২০২৩ সালের সরকারি ছুটির সঠিক তালিকা ও ক্যালেন্ডার || শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

প্রিয় পাঠক, ২০২৩ সালের সরকারি ছুটির সঠিক তালিকা নিয়ে হাজির হলাম! বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ছুটির ক্যালেন্ডারে দেয়া ছুটির তালিকা নিয়ে আলোচনা করবো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই ২৩ সালের ছুটির তালিকা প্রযোজ্য হবে।

বিশেষ করে, প্রাথমিক বিদ্যালয় বা সরকারি বা আধা সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও ২০২৩ সালের এই ছুটির ক্যালেন্ডার প্রযোজ্য হবে।

এছাড়াও, ২০২৩ সালের এই ছুটির তলিকাতে সকল ছুটির পাশাপাশি, ২০২৩ সালের বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ছুটির তারিখ দেয়া হয়েছে।

আমাদের ধর্মীয় ছুটি যেমন- ঈদুল ফিতরের ছটির তারিখ, ইদুল আযহার ছুটির তারিখ বিভিন্ন পূজার ছুটির তারিখও উল্লেখ করা হয়েছে।

তাহলে চলুন- দুই হাজার তেইশ সালের সরকারি ছুটির তালিকা, ছুটির নাম, তারিখ, ছুটির সংখ্যা সহ বিস্তারিত জেনে নেয়া যাক।

নিচে তালিকা আকারে ২০২৩ সালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা দেয়া হলোঃ

২০২৩ সালের সরকারি ছুটির- সঠিক তালিকা:

ছুটির নামতারিখবারদিন
সরস্বতী পূজার ছুটি২৬ জানুয়ানি ২০২৩বৃহস্পতিবার১দিন
মাঘী পূর্ণিমার ছুটি৫ ফেব্রুয়ারি ২০২৩রবিবার১দিন
শিব রাত্রির ছুটি১৮ ফেব্রুয়ারি ২০২৩শনিবার০দিন
শব-ই-মিরাজ১৯ ফেব্রুয়ারি ২০২৩রবিবার১দিন
শহীদ দিবস ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের ছুটি
২১ ফেব্রুয়ারি ২০২৩মঙ্গলবার১দিন
দোল যাত্রার ছুুটি৭ মার্চ ২০২৩মঙ্গলবার১দিন
শব-ই-বরাত৮ মার্চ ২০২৩বুধবার১দিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের জন্ম দিবস
১৭ মার্চ ২০২৩শুক্রবার০দিন
হরি ঠাকুরের আবির্ভাব১৯ মার্চ ২০২৩রবিবার১দিন
স্বাধীনতা দিবস
ও জতীয় দিবসের ছুটি
২৬ মার্চ ২০২৩রবিবার১দিন
পবিত্র রমজানের রোজা,
ইস্টার সান ডে,
চৈত্র সংক্রান্তি,
পহেলা বৈশাখ,
জুমআতুল বিদা,
শব-ই-কদর,
ঈদ উল ফিতরের ছুটি
৭ এপ্রিল
থেকে ২৬
এপ্রিল ২০২৩
শুক্রবার
থেকে
বুধবার
১৪দিন
মে দিবস১ মে ২০২৩সোমবার১দিন
বুদ্ধ পূর্ণিমার ছুটি৪ মে ২০২৩বৃহস্পতিবার১দিন
ঈদ উল আযহা বা
কোরবানির ঈদের ছুটি
এবং গ্রীষ্মকালিন ছুটি
২১ জুন থেকে
৬ জুলাই
২০২৩
বুধবার
থেকে
বৃহস্পতিবার
১২দিন
হিজরি নববর্ষের ছুটি২০ জুলাই ২০২৩বৃহস্পতিবার১দিন
আশুরা বা মহরমের ছুটি২৯ জুলাই ২০২৩শনিবার০দিন
আষাঢ়ী পূর্ণিমা১ আগষ্ট ২০২৩মঙ্গলবার১দিন
জাতীয় শোক দিবসের ছুটি১৫ আগষ্ট ২০২৩মঙ্গলবার১দিন
শুভ জন্মাষ্টমীর ছুটি৬ সেপ্টেম্বর ২০২৩বুধবার১দিন
আখেরি চাহার সোম্মা১৩ সেপ্টেম্বর ২০২৩বুধবার১দিন
ঈদ ই মিলাদুন্নবী (সাঃ),
মধু পূর্ণিমা
২৮ সেপ্টেম্বর ২০২৩বৃহস্পতিবার১দিন
শুভ মহালয়া১৪ অক্টোবর ২০২৩শনিবার০দিন
দূর্গা পূজার ছুটি,
অষ্টমী ও নবমী,
ফাতেহা ই ইয়াজদাহম,
লক্ষী পূজার ছুটি,
আশ্বিনী পূর্ণিমার ছুটি
২০ থেকে ২৮
অক্টোবর ২০২৩
শুক্রবার হতে
শনিবার
৫দিন
শ্যামা পূজার ছুটি১২ নভেম্বর ২০২৩রবিবার১দিন
মহান বিজয় দিবসের ছুটি১৬ ডিসেম্বর ২০২৩শনিবার০দিন
যিশু খিস্টের জন্ম দিন,
শীতকালী ছুটি
২১ ডিসেম্বর থেকে
২৬ ডিসেম্বর ২০২৩
বৃহস্পতিবার
থেকে
মঙ্গলবার
৩দিন
সংরক্ষিত ছুটি৩দিন
মোট ছুটি =৫৪দিন
২০২২ সালের ছুটির তালিকা

ধর্মীয় ছুটি চাঁদ দেখার উপর নির্ভর করে আগে-পিছে হতে পারে।

ছুটি বিষয়ে কিছু প্রশ্ন-উত্তরঃ

২০২৩ সালে মোট কত দিন ছুটি ?

মোট ৫৪ দিন

২০২৩ সালে রোজার ঈদের ছুটি কতদিন ?

সব সহ ১৪ দিন

২০২৩ সালে কোরবানির ঈদের ছুটি কত দিন ?

গ্রীষ্মকালিন ছুটি সহ ১২ দিন

জাতীয় শোক দিবস কখন ?

১৫ আগষ্ট

শহীদ দিবস কখন ?

২১ ফেব্রুয়ারি

মাতৃভাষা দিবস কখন ?

২১ ফেব্রুয়ারি

স্বাধীনতা দিবস কখন ?

২৬ মার্চ

বিজয় দিবস কখন ?

১৬ ই ডিসেম্বর

গ্রীষ্মকালের ছুটি কবে থেকে ?

২১ জুন ২০২৩ থেকে

শীতের ছুটি কবে থেকে হবে ?

২১ ডিসেম্বর থেকে

সোর্স- shed.gov.bd

Leave a Comment