স্কুল জীবন থেকেই বই পড়া আমার নেশা। হ্যাঁ, বই পড়া আমার নেশা তবে ক্লাশের বই নয়, গল্প, উপন্যাস, নাটক আর রহস্যাবৃত বিভিন্ন সিরিজ বই। বই আমাকে যতটা আপন করে নিয়েছে, ধরনীর আর কিছু আমাকে তার কিঞ্চিত পরিমানও আকৃষ্ট করতে পারেনি। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার পড়া ১০ টি সেরা বই ।
১। কেউ কেউ কথা রাখে বই
থ্রিলার ঘরানার এই বইটি সবসময় আমার পছন্দের তালিকায় উপরের দিকেই থাকবে। বইটা যদিও মৌলিক নয়। আর্জেন্টাইন একটি থ্রিলার থেকে অনুপ্রাণিত।
এই বইয়ের মূলত প্রেক্ষাপটটা আমার অনেক ভালো লেগেছে।
২। থ্রী কমরেডস বই
আমার অন্যতম পছন্দের লেখক এরিক মারিয়া রেমার্কের লেখা উপন্যাস৷ বিশ্বযুদ্ধ পরবর্তী তিন বন্ধুর জীবন নিয়ে এই বইয়ের কাহিনী।
প্রেম, ভালবাসা, বন্ধুত্ব, স্বর্থহীনতা সবগুলোই সমানভাবে এসেছে এ গল্পে।
- ছবি ও চিত্র দেখে আরবি ভাষা শেখার ৪ টি সেরা pdf
৩। প্যাপিলন বই
লেখক হেনরী শ্যারিয়ারের আত্মজীবনী এটা। নির্বাস, জেল পালানো এবং পরবর্তীতে বিভিন্ন রোমাঞ্চকর যাত্রা শেষে প্যাপিলনের মুক্ত জীবন নিয়ে বইয়ের কাহিনী।
৪। আদিম রিপু বই
ব্যোমকেশ সিরিজের অন্যতম চমৎকার উপন্যাস। হিন্দু-মুসলিম দাঙ্গার আবহটা গল্পে লেখক চমৎকারভাবে এনেছিলেন। শেষের দিকে টুইস্টাও ছিল মাথায় ঝিম ধরিয়ে দেওয়ার মত।
৫। স্ট্রং আজ ডেথ বই
আমার আরেক প্রিয়ে লেখক মো পা সাঁ র অল্প কয়েকটি উপন্যাসের মধ্যে প্রথম উপন্যাস। গল্প এক চিত্রকরকে নিয়ে।
যে একসময়ে তার প্রেমিকার মেয়ের প্রেমে পড়ে যায়। ওনার লেখা আমার ভালো লাগে উনি নিজ জাতির নোংরামি সম্পর্কে কোন রাখঢাক রাখেননি।
৬। ড্রাকুলা বই
ব্রাম স্টোকারের বিখ্যাত গোথিক হরর। ট্রান্সিলভিনিয়ার দূর্গে তার বাস। জনাথন হার্কার রিয়্যাল স্ট্যাটের ব্যবসা করতে গিয়ে পড়েন ড্রাকুলার ছলচাতুরীর পাল্লায়।
গল্পে সবচে’ দাগ কেটেছিল কুইন্সি মরিস নামের চরিত্রটি।
৭। নিষাদ বই
হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের তৃতীয় বই। গল্পের প্লট একাকীত্বে ভোগা এক যুবককে নিয়ে! যে প্যারালাল ইউনিভার্সে বিশ্বাসে।
সে মনে করে অন্য ইউনিভার্সে অনেক সুখী। বাস্তব ও অবাস্তবকে এক করে ফেলে একসময়।
৮। টেলিফোনের মেয়ে বই
আজারবাইজানের প্রখ্যাত চলচ্চিত্রকার হাসান সেইদবেইলীর একটি উপন্যাস।সোভিয়েত আমলে এর অনুবাদ হয়েছিল।
গল্প মেহরিবান নামের এক মেয়ের তেল শোধনাগারে টেলিফোন অপারেটর হিসেবে যোগ দেওয়া, তার জীবন সংগ্রাম, জাকির নামের এক যুবকের সাথে প্রেম, আত্মপ্রত্যয়ী ওঠা নিয়ে।
৯। মাতাল হাওয়া বই
হুমায়ূন আহমেদের লেখা আরেকটি চমৎকার বই। বইয়ে মূলত ৬৮ ও ৬৯ এ ঘটা কিছু ঐতিহাসিক ঘটনাকে এনেছেন ।
আবার গল্পের মাঝখানে লেখকা তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথাও তুলে এনেছেন।
১০। পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বই
আহমদ ছফার লেখা আত্মজীবনীমূলক উপন্যাস! তার সবগুলো উপন্যাসের মধ্যে আমার সবচে’ পছন্দের।
উপন্যাসটাতে পুষ্পের মত এক ধরনের স্নিগ্ধতা আছে বিহঙ্গের মত ঢাকার স্বাধীন আকাশ চোখের সামনে ভেসে উঠে পুরাণের মত সে সময়ের ঢাকাকে হৃদয়ে অনুভব করা যায়! বইটা এক কথায় জীবন্ত।
- আরো পড়ুন-