২০২৪ সালের সরকারি ছুটির সঠিক তালিকা ও ক্যালেন্ডার

প্রিয় পাঠক, ২০২৪ সালের সরকারি ছুটির সঠিক তালিকা নিয়ে হাজির হলাম! বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ছুটির ক্যালেন্ডারে দেয়া ছুটির তালিকা নিয়ে আলোচনা করবো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই ২০২৪ সালের ছুটির তালিকা প্রযোজ্য হবে।

বিশেষ করে, প্রাথমিক বিদ্যালয় বা সরকারি বা আধা সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও ২০২৪ সালের এই ছুটির ক্যালেন্ডার প্রযোজ্য হবে।

এছাড়াও, ২০২৪ সালের এই ছুটির তলিকাতে সকল ছুটির পাশাপাশি, ২০২৪ সালের বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ছুটির তারিখ দেয়া হয়েছে।

আমাদের ধর্মীয় ছুটি যেমন- ঈদুল ফিতরের ছটির তারিখ, ইদুল আযহার ছুটির তারিখ বিভিন্ন পূজার ছুটির তারিখও উল্লেখ করা হয়েছে।

তাহলে চলুন- দুই হাজার তেইশ সালের সরকারি ছুটির তালিকা, ছুটির নাম, তারিখ, ছুটির সংখ্যা সহ বিস্তারিত জেনে নেয়া যাক।

নিচে তালিকা আকারে ২০২৪ সালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা দেয়া হলোঃ

২০২৪ সালের সরকারি ছুটির- সঠিক তালিকা:

ছুটির নামতারিখবারদিন
শব ই মিরাজ৯ ফেব্রয়ারী ২০২৪শুক্রবার০০
সরস্বতী পূজার ছুটি১৪ ফেব্রয়ারী ২০২৪বুধবার১দিন
শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের ছুটি
২১ ফেব্রুয়ারি ২০২৪বুধবার১দিন
মাঘী পূর্ণিমা২৩ ফেব্রুয়ারী ২০২৪শুক্রবার০০
শব-ই-বরাত২৬ ফেব্রয়ারী ২০২৪সোমবার১দিন
শিব রাত্রি ব্রত৮ মার্চ ২০২৪শুক্রবার০০
পবিত্র রমজান সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, স্বাধীনতা ও ঈদুল ফিতর১২ মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৪মঙ্গল থেকে রবিবার২১দিন
মে দিবস১ মে ২০২৪বুধবার১দিন
বুদ্ধ পূর্ণিমা২২ মে ২০২৪বুধবার১দিন
পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালিন ছুটি১৩ জুন থেকে ২৩ জুন ২০২৪বৃহস্পতিবার থেকে রবিবার৭দিন
হিজরী নববর্ষ৮ জুলাই ২০২৪সোমবার১দিন
আশুরা বা মহরমের ছুটি১৭ জুলাই ২০২৪বুধবার১দিন
আষাঢ়ী পূর্ণিমা২০ জুলাই ২০২৪শনিবার০০
জাতীয় শোক দিবসের ছুটি১৫ আগষ্ট ২০২৪বৃৃহস্পতিবার১দিন
শুভ জন্মাষ্টমীর ছুটি২৬ আগষ্ট ২০২৪সোমবার১দিন
আখেরি চাহার সোম্মা৪ সেপ্টেম্বর ২০২৪বুধবার১দিন
ঈদ ই মিলাদুন্নবী (সাঃ),
মধু পূর্ণিমা
১৬ সেপ্টেম্বর ২০২৪সোমবার১দিন
শুভ মহালয়া২ অক্টোবর ২০২৪বুধবার১দিন
দূর্গা পূজার ছুটি, আশ্বিনী পূর্ণিমার ছুটি১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৪শুক্রবার হতে
বৃহস্পতিবার
৫দিন
শ্যামা পূজার ছুটি৩১ অক্টোবর ২০২৪বৃহস্পতিবার১দিন
মহান বিজয় দিবসের ছুটি১৬ ডিসেম্বর ২০২৪সোমবার১দিন
যিশু খিস্টের জন্ম দিন,
শীতকালী ছুটি
১২ ডিসেম্বর থেকে
২৮ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার থেকে শনিবার১০দিন
সংরক্ষিত ছুটি৩দিন
মোট ছুটি =৬০দিন
(২০২৪ সালের ছুটির তালিকা)

ধর্মীয় ছুটি চাঁদ দেখার উপর নির্ভর করে আগে-পিছে হতে পারে।

ছুটি বিষয়ে কিছু প্রশ্ন-উত্তরঃ

২০২৪ সালে মোট কত দিন ছুটি ?

মোট ৬০ দিন ছুটি

২০২৪ সালে রোজার ঈদের ছুটি কতদিন ?

সব সহ ২১ দিন

২০২৪ সালে কোরবানির ঈদের ছুটি কত দিন ?

গ্রীষ্মকালিন ছুটি সহ ৭ দিন

জাতীয় শোক দিবস কখন ?

১৫ আগষ্ট

শহীদ দিবস কখন ?

২১ ফেব্রুয়ারি

মাতৃভাষা দিবস কখন ?

২১ ফেব্রুয়ারি

স্বাধীনতা দিবস কখন ?

২৬ মার্চ

বিজয় দিবস কখন ?

১৬ ই ডিসেম্বর

গ্রীষ্মকালের ছুটি কবে থেকে ?

১৩ জুন ২০২৪ থেকে

শীতের ছুটি কবে থেকে হবে ?

১২ ডিসেম্বর ২০২৪ থেকে

Leave a Comment