৪৫তম বিসিএস নন ক্যাডার সার্কুলার (১০২২ টি নন-ক্যাডার)

৪৫তম বিসিএস এ প্রথমবারের মতো একসাথে ক্যাডার এবং নন ক্যাডার শূন্য পদের জন্য নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে পিএসসি।

৪৫তম বিসিএস সার্কুলারে নন ক্যাডার শূন্য পদ রয়েছে মোট ১০২২ টি। নন ক্যাডার এবং ক্যাডারে একসাথেই এবং একই প্রক্রিয়া আবেদন করা যাবে।

ক্যাডার এবং নন ক্যাডার পদের জন্য যোগ্যতা বা শর্ত সমূহ প্রায় একই রাখা হয়েছে। যিনি ২৬ টি বিসিএস ক্যাডারে যেকোটিতে আবেদন করতে পারবেন, তিনি নন ক্যাডারেও আবেদন করতে পারবেন।

নন ক্যাডারের জন্য আলাদা আবেদন ফি দিতে হবে না। সাধারাণ প্রার্থীর জন্য নির্ধারিত ৭০০ টাকা এবং কোটার বা বিশেষ সুবিধার প্রার্থীর জন্য ১০০ টাকা আবেদন ফি থাকবে।

ক্যাডার এবং নন ক্যাডার পদের জন্য পরিক্ষা আলাদা হবে না। পরিক্ষার চূড়ান্ত ফলাফলে, ক্যাডার এবং যারা অপেক্ষমান থাকবেন তারা নন ক্যাডার হবেন।

আরো বিস্তারিত জানতে নিচে থেকে ৪৫ তম বিসিএস ক্যাডার + নন ক্যাডার সার্কুলার পিডিএফ ডাউনলোড করুন।

৪৫তম বিসিএস নন ক্যাডার pdf সার্কুলার:

  • সার্কুলার প্রকাশ তারিখ: ৩০ নভেম্বর ২০২২
  • প্রকাশক: বাংলাদেশ কর্ম কমিশন
  • সার্কুলারের ধরণ: জব সার্কুলার
  • জবের ধরন: সরকারি জব
  • ফাইলের ধরন: পিডিএফ
  • ফাইল সাইজ: ১ এমবি
  • পৃষ্ঠা সংখ্যা: ৩৯ টি
  • ডাউনলোড করুন নিচে থেকে:

pdf ডাউনলোড করুন

বিঃদ্রঃ এই ৩৯ পৃষ্ঠার একই সার্কুলারে ১ – ১৯ পৃষ্ঠায় বিসিএস ক্যাডার এবং ২০ – ৩৯ পৃষ্ঠায় নন ক্যাডার পদের তথ্য রয়েছে।

উল্লেখ্য যে নন ক্যাডেরর সকল জব ৯ম গ্রেড, ১০ম গ্রেড, ১১তম গ্রেড এবং ১২তম গ্রেডের মধ্যে থাকবে।

৪৫ তম বিসিএস নন ক্যাডারে ৯ম গ্রেডে ৫০৫ জন, ১০ম গ্রেডে ৬০ জন, ১১তম ও ১২ তম গ্রেডে ৪৫৭ জন এই মোট ১০২২ টি শূন্য পদ রয়েছে।

আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ১০ টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে।

টাকা জমা দিতে হবে অনলাইনে। আর আবেদন করার শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ সন্ধ্যা ৬ টা।

তবে টাকা জমা দেয়া যাবে ৩রা জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

FAQ:

45 তম বিসিএস এ নন-ক্যাডার শূন্যপদ কয়টি?

১০২২ টি।

৪৫তম বিসিএস এ ক্যাডার পদের সংখ্যা আছে কতটি?

ক্যাডার পদের সংখ্যা ২৩০৯টি। বিগত বছরের তুলনায় অধিক সংখ্যাক শূন্য পদের বিপরীতে সার্কুলার দেয়া হয়েছে।

নন ক্যাডার চাকরির কোন গ্রেডের?

৯ম থেকে ১২তম গ্রেডের চাকরি।

কারা কারা নন ক্যাডারের চাকরি পাবেন?

যারা সকল পরিক্ষা ও ভাইভাতে পাশ করেও, ক্যাডার পদ স্বল্পতার জন্য ক্যাডার হবেন না, তাদের মধ্যে থেকে নন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে, কর্তৃপক্ষ যেকোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।

Leave a Comment