দেশের অন্যতম সেরা – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরিক্ষার ২০২৪ সালের সার্কুলার প্রকাশ করা হয়েছে।
২০২৪ সালে স্নাতক (অনার্স) ভর্তি পরিক্ষার মাধ্যমে ১ম বর্ষে ভর্তি হওয়া যাবে। মেরিটাইম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয়।
যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে চাচ্ছেন, তাদের জন্য “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যাল” হতে পারে বেস্ট পছন্দ।
এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে মোট ইউনিট রয়েছে ৪টি।
এই ৪টি ইউনিটে সাবজেক্ট রয়েছে মোট ৫টি। এই ৫টি সাবজেক্টে অনার্স বা স্নাতক সম্মান শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আমি আপনার সুবিধার জন্য মেরিটাইম ভর্তি পরিক্ষার সার্কুলার PDF আকারে নিচে দিয়েছি। তার আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুবিধা কি কি:
- এটি একটি সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয়
- 2nd টাইম পরিক্ষা দেয়ার সুযোগ রয়েছে
- সাইন্স, আর্স ও কমার্সের সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন
- যে কোনো শাখা থেকে নূন্যতম ৩.৫ পয়েন্ট পেলেই আবেদন করতে পারবেন
- আইন (ল) সাবজেক্ট রয়েছে
- আধুনিক পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা রয়েছে
- রাজননীতি নেই
- সবগুলো সাবজেক্টই ইঞ্জিনিয়ারিং লেভেলের, তাই পাশ করলেই দেশে-বিদেশে চাকরির সুযোগ
- ভর্তি পরিক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সহজ
- প্রতিযোগী কম। তাই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি
- মেরিটাইম বিশ্ববিদ্যাল গুচ্ছর অধিনে নয়। তাই ভর্তিতে ঝামেলা অনেক কম
২০২৪ সালে মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক তথ্য:
- ২০২৪ সালে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে 2nd টাইম ভর্তি পরিক্ষা দেওয়া যাবে
- মোট ৪টি ইউনিট রয়েছে
- ১ম ইউনিটে ২টি সাবজেক্ট এবং পরের ৩টি ইউনিটে ১টি করে ৩ টি এই মোট ৫টি সাবজেক্ট রয়েছে এখানে
- সাবজেক্ট সমূহ হলো: ওশানোগ্রাফি, মেরিন ফিশারিজ, নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ল (আইন) এবং পোর্ট ম্যানেজমেন্ট।
- অনলাইন আবেদন শুরু: ২৪ ডিসেম্বর ২০২৩
- আবেদন শেষ: ১১ জানুয়রী ২০২৪
- ৮০০ টাকা করে আবেদন ফি
- যোগ্যদের তালিকা প্রকাশ হবে: ১৮ জানুয়ারী
- অ্যাডমিট ডাউনলোড করা যাবে ২১ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারীর মধ্যে
- ভর্তি পরিক্ষা হবে: ২ এবং ৩ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে
- উতীর্ণদের তালিকা মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে
- যোগ্যরা মার্চ মাসের ১ম সপ্তাহের মধ্যে ভর্তির কাজ শেষ করবেন
- ১০ এ মার্চ ২০২৪ থেকে ক্লাস শুরু হবে
- মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হলো চট্টগ্রামে, কর্ণফূলী নদীর তীরে
- বর্তমানে এর ক্যাম্পাস মিরপুর পল্লবী, ঢাকায় অবস্থিত
- মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার সার্কুলার নিচে দেয়া হলো
এছাড়া আরো বিস্তারিত জানতে নিচের দেয়া মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার PDF সার্কুলার দেখুন।
মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার PDF ২০২৪:
- ভর্তি পরিক্ষার সাল – ২০২৪
- সার্কুলার প্রকাশিত হয়েছে – ১৮ ডিসেম্বর ২০২৩
- সার্কুলার প্রকাশ করেছে- মেরিটাইম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
- ভর্তি সার্কুলারের ভাষা – বাংলা ভাষা
- সার্কুলারের পৃষ্ঠা সংখ্যা – ১
- ভর্তি সার্কুলারের ধরন – PDF
- পিডিএফ এর সাইজ – ১ এমবি
- লিংক- নিচে দেয়া হলোঃ
সাল | PDF সার্কুলার লিংক |
---|---|
২০২৪ | ডাউনলোড PDF |
২০২৩ | ডাউনলোড PDF |
মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় কয়টি ইউনিট ও কি কি সাবজেক্ট রয়েছে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে অনার্স এ মোট ৪টি ইউনিট এ ভর্তির জন্য আবেদন করা যাবে।
প্রতিটি ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে, তা নিচে দেয়া হলোঃ
- ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ইউনিট
- ওশানোগ্রাফি সাবজেক্ট
- মেনিট ফিশারিজ সাবজেক্ট
- ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি ইউনিট
- নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং
- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি ইউনিট
- মেরিন ল বা আইন সাবজেক্ট
- ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন ইউনিট
- পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস
মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার আবেদন করার যোগ্যতা কি:
- ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ইউনিটে আবেদন করার জন্য শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাশ হতে হবে এবং নূন্যতম ৪ (চার) পয়েন্ট পেতে হবে।
- ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি ইউনিটের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর নূন্যতম ৪ (চার) পয়েন্ট পেতে হবে।
- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি ইউনিটের জন্য শিক্ষার্থীকে নূন্যতম ৩.৫ পয়েন্ট পেতে হবে।
- ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন ইউনিটে আবেদন করার জন্য শিক্ষার্থীকে নূন্যতম ৩.৫ পয়েন্ট পেতে হবে।
মেরিটাইম ইউনিভার্সিটির কোন ইউনিটে কে ভর্তি পরিক্ষা দিতে পারবে এবং পরিক্ষার বিষয় ও নম্বর বন্টন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় ইউনিট হলো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।
অর্থাৎ ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ইউনিট এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি ইউনিটে কেবল মাত্র সাইন্স গ্রুপ থেকে HSC পাশ করা শিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারবেন।
আর শেষের দুই ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি ইউনিট এবং ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন ইউনিটে সাইন্স, আর্স ও কমার্সের সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
প্রতি ইউনিটেই ১০০ নম্বরের ভর্তি পরিক্ষা দিতে হবে। পরিক্ষায় নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত রচনামূলক (শর্ট প্রশ্ন) থাকবে।
পরিক্ষার সময় হবে মোট ৯০ মিনিট বা দেড় ঘন্টা। পরিক্ষার টপিক হলোঃ
(১) ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ইউনিটে – ইংরেজি, গণিত পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে মোট ১০০ নম্বরের প্রশ্ন হবে।
(২) ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি ইউনিটে – ইংরেজি, গনিত, পদার্থ, রসায়ন ও আইসিটি থেকে ১০০ নম্বরের প্রশ্ন করা হবে।
(৩) ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি বা আইন আইন ইউনিটে – বাংলা, ইংরেজি, আইসিটি এবং গণিত/সাধারণ জ্ঞান থেকে ১০০ নম্বরের প্রশ্ন হবে।
(৪) ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন ইউনিটে – বাংলা, ইংরেজি, আইসিটি এবং গণিত/সাধারণ জ্ঞান/হিসাববিজ্ঞান থেকে মোট ১০০ নম্বরের প্রশ্ন করা হবে।
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার তারিখ ও সময়:
নিচের ছকে- ২০২৪ সালের মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কবে ভর্তি পরিক্ষা হবে তার লিস্ট দেয়া হলো:
ইউনিটের নাম | তারিখ | বার | সময় |
---|---|---|---|
মেরিন গভর্ন্যান্স পলিসি (ল) | ২ ফেব্রুয়ারী | শুক্রবার | সকাল ১০ থেকে ১১:৩০ টা পর্যন্ত |
শিপিং এডমিনিস্ট্রেশন | ২ ফেব্রুয়ারী | শুক্রবার | বিকাল ৩ টা থেকে ৪:৩০ টা |
আর্থ এন্ড ওশান সায়েন্স | ৩ ফেব্রুয়ারী | শনিবার | সকাল ১০ থেকে ১১:৩০ টা পর্যন্ত |
ইঞ্জি. এন্ড টেকনোলজি | ৩ ফেব্রুয়ারী | শনিবার | বিকাল ৩ টা থেকে ৪:৩০ টা |
কোথায় কোথায় ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে:
বর্তমানে পল্লবী, মিরপুর, ঢাকা থেকে মেরিটাইম বিশ্ববিদ্যলয় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে এবারের ভর্তি পরিক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে।
তবে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হলো চট্রগ্রামের কর্ণফুলি নদীর তীরে, সুন্দর, মনোরম ও আধুনিক পরিবেশে।
তবে ২০২৪ সালের ভর্তি পরিক্ষা দেশের ৭টি জায়গা থেকে দেয়া যবে। এগুলো হলোঃ
- ঢাকা
- চট্রগ্রাম
- রংপুর
- খুলনা
- বরিশাল
- সিলেট
- পাবনা
এজন্য ভর্তি পরিক্ষার্থী তার নিজের পছন্দমতো পরিক্ষার স্থান নির্বাচন করতে পারবেন। উপরের ৭টি কেন্দ্রে একযোগে পরিক্ষা আরম্ভ হবে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দেখুনঃ
কিছু প্রশ্ন-উত্তর:
হ্যাঁ। মেরিটাইম বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়।
এটি ঢাকার মিরপুরে বর্তমানে অবস্থিত। তবে এর মূল ক্যাম্পাসের কাজ চট্রগ্রামে চলমান রয়েছে। কর্ণফুলী নদীর তীরে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে।
২০২৪ সালে মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার আবেদন ফি নির্ধারন করা হয়েছে মাত্র ৮০০ টাকা।
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে পারবেন- সাইন্স, আর্স ও কমার্সের সকল শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটে পরিক্ষা দিতে পারবেন। মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীরা ২টি ইউনিটে পরিক্ষা দিতে পারবে। পরিক্ষায় আবেদন করার জন্য নূন্যতম ৩.৫ পয়েন্ট পেতে হবে।
হ্যাঁ। মেরিটাইম ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
প্রতি ইউনিটে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। ১০০ নম্বরের পরিক্ষা দিতে হবে। সময় থাকবে দেড় ঘন্টা।