প্রিয় পাঠক, গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে ৪৪ তম বিসিএস পরিক্ষার সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে! বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েব সাইটে ৪৪ তম বিসিএস পরিক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি pdf আকারে প্রকাশ করা হয়েছে।
৪৪ তম বিসিএস সার্কুলার এ উল্লেখিত শূনপদ সংখ্যা কত ?
এবারের ৪৪তম বিসিএস সার্কুলারে মোট ১৭১০ টি শূন্য পদের জন্য নিয়োগ পত্র প্রকাশিত হয়েছে। এবারের ক্যাডার পদ সংখ্যা কিছুটা কম।
তবে বরাবরের মতো এবারও ৪৪ তম বিসিএস পরিক্ষায় প্রশাসন ক্যাডের সবচেয়ে বেশি সংখ্যাক শূন্য ক্যাডার পদ রয়েছে।
৪৪ তম বি. সি. এস. প্রশাসন ক্যাডারে – সহকারী কমিশনার পদে মোট ২৫০ টি শূন্য পদ রয়েছে। এরপরে, অনেকের স্বপ্নের বিসিএস ক্যাডার পদ – সহকারী পুলিশ সুপার পদে ৫০ টি শূন্য পদে আবেদন চাওয়া হয়েছে।
অনেকের ১ম পছন্দ সহকারী সচিব পদে মাত্র ১০ টি শূন্য পদ রয়েছে। এছাড়া ৪৪ তম বিসিএস পরিক্ষা ২০২১ এর বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী পরিচালক ১৪ টি, সহকারী মহাহিসাব নিরক্ষক ৩০ টি, সহকারী কর কমিশনার ১১ টি, সহঃ নিবন্ধক ৮ টি, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ৭ টি পদ রয়েছে।
বিসিএস তথ্য ক্যাডারের সব মিলিয়ে ১০ টি, সহকারী পোষ্ট মাস্টার জেনারেল ২৩ টি, সহঃ নিয়ন্ত্রক ৬ টি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২৭ টি এবং সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৩ টি শূন্য পদে আবেদন চাওয়া হয়েছে।
উপরের উল্লেখিত সবগুলোই বিসিএস সাধারণ ক্যাডারের অন্তর্ভূক্ত এবং এখানে মোট ৪৪৯ টি শূন্য পদ রয়েছে।
এরপরে ৪৪ তম বিসিএস ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার পদে মোট ৪৮৫ টি শূন্য পদে আবেদন চাওয়া হয়েছে। এরমধ্যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে মোট ১২৫ টি শূন্য পদ রয়েছে।
৪৪ তম বিসিএস পরিক্ষা ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিসিএস শিক্ষা ক্যাডারে উল্লেখ্যযোগ্য সংখ্যাক শূন্যপদ রয়েছে।
সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য বিসিএস ক্যাডার শিক্ষক নিয়োগের জন্য মোট ৪০১ টি শূন্য পদ রয়েছে! এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে ৩৩ টি এবং ২য় সর্ব্বচ্চো দর্শনে ৩২টি।
এছাড়াও বাংলাতে ২৯ টি, ইংরেজিতে ২৮ টি, অর্থনীতিতে ৩০ টি, প্রাণীবিদ্যায় ২৬ টি, ইতিহাসে ২৮টি, সমাজকল্যাণে ১৩টি, রসায়নে ৮ টি, ইসলামী শিক্ষায় ৩ টি ইসলামের ইতিহাসে ২৫ টি এবং সব মিলিয়ে বিসিএস শিক্ষা ক্যাডারে মোট ৪০১ টি শূন্য পদে আবেদন চাওয়া হয়েছে।
এরপরে শিক্ষক প্রশিক্ষণে ২০ টি এবং কারিগরি খাতে মোট ৩৫৫ টি শূন্য পদ দেখানো হয়েছে।
৪৪ তম বিসিএস নিয়োগ সার্কুলার ২০২১ pdf আকারে ১০০% ফ্রিতে সরাসরি ডাউনলোড করুনঃ
বিসিএস পরিক্ষার আবেদন পত্র ভালো করে পড়তে এবং সকল নিয়ম-কানুন জানার জন্য- ৪৪ তম বিসিএস পরিক্ষার আবেদন পত্র নিচে দেয়া হলো।
এটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই ১০০% ফ্রিতে।
- এটি মাত্র ১ এমবির একটি pdf ফাইল।
- বাংলাদেশ কর্ম কমিশন থেকে ৩০-১১-২০২১ তারিখে প্রকাশিত।
- সার্কুলারে মোট ১৯ টি পৃষ্ঠা রয়েছে।
- গুগল অক্যাউন্ট ব্যবহার করে – এই BCS নিয়োগ সার্কুলার 2021 pdf free download করুন।
- pdf ডাউনলোড করুন নিচের ডাউনলোড করার সবুজ লিংক থেকে।
৪৪ তম বিসিএস পরিক্ষা ২০২১ এর যোগ্যতা কি ?
সাধারণ অনার্স বা সমমানের পাশ হতে হবে। শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট বিষয়ে অধ্যায়ন থাকতে হবে! বিসিএস আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
প্রশাসন বা পুলিশ ক্যাডারে আবেদনে উল্লেখিত শারীরিক মাপের শর্ত পূরণ করতে হবে। যেমন- ওজন, উচ্চতা, দৃষ্টি শক্তি ইত্যাদি।
আরো বিস্তারিত ভাবে জনতে উপরের দেয়া BCS নিয়োগ সার্কুলার 2021 pdf ডাউনলোড করে পড়তে পারেন।
৪৪তম বিসিএস এর আবেদনকারীর বয়স কত হবে ?
মুক্তিযোদ্ধা বা কোনো কোটা ছাড়া ৪৪ তম বিসিএস ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন কারী প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছর হতে হবে।
তবে, কোনো কোটা বা মুক্তিযোদ্ধার সন্তান বা কোটায় বয়স সর্বচ্চো ৩২ বছর হলেও ৪৪ তম বিসিএস পরিক্ষায় আবেদন করা যাবে।
৪৪তম বিসিএস ২০২১ এর আবেদন করা শুরু ও শেষ সময়:
৪৪ তম বিসিএস ২০২১ নিয়োগ বিজ্ঞপ্তি গত ৩০ নভেম্বর ২০২১ তারিখে প্রকাশ হলেও; ৪৪ তম বিসিএস পরিক্ষার জন্য অনলাইন মাধমে আবেদন শুরু হবে- ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০ টা থেকে।
৪৪তম বিসিএস পরিক্ষার আবেদন ৩০ নভেম্বর শুরু হয়ে টানা মার্চ মাস পর্যন্ত আবেদন কাজ চলমান থাকবে। তাই; ৪৪ তম বিসিএস ২০২১ পরিক্ষার আবেদন পত্র (ফর্ম-১) সর্বশেষ ০২ মার্চ ২০২২ সন্ধ্যা ৬ টায় জমা দেয়া যাবে।
আর টাকা জমা দেয়া যাবে ৫ ই মার্চ সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
বিঃদ্রঃ ২৭-০১-২২ এ নোটিশ দিয়ে ৪৪তম বিসিএস পরিক্ষার আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে।
আবেদন ফর্ম জমাদানের তারিখ ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ২ মার্চ করা হয়েছে। হ্যাঁ। ফ্রেব্রুয়ারী নয়। ২ মার্চ পর্যন্ত করা হয়েছে।
চুয়াল্লিশ তম বিসিএস পরিক্ষায় আবেদন করার লিংক:
www.bpsc.gov.bd এই ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে ৪৪তম বিসিএস পরিক্ষায় আবেদন করা যাবে। Teletalk.com.bd ওয়েব সাইট থেকেও নির্দিষ্ট সময়ের মধ্যে চুয়াল্লিশ তম বি সি এস পরিক্ষায় আবেদন করা যাবে।
প্রার্থীকে আবশ্যই সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনের জন্য সাধারণত ৭০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে; বিশেষ কোটা, বা ক্ষুদ্র নৃঃগোষ্ঠীর জন্য ৪৪ তম বি সি এস পরিক্ষার অনলাইন আবেদন ফি ১০০ টাকা।
আবেদনের নিয়ম, যোগ্যতা, বয়স, কেন্দ্র, সিলেবাস সহ যেকোনো বিষয় ভালো করে জানতে আবেদন পত্র ভালো করে পড়ুন। তারপরেও কোথায় না বুঝলে আমাদের কমেন্ট করে জানাবেন।
৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই pdf ডাউনলোড করুন
বিসিএস এর প্রস্তুতি নেয়ার জন্য আমাদের এই ৭রং সাইটে প্রচুর বই, নোট, হ্যান্ড নোট, গাইড, সহ বিভিন্ন তথ্য রয়েছে।
আপনি আমাদের সাইটে ক্লাস ১ থেকে ক্লাস টেন পর্যন্ত সকল pdf বই পাবেন ১০০% ফ্রি তে । যেগুলো আপনার কাজে লাগতে পারে।
বিসিএস বিষয়ে প্রশ্ন – উত্তর:
৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে।
২ মার্চ ২০২২ তারিখ সন্ধ্যা ৬ টা থেকে।
৫ মার্চ ২০২২, তারিখ সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
৭০০ টা মাত্র সাধারনদের জন্য । তবে কোটা বা অন্যদের ১০০ টাকা।
www.bpsc.gov.bd এই ঠিকানায় আবেদন করা যাবে।
৫০ টি।
২৫০ টি।
মাত্র ১০ টি।
মোট শূন্যপদ ১৭১০ টি।
বিসিএস শব্দের পূর্ণরুপ হলো- বাংলাদেশ সিভিল সার্ভিস।
সাধারনত ২০০ টি প্রশ্ন থাকে।
২০০ টি।
৪৫ তম বিসিএস সার্কুলার আগামী ৩০ নভেম্বর ২০২২ সালে প্রকাশিত হবে।
৩০ নভেম্বর ২০২৩ সালে প্রকাশিত হবে।
৩০ নভেম্বর ২০২৪ সালে দিবে।
৩০ নভেম্বর ২০২৫ সালে।
৩০ নভেম্বর ২০২৬ সালে।
৩০ নভেম্বর ২০২৭ সালে।