বেসরকারি শিক্ষক নিয়োগ ৫ম গণবিজ্ঞপ্তি ২০২৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি বা গণবিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ হয়েছে।

এবারের শিক্ষক নিবন্ধন ৫ম নিয়োগ সার্কুলারে মোট ৯৬৭৩৬ টি শূন্য পদের কথা বলা হয়েছে।

পদ সংখ্যা বিবেচনায় এটি বিশাল নিয়োগ। নিচে আমরা সার্কুলার দিয়ে দিয়েছি। আপনি সেটি নিজের কাছে সেভ করে রাখতে পারবেন।

যারা পূর্বে শিক্ষক নিয়োগ নিবন্ধন পরিক্ষা দিয়ে পাশ করেছেন এবং বৈধ সনদধারী তারা এবারের বেসরকারি শিক্ষক নিবন্ধন ৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

বেসরকারি শিক্ষক নিয়োগ ৫ম বিজ্ঞপ্তির কিছু তথ্য:

  • পদের ধরণ: এমপিও
  • মোট পদ সংখ্যা: ৯৬,৭৩৬ টি
  • স্কুল ও কলেজে পদ: ৪৩,২৮৬ টি
  • মাদ্রাসা ও অন্যান্য: ৫৩,৪৫০ টি
  • আবেদন শুরু: ১৭ এপ্রিল ২০২৪
  • আবেদন শেষ: ৯ মে ২০২৪
  • অনলাইন আবেদন করার ঠিকানা: ngi.teletalk.com.bd
  • আবেদন ফি: ১ হাজার টাকা
  • নিচে বিজ্ঞপ্তির PDF দিলাম:
বিজ্ঞপ্তির নাম:PDF:
৫ম নিয়োগ বিজ্ঞপ্তিডাউনলোড
(বেসরকারি শিক্ষক নিয়োগ ৫ম বিজ্ঞপ্তি ২০২৪)

৫ম নিয়োগ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা কি?

প্রার্থী যে বিষয়ে শিক্ষক নিবন্ধন পাস করেছেন সে বিষয়ে আবেদন করতে পারবেন।

আর প্রার্থীকে অবশ্যই এনটিআরসিএ থেকে প্রকাশিত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরিক্ষা দিয়ে পাস করে, বিধিমালা ২০০৬ এর বিধি ১০ (১) মোতাবেক বৈধ সনদধারী হতে হবে।

এছাড়াও প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এমপিও নীতিমালা অনুযায়ী।

অর্থাৎ কোনো প্রকার মিথ্যা তথ্য দিয়ে আবেদন করা যাবেনা।

৫ম নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত পূরণ করে আবেদন করতে হবে।

আবেদনকারীর বয়স:
যারা নিবন্ধন পাস এবং যাদের বয়স বর্তমানে ৩৫ বছর হয়নি তারা সকলেই আবেদন করতে পারবেন।

বলা হয়েছে যে যাদের বয়স ১ জানুয়ারী ২০২৪ এ ৩৫ বছর পার হয়েছে তারা আর আবেদন করতে পারবেন না।

সহজ কথায় প্রার্থীর বয়স ১ জানুয়ারী ২০২৪ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে।

বেসরকারি শিক্ষক নিয়োগ আবেদনে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিবেন?

৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১জন প্রার্থী তার নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল ও কলেজ ১টি আবেদন করতে পারবেন।

আর শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করার ক্ষেত্রে শূন্য পদ রয়েছে এমন ধরনের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে চয়েস দিতে পারবেন।

এই ৪০টির পরেও আরো কোনো শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে চাইলে তাকে অবশ্যই অনলাইন আবেদন ফর্মের Other Option নামক ঘরে গিয়ে Yes করে দিতে হবে। আর এটা না চাইলে No করে দিতে হবে।

যারা Yes করে দিবেন তারা ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি না পেলেও দেশের অন্যান্য স্থানে চাকরির পেতে পারেন।

তাই Yes করে দেওয়া ভালো হবে। আর না চাইলে তো No করে দেওয়ার অপশন রয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য হলো কোনো প্রার্থী যদি কলেজ ও স্কুল পর্যায়ে আবেদন করার যোগ্যতা রাখেন তবে একবারে আবেদন করতে পারবেন।

এক্ষেত্রে সেই প্রার্থী যদি কলেজ পর্যায়ে যোগ্য হন তাহলে কলেজের শিক্ষক হবেন।

কলেজে না হলে, তাকে স্কুলের জন্য বিবেচনা করা হবে। অর্থাৎ কলেজকে আগে প্রাইয়োরিটি দেওয়া হবে।

আবার কেউ যদি স্কুলে কর্মরত থাকেন, তবে তিনি কলেজে আবেদন করতে পারবেন, স্কুলে আর পারবেন না।

আবার কেউ যদি কলেজে কর্মরত থাকেন, তিনি স্কুলে আবেদন করতে পারবেন, কলেজে আর পারবেন না।

তবে তাদের নিবন্ধন করা থাকতে হবে। আর মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কেবল মহিলা প্রার্থী আবেদন করবেন।

ভূল করে বা মিথ্যা তথ্য দিয়ে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পুরুষ আবেদন করলে সে নিয়োগ পাবেনা।

ধর্ম বিষয়ক শিক্ষক হতে হলে, প্রার্থীকে সেই ধর্মের অনুসারী হতে হবে।

অর্থাৎ এক ধরমের প্রার্থী আরেক ধর্মের ধর্মীয় শিক্ষক হওয়ার যোগ্য নন।

বেসরকারি শিক্ষক নিয়োগ আবেদন করার নিয়ম:

৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাকে প্রথমে ngi.teletalk.com.bd এই Website এ যেতে হবে।

এরপরে আপনার সামনে নির্দেশনা অনুযায়ী সকল তথ্য দিয়ে অবেদন করতে হবে।

আপনার নামের বানান হবে আপনার শিক্ষক নিবন্ধন পাস করা সনদের ঠিক অনুরুপ।

যেসকল পদের পাশে নারী কোটা আছে, নারীদের জন্য সেখানে টিক দিতে হবে।

আবেদন করার সময় প্রার্থীর নিজের মোবাইল নম্বর ও ই-মেইল বা জিমেইল দিতে হবে।

এই ইমেইল এ অনলাইনে পুলিশ ভেরিভিকেশন করার ID এবং Password প্রেরণ করা হবে।

বেসরকারি শিক্ষক নিয়োগে আবেদন করার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হবে।

কারণ আবেদন একবার সাবমিট হয়ে গেলে সেটি আর সংশোধন করা যাবে না।

আর আপনার আবেদন সঠিকভাবে সাবমিট হলে আপনার ফোনে একটি SMS যাবে।

আবেদন করার পরে আপনি ১টি কপি (Applicant’s Copy) প্রিন্ট করে আপনার কাছে রেখে দিবেন।

Leave a Comment