাতক বা সমমান পাশের সনদ থাকতে হবে।
৪৫ তম বিসিএস পরিক্ষায় আবেদন ফি সাধারণ প্রার্থীর জন্য ৭০০ টাকা এবং বিশেষ সুবিধাভোগীদের জন্য ১০০ টাকা।
আবেদন প্রক্রিয়া সহ আরো বিস্তারিত তথ্য জানতে, উপরে দেয়া ৪৫তম বিসিএস পরিক্ষার পিডিএফ নিয়োগ সার্কুলার দেখতে পারেন।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরিক্ষার ২০০ নম্বরের সিলেবাস:
২০০ নম্বরের প্রিলির সিলেবাস পিএসসির ওয়েব সাইটে আগেই প্রকাশ করা হয়েছে। এই ২০০ নম্বরের উপর বিসিএস প্রিলি বা প্রাথমিক বাছাই পরিক্ষা অনুষ্ঠিত হবে।
মোট ১০ টি বিষয় থেকে মোট ২০০ নম্বরের প্রশ্ন দেয়া হবে। নিচে এই ১০ টি বিষয় এবং নম্বর বন্টন দেয়া হলোঃ
- বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫ নম্বর
- ইংরেজি ভাষা ও সাহিত্য – ৩৫ নম্বর
- বাংলাদেশ বিষয়াবলি – ৩০ নম্বর
- আন্তর্জাতিক বিষয়াবলি – ২০ নম্বর
- ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা – ১০ নম্বর
- সাধারণ বিজ্ঞান – ১৫ নম্বর
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – ১৫ নম্বর
- গাণিতিক যুক্তি – ১৫ নম্বর
- মানসিক দক্ষতা – ১৫ নম্বর
- নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন – ১০ নম্বর
FAQ:
না। এটা বিশেষ বিসিএস পরিক্ষা নয়।
অনলাইন আবেদন শুরু হবে: ১০ ডিসেম্বর ২০২২, সকাল ১০ টা থেকে।
অনলাইন আবেদন শেষ হবে ৩১ শে ডিসেম্বর ২০২২, সন্ধ্যা ৬ টা থেকে।
মোট শূন্য ক্যাডার পদ ২৩০৯ টি।
নন-ক্যাডার পদ রয়েছে ১০২২ টি।
৯ম থেকে ১২তম গ্রেডের চাকরি থাকবে নন-ক্যাডারদের জন্য।
যারা যারা ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভাতে উত্তীর্ণ হবেন, কিন্তু পদ সল্পতার জন্য ক্যাডার পাবেন না, তারা নন-ক্যাডার পদের জন্য সুপারিশ প্রাপ্ত হবেন।
২০২৩ সালে।
৩০ নভেম্বর ২০২৩ তারিখে।
৩০-১১-২০২৪ তারিখে।